জামায়াতের সেক্রেটারিসহ ৭ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১১: ০০
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১২: ১৩

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ সাতজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেন আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন—জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নায়েবে আমির মাওলানা আ ন ম শামসুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত ও বাবুর্চি মো. ইমাম হোসেন।

রিমান্ড শেষে তাঁদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কাজী ওয়াজেদ আলী।

অন্যদিকে আসামিদের আইনজীবী তাঁদের জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১২ সেপ্টেম্বর জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ ৫ নেতার দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত ৭ সেপ্টেম্বর চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত