স্বর্ণের কয়েন বিক্রির নামে প্রতারণা, আটক ১

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২২, ০৮: ৩৪
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১১: ২৩

নেত্রকোনার মোহনগঞ্জে প্রতারণার অভিযোগে মো. ওমর শরীফ (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। প্রতারণার মাধ্যমে নকল স্বর্ণের কয়েন বিক্রি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। পরে গত মঙ্গলবার বিকেলে তাকে আলাদতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে গত সোমবার মোহনগঞ্জ পৌরশহরের শিশু পার্কের সামনে থেকে তাকে আটক করা হয়। ওমর শরীফ ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার চান্দেরনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ওমর শরীফ ও তার দুই সহযোগীর কাছ থেকে স্থানীয় শরীফ আহমেদ ও কাইয়ুম মিয়া নামে দুই ব্যক্তি ৩ লাখ ৪০ হাজার টাকায় ২৬০টি স্বর্ণের কয়েন কিনেন। পরে তারা দোকানে গিয়ে পরীক্ষা করে এগুলো পিতলের কয়েন বলে জানতে পারেন। প্রতারিত হওয়ার বিষয়টি টের পেয়ে তাদের হন্য হয়ে খুঁজতে থাকেন তারা। একপর্যায়ে গত সোমবার বিকেলে শিশু পার্কের সামনে তাদের দেখতে পেয়ে ওমর শরীফকে ধরে ফেলেন। এ সময় তার সহযোগী অন্য দুজন পালিয়ে যায়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তার শরীর তল্লাশি করে আরও ৫০টি নকল স্বর্ণের কয়েন পায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দিয়ে ওমর শরীফকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত