Ajker Patrika

উন্নয়ন ধরে রাখতে নতুন প্রজন্মকে দক্ষ করতে হবে: রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৫: ৩৮
উন্নয়ন ধরে রাখতে নতুন প্রজন্মকে দক্ষ করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ধরে রাখতে নতুন প্রজন্মকে দক্ষ এবং মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে; পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদের জানাতে হবে।

গতকাল রোববার কিশোরগঞ্জের মিঠামইনে তৃতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এসব কথা বলেন। বক্তব্য শেষে সন্ধ্যা সোয়া ৬টায় মিঠামইনের বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি বলেন, ‘স্কাউটরা দেশের প্রতি কর্তব্য পালনের পাশাপাশি সর্বদা অপরকে সাহায্য করতে প্রতিজ্ঞাবদ্ধ। সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জাতীয় দুর্যোগে তারা সবার আগে এগিয়ে আসে। স্কাউটদের অবস্থান হবে মাদক ও সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে।’

এর আগে স্থানীয় ও স্কাউট সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ৩০ মার্চ পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ স্কাউট ক্যাম্পে স্কাউট, স্কাউটার, স্বেচ্ছাসেবকসহ ১ হাজার ৫০০ জন অংশ নেবেন।

হাওরাঞ্চলের এই ক্যাম্পে অংশগ্রহণকারীদের সাইক্লোন, হাওরের প্লাবন, অগ্নিনির্বাপণ, ভূমিকম্প এবং বিভিন্ন দুর্যোগ মোকাবিলার কৌশল হাতেকলমে শেখানোর উদ্দেশ্যে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত