‘অপরাধীর তথ্য দিন, পরিচয় গোপন থাকবে’

হোমনা প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ০৮: ০৯
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৬

মাদক কারবারিসহ যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের তথ্য দিলে তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে। তাঁকে বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না। হোমনায় বিট পুলিশিং সভায় এ ঘোষণা দিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

গত শনিবার বিকেলে হোমনা থানার উদ্যোগে বাগমারা সিদ্দিকীয়া ইসলামিয়া মাদরাসা মাঠে এ সভা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করতে এ সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) স্পিনা রানী প্রামাণিক।

সভায় স্থানীয় পর্যায়ে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, মাদক, জুয়া, বাল্যবিবাহসহ যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সমাজের নানা অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানানো হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত