সম্পাদকীয়
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপ বলছে, দেশে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিয়ে ৫০ শতাংশ বেড়েছে! তবে কিছু ঘটনা এমনও হয় যে শিক্ষক, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী এমনকি স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগে পুলিশ গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেয়। কোথাও শোনা যায়, জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বন্ধ করা হয়েছে বাল্যবিবাহ। এগুলো ভালো খবর বটে। কিন্তু যে বাল্যবিবাহগুলো হয়ে গেছে, সেগুলোর পরিণাম হয় ভয়াবহ।
যেমন বরিশালের আগৈলঝাড়ার এক কিশোরীর কথা বলা যাক। বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের এই মাদ্রাসাছাত্রী হাবিবা আক্তারকে দুই মাস আগে মা-বাবা জোর করে বিয়ে দিয়েছিলেন। তার বয়স মাত্র ১৩। পড়ত পঞ্চম শ্রেণিতে। আর এই কিশোরীর বর ২৫ বছরের সাজিদ মোল্লা। হাবিবা বিয়ের পর শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হচ্ছিল। নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি বাবার বাড়িতে এসে আশ্রয় নেয়। জানায়, সে আর শ্বশুরবাড়ি ফিরে যাবে না। কিন্তু মা-বাবা সে কথা মানেননি, হাবিবাকে চাপ দিচ্ছিলেন শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার জন্য। হাবিবাও হার মানেনি। তাই মা-বাবা তার দুই পায়ে শিকল এবং দুই হাত পেছনে রশি দিয়ে বেঁধে রাখেন, নির্যাতন করেন, যেন অন্য কোথাও যেতে না পারে তাঁদের মেয়ে।
হাবিবাকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে থানার এসআই মাহফুজ হোসেন গত শনিবার রাতে হাবিবাকে উদ্ধার করতে গিয়ে দেখে ঘরে তালা দিয়ে মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন মা-বাবা; অর্থাৎ তাঁরা আগেই টের পেয়েছিলেন পুলিশ আসবে। এর আগে হাবিবার মা মারুফা বেগম সাংবাদিকদের বলেন, দরিদ্র পরিবার হওয়ায় মেয়েকে লেখাপড়া করাতে পারেননি, বিয়ে দিয়েছেন এবং হাবিবা শ্বশুরবাড়ি ফিরে না গিয়ে আত্মহত্যার হুমকি দেওয়ায় তাকে শিকলে বেঁধে রাখা হয়।
এদিকে হাবিবার বর সাজিদ দাবি করছেন, তাঁর পরিবার থেকে হাবিবাকে কখনো নির্যাতন করা হয়নি। মেয়েটা সংসার করতে চায়নি বলে তাঁদের বাড়ি থেকে চলে যায়।
হাবিবার মা-বাবা খুব ভালো করেই জানেন যে তাঁরা অপরাধ করেছেন। তাই মেয়েকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। অপরাধের ভাগীদার সাজিদের পরিবারও। দারিদ্র্যের দোহাই দিয়ে মেয়ের লেখাপড়া বন্ধ করেছেন মা-বাবা। অথচ তাঁদের জানা থাকার কথা যে বাংলাদেশ সরকার দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষাকে অবৈতনিক করেছে এবং মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণ করা হয়।
হাবিবার শিক্ষক মুফতি মইনুল ভাট্টি জানান, বিয়ের ব্যাপারটি আগে জানলে তিনি মেয়েটিকে বাল্যবিবাহ থেকে রক্ষা করতে পারতেন। অথচ হাবিবার প্রতিবেশীরা বিয়ের পর তার ওপর হওয়া নির্যাতন দেখে যে অভিযোগ করেছে, তা বিয়ের আগে করলে হয়তো ১৩ বছর বয়সী ওই কিশোরীকে একটা সুন্দর জীবন উপহার দেওয়া যেত। বাল্যবিবাহ এবং যে কারও ওপর হওয়া নির্যাতন দমন করতে হলে টম-ডিক-হ্যারি সেজে বসে থাকা যায় না।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপ বলছে, দেশে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিয়ে ৫০ শতাংশ বেড়েছে! তবে কিছু ঘটনা এমনও হয় যে শিক্ষক, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী এমনকি স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগে পুলিশ গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেয়। কোথাও শোনা যায়, জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বন্ধ করা হয়েছে বাল্যবিবাহ। এগুলো ভালো খবর বটে। কিন্তু যে বাল্যবিবাহগুলো হয়ে গেছে, সেগুলোর পরিণাম হয় ভয়াবহ।
যেমন বরিশালের আগৈলঝাড়ার এক কিশোরীর কথা বলা যাক। বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের এই মাদ্রাসাছাত্রী হাবিবা আক্তারকে দুই মাস আগে মা-বাবা জোর করে বিয়ে দিয়েছিলেন। তার বয়স মাত্র ১৩। পড়ত পঞ্চম শ্রেণিতে। আর এই কিশোরীর বর ২৫ বছরের সাজিদ মোল্লা। হাবিবা বিয়ের পর শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হচ্ছিল। নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি বাবার বাড়িতে এসে আশ্রয় নেয়। জানায়, সে আর শ্বশুরবাড়ি ফিরে যাবে না। কিন্তু মা-বাবা সে কথা মানেননি, হাবিবাকে চাপ দিচ্ছিলেন শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার জন্য। হাবিবাও হার মানেনি। তাই মা-বাবা তার দুই পায়ে শিকল এবং দুই হাত পেছনে রশি দিয়ে বেঁধে রাখেন, নির্যাতন করেন, যেন অন্য কোথাও যেতে না পারে তাঁদের মেয়ে।
হাবিবাকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে থানার এসআই মাহফুজ হোসেন গত শনিবার রাতে হাবিবাকে উদ্ধার করতে গিয়ে দেখে ঘরে তালা দিয়ে মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন মা-বাবা; অর্থাৎ তাঁরা আগেই টের পেয়েছিলেন পুলিশ আসবে। এর আগে হাবিবার মা মারুফা বেগম সাংবাদিকদের বলেন, দরিদ্র পরিবার হওয়ায় মেয়েকে লেখাপড়া করাতে পারেননি, বিয়ে দিয়েছেন এবং হাবিবা শ্বশুরবাড়ি ফিরে না গিয়ে আত্মহত্যার হুমকি দেওয়ায় তাকে শিকলে বেঁধে রাখা হয়।
এদিকে হাবিবার বর সাজিদ দাবি করছেন, তাঁর পরিবার থেকে হাবিবাকে কখনো নির্যাতন করা হয়নি। মেয়েটা সংসার করতে চায়নি বলে তাঁদের বাড়ি থেকে চলে যায়।
হাবিবার মা-বাবা খুব ভালো করেই জানেন যে তাঁরা অপরাধ করেছেন। তাই মেয়েকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। অপরাধের ভাগীদার সাজিদের পরিবারও। দারিদ্র্যের দোহাই দিয়ে মেয়ের লেখাপড়া বন্ধ করেছেন মা-বাবা। অথচ তাঁদের জানা থাকার কথা যে বাংলাদেশ সরকার দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষাকে অবৈতনিক করেছে এবং মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণ করা হয়।
হাবিবার শিক্ষক মুফতি মইনুল ভাট্টি জানান, বিয়ের ব্যাপারটি আগে জানলে তিনি মেয়েটিকে বাল্যবিবাহ থেকে রক্ষা করতে পারতেন। অথচ হাবিবার প্রতিবেশীরা বিয়ের পর তার ওপর হওয়া নির্যাতন দেখে যে অভিযোগ করেছে, তা বিয়ের আগে করলে হয়তো ১৩ বছর বয়সী ওই কিশোরীকে একটা সুন্দর জীবন উপহার দেওয়া যেত। বাল্যবিবাহ এবং যে কারও ওপর হওয়া নির্যাতন দমন করতে হলে টম-ডিক-হ্যারি সেজে বসে থাকা যায় না।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪