জৈন্তাপুরে ৫ ইউপিতে মনোনয়নপত্র জমা

জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২১, ০৮: ৪৩
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২০: ০১

জৈন্তাপুর উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল উৎসবমুখর পরিবেশে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, দুটি দপ্তরের মাধ্যমে মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়া হয়। জৈন্তাপুর, চারিকাটা ও দরবস্ত ইউপির প্রার্থীরা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এবং ফতেপুর ও চিকনাগুল ইউপির প্রার্থীরা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত সদস্য পদে প্রায় ৩৩৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এ ছাড়া প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে দুটি ইউপির চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত সদস্য পদে প্রায় ১৮৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। দুই নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসানাত।

অপরদিকে গত কয়েক দিনের তুলনায় গতকাল সবচেয়ে বেশি মনোনয়নপত্র দাখিল হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত