নিষেধাজ্ঞায় বন্ধ ইজতেমা

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২১, ০৮: ৩৬
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ২০: ৫৪

করোনার কারণে গণজমায়েতে নিষেধাজ্ঞা থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে কুষ্টিয়া জেলা ইজতেমা। জেলার মিরপুর উপজেলার ‘মশান জাপান টোব্যাকো’ সংলগ্ন মাঠে তিন দিনের ইজতেমা শুরু হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার সকাল থেকে। তবে অনুমতি না পাওয়ায় ওই দিন বিকেল থেকে মুসল্লিদের সরিয়ে দেওয়া শুরু করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মিরপুর উপজেলার মশান এলাকায় মহাসড়কের পাশে ইজতেমার মাঠ প্রস্তুত করা হয়। বাঁশ-খুঁটি দিয়ে শামিয়ানা টানিয়ে বসার ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে মুসল্লিরা মাঠে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে মুসল্লিদের সংখ্যা।

আয়োজক কমিটির প্রধান আতিকুর রহমান জানান, আসরের নামাজের পর ইজতেমা শুরু হওয়ার কথা ছিল। ঢাকার ওপর চাপ কমাতে তাবলিগ জামায়াতের জেলায় জেলায় ইজতেমা করার সিদ্ধান্তের ভিত্তিতে এ আয়োজন করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘যেহেতু অনুমতি নেই, তাই মুসল্লি ভাইদের বুঝিয়ে মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত