আজকের পত্রিকা ডেস্ক
প্রশ্ন: চুল শ্যাম্পু করার পরও মাথার ত্বক চুলকায় ও সাদা সাদা ময়লা উঠে আসে নখে। কী করণীয়?
সাদ জাবীর, ঢাকা
খুব সম্ভবত এটা খুশকি। খুশকির প্রফেশনাল ট্রিটমেন্ট নেওয়ার পর ভালো মানের অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু নিয়মিত ব্যবহার করলে এই সমস্যা চলে যাবে। মাথার ত্বক অনেক শুষ্ক হলে শ্যাম্পু করার আগে খাঁটি নারকেল বা জলপাই তেল দিয়ে ম্যাসাজ করে নিতে পারেন।
প্রশ্ন: অনেক বেশি ঘাম হয়। ডিওডোরেন্ট ও পারফিউম ব্যবহারের পরও অস্বস্তি হয়; পাছে আশপাশের কেউ ঘামের গন্ধে বিব্রত হন। তরতাজা থাকতে কী করণীয়?
নাম প্রকাশে অনিচ্ছুক, বরিশাল
প্রথমে ভালোভাবে সাবান বা শাওয়ার জেল দিয়ে শরীর পরিষ্কার করে নিতে হবে। এরপর টাওয়েল দিয়ে ভালোভাবে শরীর মুছে বগলে ডিওড্রেন্ট রোল ওন, ডিও স্টিক লাগাতে হবে। শরীরের সব ভাঁজে ডিও স্প্রে লাগাতে হবে পায়ের পাতাসহ। এরপর পরিষ্কার কাপড়, জুতা পরলে সারা দিন তরতাজা থাকবেন। পরিষ্কার কাপড় প্রথম ব্যবহারের সময় ভালো পারফিউম লাগালে সেটাও তরতাজা থাকে ঘামার পরেও।
প্রশ্ন: সম্প্রতি চুলে হাইলাইট করার পর থেকে সেগুলো খুব রুক্ষ হয়ে গেছে। চিরুনি দিয়ে আঁচড়ানোর সময় আটকে আসে। চুল খোলা রাখলে জট পাকিয়ে যাচ্ছে। কী করণীয়?
জেবা রহমান, পাবনা
খুব সম্ভবত ব্লিচ দিয়ে রং করে, ডিপোসিট কালার ব্যবহার না করেই ছেড়ে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বিশেষজ্ঞের হাতে প্লেক্স ট্রিটমেন্ট নিতে হবে। ব্রাজিলিয়ান টক্স ট্রিটমেন্টও নিতে হবে। এ ছাড়া ঘরেও চুলের যত্ন নিতে পারেন। চুলের দৈর্ঘ্য অনুযায়ী টক দই লাগিয়ে ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেললেও কিছুটা উপকার পাওয়া যাবে।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট শোভন মেকওভার
প্রশ্ন: চুল শ্যাম্পু করার পরও মাথার ত্বক চুলকায় ও সাদা সাদা ময়লা উঠে আসে নখে। কী করণীয়?
সাদ জাবীর, ঢাকা
খুব সম্ভবত এটা খুশকি। খুশকির প্রফেশনাল ট্রিটমেন্ট নেওয়ার পর ভালো মানের অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু নিয়মিত ব্যবহার করলে এই সমস্যা চলে যাবে। মাথার ত্বক অনেক শুষ্ক হলে শ্যাম্পু করার আগে খাঁটি নারকেল বা জলপাই তেল দিয়ে ম্যাসাজ করে নিতে পারেন।
প্রশ্ন: অনেক বেশি ঘাম হয়। ডিওডোরেন্ট ও পারফিউম ব্যবহারের পরও অস্বস্তি হয়; পাছে আশপাশের কেউ ঘামের গন্ধে বিব্রত হন। তরতাজা থাকতে কী করণীয়?
নাম প্রকাশে অনিচ্ছুক, বরিশাল
প্রথমে ভালোভাবে সাবান বা শাওয়ার জেল দিয়ে শরীর পরিষ্কার করে নিতে হবে। এরপর টাওয়েল দিয়ে ভালোভাবে শরীর মুছে বগলে ডিওড্রেন্ট রোল ওন, ডিও স্টিক লাগাতে হবে। শরীরের সব ভাঁজে ডিও স্প্রে লাগাতে হবে পায়ের পাতাসহ। এরপর পরিষ্কার কাপড়, জুতা পরলে সারা দিন তরতাজা থাকবেন। পরিষ্কার কাপড় প্রথম ব্যবহারের সময় ভালো পারফিউম লাগালে সেটাও তরতাজা থাকে ঘামার পরেও।
প্রশ্ন: সম্প্রতি চুলে হাইলাইট করার পর থেকে সেগুলো খুব রুক্ষ হয়ে গেছে। চিরুনি দিয়ে আঁচড়ানোর সময় আটকে আসে। চুল খোলা রাখলে জট পাকিয়ে যাচ্ছে। কী করণীয়?
জেবা রহমান, পাবনা
খুব সম্ভবত ব্লিচ দিয়ে রং করে, ডিপোসিট কালার ব্যবহার না করেই ছেড়ে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বিশেষজ্ঞের হাতে প্লেক্স ট্রিটমেন্ট নিতে হবে। ব্রাজিলিয়ান টক্স ট্রিটমেন্টও নিতে হবে। এ ছাড়া ঘরেও চুলের যত্ন নিতে পারেন। চুলের দৈর্ঘ্য অনুযায়ী টক দই লাগিয়ে ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেললেও কিছুটা উপকার পাওয়া যাবে।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট শোভন মেকওভার
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে