বিনোদন প্রতিবেদক, ঢাকা
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এই পরিচয়ের বাইরেও তাঁর আছে নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, লেখকসহ নানা পরিচয়। বহু গুণে গুণান্বিত এই শিল্পীকে আগামীতে ‘দামপাড়া’ সিনেমায় দেখা যাবে। এতে তাঁর নায়ক ফেরদৌস আহমেদ। মুক্তিযুদ্ধে চট্টগ্রামে কর্মরত পুলিশ কর্মকর্তা শামসুল ইসলামের বীরত্ব ও আত্মত্যাগের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘দামপাড়া’। সিনেমায় শামসুল ইসলামের চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস। তাঁর স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় ভাবনা।
স্বাধীনতা দিবসে প্রচারিত হবে ভাবনার নতুন টেলিফিল্ম ‘আদম সুরত’। মুক্তিযুদ্ধ চলাকালীন একটি গল্প নিয়ে সৈয়দ মহিবুর রহমানের রচনায় ও জুয়েল রানার পরিচালনায় নির্মিত স্বাধীনতা দিবসের বিশেষ টেলিফিল্ম এটি। দুদিন আগে টেলিফিল্মটির নির্মাণকাজ শেষ হয়েছে বলে জানান ভাবনা। তিনি বলেন, ‘‘আদম সুরত’ টেলিফিল্মটির স্ক্রিপ্ট খুব চমৎকার। এই গল্পে আমার চরিত্রের নাম আসমা। আমার বাবা একজন রাজাকার। তো একটি পরিবারে বাবা যখন রাজাকার হন, তখন আশপাশের অন্যান্য পরিবারের সঙ্গে কেমন পরিস্থিতির সৃষ্টি হয়, তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আসমা, অর্থাৎ আমার চরিত্রটি ভীষণ প্রতিবাদী। খুব ভালো লাগা নিয়ে কাজটি করেছি। সব সময় আমি যে ধরনের চরিত্রে কাজ করতে চাই, একটু ডিফারেন্ট-চ্যালেঞ্জিং, আসমা ঠিক তেমনই চরিত্র। দর্শকের ভালো লাগবে আশা করা যায়।’’
‘আদম সুরত’ টেলিফিল্মে ভাবনার সঙ্গী হয়েছেন শিপন মিত্র। এতিম যুবক হাতেম চরিত্রে দেখা যাবে শিপনকে। অসহায়, এতিম ছেলেটির দায়িত্ব নেন সেই এতিমখানার মাওলানা। ২৪-২৫ বছরের এই এতিম ছেলে হাতেম একসময় মাওলানার সহকারী হিসেবে আবির্ভূত হয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে মাওলানা রাজাকার বাহিনীতে যোগ দেয়। শিষ্য হাতেমও তার সাথে যোগ দেয় পাকিস্তানি বাহিনিতে। তবে হাতেমকে একতরফা ভালোবেসে যাওয়া মাওলানার মেয়ে তাকে এই কাজে বাধা দেয়। আগামী স্বাধীনতা দিবসে চ্যানেল আইয়ে প্রচারিত হবে টেলিফিল্ম ‘আদম সুরত’।
ভাবনা সম্প্রতি শেষ করেছেন সেতু আরিফের রচনা ও পরিচালনায় ‘বিশুদ্ধ ভালোবাসা’, পান্থ শাহরিয়ারের রচনা ও এস কে শুভর পরিচালনায় ‘প্রশ্নবোধক’ নাটকের কাজ। শিগগিরই বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে।
ভাবনা মাঝে ব্যস্ত ছিলেন অভিনয় প্রশিক্ষণে। নিজেকে অভিনয়ে আরও পারদর্শী করে তুলতে এবং পরিচালনাসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে নিজের জ্ঞানের পরিধি বাড়াতে সৈয়দ জামিল আহমেদের প্রতিষ্ঠান ‘স্পর্ধা’ ইন্ডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ-এ তিন মাসের ওয়ার্কশপ করেছেন। ভাবনাকে সর্বশেষ দেখা গেছে নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমায়।
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এই পরিচয়ের বাইরেও তাঁর আছে নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, লেখকসহ নানা পরিচয়। বহু গুণে গুণান্বিত এই শিল্পীকে আগামীতে ‘দামপাড়া’ সিনেমায় দেখা যাবে। এতে তাঁর নায়ক ফেরদৌস আহমেদ। মুক্তিযুদ্ধে চট্টগ্রামে কর্মরত পুলিশ কর্মকর্তা শামসুল ইসলামের বীরত্ব ও আত্মত্যাগের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘দামপাড়া’। সিনেমায় শামসুল ইসলামের চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস। তাঁর স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় ভাবনা।
স্বাধীনতা দিবসে প্রচারিত হবে ভাবনার নতুন টেলিফিল্ম ‘আদম সুরত’। মুক্তিযুদ্ধ চলাকালীন একটি গল্প নিয়ে সৈয়দ মহিবুর রহমানের রচনায় ও জুয়েল রানার পরিচালনায় নির্মিত স্বাধীনতা দিবসের বিশেষ টেলিফিল্ম এটি। দুদিন আগে টেলিফিল্মটির নির্মাণকাজ শেষ হয়েছে বলে জানান ভাবনা। তিনি বলেন, ‘‘আদম সুরত’ টেলিফিল্মটির স্ক্রিপ্ট খুব চমৎকার। এই গল্পে আমার চরিত্রের নাম আসমা। আমার বাবা একজন রাজাকার। তো একটি পরিবারে বাবা যখন রাজাকার হন, তখন আশপাশের অন্যান্য পরিবারের সঙ্গে কেমন পরিস্থিতির সৃষ্টি হয়, তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আসমা, অর্থাৎ আমার চরিত্রটি ভীষণ প্রতিবাদী। খুব ভালো লাগা নিয়ে কাজটি করেছি। সব সময় আমি যে ধরনের চরিত্রে কাজ করতে চাই, একটু ডিফারেন্ট-চ্যালেঞ্জিং, আসমা ঠিক তেমনই চরিত্র। দর্শকের ভালো লাগবে আশা করা যায়।’’
‘আদম সুরত’ টেলিফিল্মে ভাবনার সঙ্গী হয়েছেন শিপন মিত্র। এতিম যুবক হাতেম চরিত্রে দেখা যাবে শিপনকে। অসহায়, এতিম ছেলেটির দায়িত্ব নেন সেই এতিমখানার মাওলানা। ২৪-২৫ বছরের এই এতিম ছেলে হাতেম একসময় মাওলানার সহকারী হিসেবে আবির্ভূত হয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে মাওলানা রাজাকার বাহিনীতে যোগ দেয়। শিষ্য হাতেমও তার সাথে যোগ দেয় পাকিস্তানি বাহিনিতে। তবে হাতেমকে একতরফা ভালোবেসে যাওয়া মাওলানার মেয়ে তাকে এই কাজে বাধা দেয়। আগামী স্বাধীনতা দিবসে চ্যানেল আইয়ে প্রচারিত হবে টেলিফিল্ম ‘আদম সুরত’।
ভাবনা সম্প্রতি শেষ করেছেন সেতু আরিফের রচনা ও পরিচালনায় ‘বিশুদ্ধ ভালোবাসা’, পান্থ শাহরিয়ারের রচনা ও এস কে শুভর পরিচালনায় ‘প্রশ্নবোধক’ নাটকের কাজ। শিগগিরই বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে।
ভাবনা মাঝে ব্যস্ত ছিলেন অভিনয় প্রশিক্ষণে। নিজেকে অভিনয়ে আরও পারদর্শী করে তুলতে এবং পরিচালনাসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে নিজের জ্ঞানের পরিধি বাড়াতে সৈয়দ জামিল আহমেদের প্রতিষ্ঠান ‘স্পর্ধা’ ইন্ডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ-এ তিন মাসের ওয়ার্কশপ করেছেন। ভাবনাকে সর্বশেষ দেখা গেছে নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমায়।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪