বর্ধিত ওয়ার্ড নিয়ে ৫৬ আপত্তি

সিলেট প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২২, ১২: ৫৭
Thumbnail image

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়তন বেড়েছে প্রায় আড়াই গুণ। বর্ধিতকরণের পর সিটি করপোরেশনের আয়তন দাঁড়িয়েছে প্রায় ৬০ বর্গকিলোমিটারে। ইতিমধ্যে নতুন ১২টি ওয়ার্ড গঠনের মাধ্যমে বর্ধিত এলাকা চিহ্নিত করে গেজেট প্রকাশ করা হয়েছে।

তবে ওয়ার্ড গঠনের পর দেখা দিয়েছে বিপত্তি। ওয়ার্ডের সীমানা নির্ধারণ নিয়ে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগে পড়েছে একের পর এক আপত্তি। নির্ধারিত সময়ের মধ্যে ১২টি ওয়ার্ড নিয়ে ৫৬টি আপত্তি পড়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

এই আবেদনগুলোর বেশির ভাগই সীমানা নিয়ে। কেউ ওয়ার্ড বিস্তৃত করতে চান। আবার কেউ পার্শ্ববর্তী ওয়ার্ডে সংযুক্ত হতে আবেদন করেছেন। আবেদনগুলোতে নিজেদের যুক্তিও তুলে ধরেছেন আবেদনকারীরা।

সিসিক সূত্র জানা গেছে, আয়তনের দিক দিয়ে দেশের সবচেয়ে ছোট সিটি করপোরেশন ছিল সিলেট। এত দিন ধরে ২৬.৫ বর্গকিলোমিটার এলাকাকে ২৭টি ওয়ার্ডে বিভক্ত করে চলছিল করপোরেশনের কার্যক্রম। ২০১৪ সালের ২২ জুলাই সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সিটি করপোরেশনের আয়তন বৃদ্ধির আবেদন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। ওই বছরের আগস্ট মাসে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সরুজ কুমার নাথ সীমানা পরিবর্তন, সম্প্রসারণ এবং সংকোচন বিধি অনুযায়ী তথ্যাদি উল্লেখ করে পুনরায় প্রস্তাব প্রেরণ করার অনুরোধ জানিয়ে চিঠি দেন সিসিককে।

২০১৫ সালে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও সিটি করপোরেশনের সীমানা বর্ধিতকরণের উদ্যোগ নেন। তিনি সিসিকের আয়তন ১৮০ বর্গকিলোমিটার করার দাবি জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি চালাচালি শুরু করেন। ২০১৫ সালের ২৩ জুন সিসিকের আয়তন ছয় গুন বৃদ্ধির একটি প্রস্তাবনাও দেওয়া হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। তবে চা বাগান, জলাশয় ও হাওর সিটি করপোরেশন এলাকার বাইরে রেখে বর্ধিত সিসিকের আয়তন দাঁড়ায় ৬০ বর্গকিলোমিটারে।

এরই ধারাবাহিকতায় গত বছরের ৩১ আগস্ট সিলেট সদর উপজেলার চারটি ও দক্ষিণ সুরমা উপজেলার তিনটি ইউনিয়নের বেশ কিছু মৌজাকে সিটি করপোরেশনের সঙ্গে একীভূত করে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ। সর্বশেষ গত ২৪ ফেব্রুয়ারি নতুন আওতাভুক্ত এলাকাগুলোকে ১২টি ওয়ার্ডে বিভক্ত করে গেজেট প্রকাশ করা হয়। নতুন এই ১২টি ওয়ার্ড নিয়ে সিটি করপোরেশনের ওয়ার্ডের সংখ্যা দাঁড়ায় ৩৯টি।

সীমানা নির্ধারণ সংক্রান্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয় জেলা প্রশাসককে। ওয়ার্ড নিয়ে আপিলের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয় আট মার্চ পর্যন্ত। ওই সময়ের মধ্যে কারও কোনো আপত্তি থাকলে জেলা প্রশাসকের কাছে আপিল করার আহ্বান জানানো হয়। এই নির্ধারিত সময়ের মধ্যে ৫৬টি আবেদন পড়েছে বলে জানান জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা।

এ ব্যাপারে সিলেট জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মামুনুর রশিদ বলেন, আট মার্চ সিটি করপোরেশনের নতুন ওয়ার্ড গঠন সংক্রান্ত আপিলের শেষ দিন ছিল। ওই সময়ের মধ্যে ৫৬টি আবেদন পড়েছে। এখনো সব আবেদন পড়ে দেখা হয়নি। যেসব আবেদনের যৌক্তিকতা খুঁজে পাওয়া যাবে সেসব আবেদন আমলে নিয়ে নিয়মতান্ত্রিক পন্থায় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত