সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস-সংকট প্রকট আকার ধারণ করেছে। উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের কেউ কেউ বাড়তি খরচ দিয়ে বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলা অথবা এলপিজি গ্যাস ব্যবহার করলেও নিম্ন আয়ের মানুষ পড়েছেন ভোগান্তিতে। কুড়িয়ে আনা কাঠ, বাঁশই তাঁদের রান্নার একমাত্র ভরসা।
দুই সন্তানের মা খোদেজা বেগম (৩৭)। তাঁর স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যাওয়ায় জীবনের তাগিদে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থেকে এসেছেন সিদ্ধিরগঞ্জে। গ্রামের এক চাচাতো বোনের সহযোগিতায় উঠেছেন এক রুমের টিনশেড বাসায়। একটি কারখানায় শ্রমিকের কাজ করেন তিনি। আগে কারখানায় যাওয়ার আগেই সকালে সন্তানদের জন্য রান্না করে যেতেন; কিন্তু ইদানীং গ্যাস-সংকটের কারণে সকালে চুলায় আগুন জ্বলে না। বাধ্য হয়ে লাকড়ির চুলায় রান্না করে কাজে যেতে হচ্ছে তাঁকে।
খোদেজা বেগম বলেন, ‘রান্না করার লাইগা (জন্য) লাকড়ি লাগে অনেক, এখন শহরে এত লাকড়ি কই পামু ভাই। আমি অফিসে গেলে আমার পোলাপানগুলি এইখান-ওইখান থিক্কা বাঁশ, কাঠ টোকায় আনে আর আমি কারখানা থিকা আহার সময় রাস্তায় বাঁশ কাঠ যা পাই, তা নিয়া আহি, এডি দিয়া কোনোমতে কয়ডা রাইন্দা পোলাপান ডিরে খাওয়াই।’
গতকাল মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লাসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় গ্যাস-সংকটে রান্না নিয়ে বিপাকে পড়া নিম্ন আয়ের মানুষের ভোগান্তির এমন চিত্র। আদমজী ইপিজেড ছাড়াও সিদ্ধিরগঞ্জে রয়েছে শত শত ছোট-বড় কারখানা। এসব কারখানায় কাজ করেন লাখো শ্রমিক। তাঁদের বেশির ভাগই নিম্ন আয়ের। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে এমনিতেই বিপাকে পড়েছেন গরিব মানুষ। তার ওপর যোগ হয়েছে গ্যাস-সংকট। এতে রান্নার চাহিদা মেটাতে বাড়তি পরিশ্রম করে তাঁদের জোগাড় করতে হচ্ছে লাকড়ি।
আদমজী ইপিজেডের একটি কারখানার শ্রমিক আকলিমা জানান, সকালে অফিসে যাওয়ার আগে পোলাপানের জন্য রান্না করতে গেলে চুলায় গ্যাস থাকে না। তখন লাকড়ির চুলায় রান্না করে অফিসে যেতে হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী শাকির আহমেদ বলেন, ‘জ্বালানি-সংকটের কারণে বিদ্যুতের উৎপাদন ঠিক রাখার জন্য বেশি গ্যাস দিতে হচ্ছে। এই চাপটা চলে এসেছে গ্যাসের গ্রাহকদের ওপর। খুব শিগগির গ্যাস-সংকট সমস্যার সমাধান হবে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস-সংকট প্রকট আকার ধারণ করেছে। উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের কেউ কেউ বাড়তি খরচ দিয়ে বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলা অথবা এলপিজি গ্যাস ব্যবহার করলেও নিম্ন আয়ের মানুষ পড়েছেন ভোগান্তিতে। কুড়িয়ে আনা কাঠ, বাঁশই তাঁদের রান্নার একমাত্র ভরসা।
দুই সন্তানের মা খোদেজা বেগম (৩৭)। তাঁর স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যাওয়ায় জীবনের তাগিদে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থেকে এসেছেন সিদ্ধিরগঞ্জে। গ্রামের এক চাচাতো বোনের সহযোগিতায় উঠেছেন এক রুমের টিনশেড বাসায়। একটি কারখানায় শ্রমিকের কাজ করেন তিনি। আগে কারখানায় যাওয়ার আগেই সকালে সন্তানদের জন্য রান্না করে যেতেন; কিন্তু ইদানীং গ্যাস-সংকটের কারণে সকালে চুলায় আগুন জ্বলে না। বাধ্য হয়ে লাকড়ির চুলায় রান্না করে কাজে যেতে হচ্ছে তাঁকে।
খোদেজা বেগম বলেন, ‘রান্না করার লাইগা (জন্য) লাকড়ি লাগে অনেক, এখন শহরে এত লাকড়ি কই পামু ভাই। আমি অফিসে গেলে আমার পোলাপানগুলি এইখান-ওইখান থিক্কা বাঁশ, কাঠ টোকায় আনে আর আমি কারখানা থিকা আহার সময় রাস্তায় বাঁশ কাঠ যা পাই, তা নিয়া আহি, এডি দিয়া কোনোমতে কয়ডা রাইন্দা পোলাপান ডিরে খাওয়াই।’
গতকাল মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লাসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় গ্যাস-সংকটে রান্না নিয়ে বিপাকে পড়া নিম্ন আয়ের মানুষের ভোগান্তির এমন চিত্র। আদমজী ইপিজেড ছাড়াও সিদ্ধিরগঞ্জে রয়েছে শত শত ছোট-বড় কারখানা। এসব কারখানায় কাজ করেন লাখো শ্রমিক। তাঁদের বেশির ভাগই নিম্ন আয়ের। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে এমনিতেই বিপাকে পড়েছেন গরিব মানুষ। তার ওপর যোগ হয়েছে গ্যাস-সংকট। এতে রান্নার চাহিদা মেটাতে বাড়তি পরিশ্রম করে তাঁদের জোগাড় করতে হচ্ছে লাকড়ি।
আদমজী ইপিজেডের একটি কারখানার শ্রমিক আকলিমা জানান, সকালে অফিসে যাওয়ার আগে পোলাপানের জন্য রান্না করতে গেলে চুলায় গ্যাস থাকে না। তখন লাকড়ির চুলায় রান্না করে অফিসে যেতে হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী শাকির আহমেদ বলেন, ‘জ্বালানি-সংকটের কারণে বিদ্যুতের উৎপাদন ঠিক রাখার জন্য বেশি গ্যাস দিতে হচ্ছে। এই চাপটা চলে এসেছে গ্যাসের গ্রাহকদের ওপর। খুব শিগগির গ্যাস-সংকট সমস্যার সমাধান হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে