আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরে সাত বছর আগে কোকেন জব্দের ঘটনায় করা দুই মামলায় আরও একজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঞাঁ এ সাক্ষ্য গ্রহণ করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং বিশেষ ক্ষমতা আইনের (চোরাচালান) মামলায় সাক্ষ্যদাতার নাম রতন কর্মকার। তিনি এ চালান সম্পর্কে কিছু কাগজপত্র স্প্যানিশ থেকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক আসামি গোলাম মোস্তফা তাঁকে অনুবাদের কাজ দিয়েছিলেন বলে তিনি সাক্ষ্যতে উল্লেখ করেন।
মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদক মামলায় এ নিয়ে ২৬ জন ও চোরাচালান মামলায় চারজন সাক্ষ্য দিয়েছেন। আদালত দুটি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৯ জুন দিন ধার্য করেছেন।
গত ৭ ফেব্রুয়ারি চোরাচালানের মামলায় ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ২ মার্চ থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। একই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় ২০১৯ সালের ২৯ এপ্রিল ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সে বছর মে মাসে মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ২০১৯ সালের ৬ জুন কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে। ১০৭ ড্রামের মধ্য থেকে ২৭ জুন তেলের একটি ড্রামের নমুনায় কোকেন পাওয়া যায়। চালানটি বলিভিয়া থেকে চট্টগ্রাম বন্দরে আসে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়।
এ ঘটনায় চট্টগ্রাম নগরের বন্দর থানায় ২০১৫ সালের ২৭ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ নূর মোহাম্মদকে অব্যাহতি দিয়ে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের নারাজির পরিপ্রেক্ষিতে মামলাটি আবারও তদন্তে যায়। ২০২০ সালের ২০ জুন চোরাচালান আইনে অভিযোগপত্র দেয় র্যাব। তবে তদন্ত সংস্থা তদন্তে কোকেনের গন্তব্যস্থল শনাক্ত করতে পারেনি।
মামলার আসামিরা হলেন, লন্ডনপ্রবাসী চাঁদপুরের ফরিদগঞ্জের ফজলুর রহমান, মৌলভীবাজারের বকুল মিয়া, চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ ও মোস্তাক আহমেদ।
চট্টগ্রাম বন্দরে সাত বছর আগে কোকেন জব্দের ঘটনায় করা দুই মামলায় আরও একজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঞাঁ এ সাক্ষ্য গ্রহণ করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং বিশেষ ক্ষমতা আইনের (চোরাচালান) মামলায় সাক্ষ্যদাতার নাম রতন কর্মকার। তিনি এ চালান সম্পর্কে কিছু কাগজপত্র স্প্যানিশ থেকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক আসামি গোলাম মোস্তফা তাঁকে অনুবাদের কাজ দিয়েছিলেন বলে তিনি সাক্ষ্যতে উল্লেখ করেন।
মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদক মামলায় এ নিয়ে ২৬ জন ও চোরাচালান মামলায় চারজন সাক্ষ্য দিয়েছেন। আদালত দুটি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৯ জুন দিন ধার্য করেছেন।
গত ৭ ফেব্রুয়ারি চোরাচালানের মামলায় ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ২ মার্চ থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। একই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় ২০১৯ সালের ২৯ এপ্রিল ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সে বছর মে মাসে মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ২০১৯ সালের ৬ জুন কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে। ১০৭ ড্রামের মধ্য থেকে ২৭ জুন তেলের একটি ড্রামের নমুনায় কোকেন পাওয়া যায়। চালানটি বলিভিয়া থেকে চট্টগ্রাম বন্দরে আসে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়।
এ ঘটনায় চট্টগ্রাম নগরের বন্দর থানায় ২০১৫ সালের ২৭ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ নূর মোহাম্মদকে অব্যাহতি দিয়ে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের নারাজির পরিপ্রেক্ষিতে মামলাটি আবারও তদন্তে যায়। ২০২০ সালের ২০ জুন চোরাচালান আইনে অভিযোগপত্র দেয় র্যাব। তবে তদন্ত সংস্থা তদন্তে কোকেনের গন্তব্যস্থল শনাক্ত করতে পারেনি।
মামলার আসামিরা হলেন, লন্ডনপ্রবাসী চাঁদপুরের ফরিদগঞ্জের ফজলুর রহমান, মৌলভীবাজারের বকুল মিয়া, চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ ও মোস্তাক আহমেদ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে