Ajker Patrika

বাজারে কম দামের মুড়িকাটা পেঁয়াজ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৫
বাজারে কম দামের  মুড়িকাটা পেঁয়াজ

দিনাজপুরের হিলির কাঁচা বাজারগুলোতে উঠতে শুরু করেছে দেশীয় নতুন মুড়িকাটা জাতের পেঁয়াজ। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে। এদিকে, দাম তুলনামূলক কম হওয়ায় ক্রেতারা ভারতীয় পেঁয়াজের পরিবর্তে মুড়িকাটা পেঁয়াজ কিনতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

পেঁয়াজ কিনতে আসা রবিউল ইসলাম নামের একজন বলেন, ‘ভারতীয় পেঁয়াজের তুলনায় দেশীয় পেঁয়াজের স্বাদ বেশ ভালো, এ ছাড়া পরিমাণে কম লাগে। কিন্তু দেশীয় পেঁয়াজের দাম বেশির কারণে কিছুদিন আগেও ভারতীয় পেঁয়াজ কিনতাম। এখন বাজারে দেশীয় নতুন মুড়িকাটা পেঁয়াজ উঠেছে। ২৮-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’

কাচা তরকারি বিক্রেতা সুমন মণ্ডল বলেন, ‘কয়েক দিন আগে থেকেই বাজারে দেশীয় নতুন জাতের পেঁয়াজ উঠতে শুরু করেছে। দাম কম হওয়ার কারণে ক্রেতারা দেশীয় পুরোনো পেঁয়াজ ও ভারতীয় পেঁয়াজ কেনা কমিয়ে দিয়েছে। প্রতি কেজি পেঁয়াজ ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। পুরোনো দেশীয় পেঁয়াজের দাম বেশি হওয়ায় তুলনামূলক কম দামে মানুষ দেশীয় নতুন মুড়িকাটা পেঁয়াজ কিনছেন।’

বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে ভারতীয় ভালো মানের পেঁয়াজ ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কিছুটা খারাপ মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৬-২৭ টাকায়। দেশীয় পুরোনো পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত