হত্যা মামলা তুলে নিতে হামলা-হুমকির অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২১, ১০: ১৯
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২৩: ১০

রাজশাহীর পুঠিয়া উপজেলার রকি হত্যা মামলা তুলে নিতে বাদীপক্ষকে আসামিদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার রাজশাহী শহরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ আনা হয়। এ ছাড়া আগের দিন সোমবার এ ব্যাপারে জেলার পুলিশ সুপারের কাছে একটি অভিযোগ দেওয়া হয়েছে।

পূর্বশত্রুতার জেরে ২০১৮ সালের জুন মাসে কৈ পুকুরিয়া গ্রামের কিশোর রকিকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। মাঠের মধ্যে তাঁর লাশ পাওয়া গিয়েছিল। ময়নাতদন্ত প্রতিবেদনে রকির মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। ওই ঘটনায় পুঠিয়া থানায় একটি হত্যা মামলা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত রকির মামা শফিকুল ইসলাম বলেন, মামলার আসামিরা সবাই এখন জামিনে। তাঁরা মামলা তুলে নিতে এবং সাক্ষী না দিতে হুমকি দিচ্ছেন। এজাহারভুক্ত আসামি নিজাম ৪ নভেম্বর দুপুরে পুঠিয়ার ফুলবাড়ি বাজারে মামলার সাক্ষী শহিদুল ইসলামের চায়ের দোকানে গিয়ে তাঁকে সাক্ষী না দিতে হুমকি দেন। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। তখন নিজাম দোকান থেকে বাইরে বের হয়ে মোবাইল ফোনে তাঁর লোকজনকে ডাকেন। এর ৩০ মিনিটের মধ্যে মামলার আসামি মো. শহিদুল, মো. লোকমান, মো. নবী, মো. ছবি, সাহেব আলী, হাশেম আলী, মো. ইসলাম, মো. হবি, মো. শফি, মো. রেজাউল, সান মোহাম্মদ কালু, সনি, রকি ও আইয়ুব আলী ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় সাক্ষী শহিদুল, তাঁর ছেলে শাহীন ও আরেক সাক্ষী আমানুল্লাহ সাব্বিরকে পিটিয়ে আহত করেন। পরে তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। ঘটনার দিন আসামিরা লুটপাট করেন বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম তাঁদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। সংবাদ সম্মেলনে নিহত রকির মা ও মামলার বাদী রেহেনা বেগম, নিহত রকির মামাতো ভাই সোহানুর রহমান ও সজন আলী এবং খালা কাজলী বেগম উপস্থিত ছিলেন।

হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসামি মো. নবী বলেন, ‘আমরা এ ধরনের কোনো হুমকি দিচ্ছি না। আমরা রকিকে মারিনি। আমরাও চাচ্ছি সুষ্ঠু বিচার হোক।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত