স্বাধীনতা দিবসে আদম সুরত ভিন্ন এক ভাবনা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মার্চ ২০২২, ০৮: ৫৫
Thumbnail image

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এই পরিচয়ের বাইরেও তাঁর আছে নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, লেখকসহ নানা পরিচয়। বহু গুণে গুণান্বিত এই শিল্পীকে আগামীতে ‘দামপাড়া’ সিনেমায় দেখা যাবে। এতে তাঁর নায়ক ফেরদৌস আহমেদ। মুক্তিযুদ্ধে চট্টগ্রামে কর্মরত পুলিশ কর্মকর্তা শামসুল ইসলামের বীরত্ব ও আত্মত্যাগের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘দামপাড়া’। সিনেমায় শামসুল ইসলামের চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস। তাঁর স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় ভাবনা।

স্বাধীনতা দিবসে প্রচারিত হবে ভাবনার নতুন টেলিফিল্ম ‘আদম সুরত’। মুক্তিযুদ্ধ চলাকালীন একটি গল্প নিয়ে সৈয়দ মহিবুর রহমানের রচনায় ও জুয়েল রানার পরিচালনায় নির্মিত স্বাধীনতা দিবসের বিশেষ টেলিফিল্ম এটি। দুদিন আগে টেলিফিল্মটির নির্মাণকাজ শেষ হয়েছে বলে জানান ভাবনা। তিনি বলেন, ‘‘আদম সুরত’ টেলিফিল্মটির স্ক্রিপ্ট খুব চমৎকার। এই গল্পে আমার চরিত্রের নাম আসমা। আমার বাবা একজন রাজাকার। তো একটি পরিবারে বাবা যখন রাজাকার হন, তখন আশপাশের অন্যান্য পরিবারের সঙ্গে কেমন পরিস্থিতির সৃষ্টি হয়, তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আসমা, অর্থাৎ আমার চরিত্রটি ভীষণ প্রতিবাদী। খুব ভালো লাগা নিয়ে কাজটি করেছি। সব সময় আমি যে ধরনের চরিত্রে কাজ করতে চাই, একটু ডিফারেন্ট-চ্যালেঞ্জিং, আসমা ঠিক তেমনই চরিত্র। দর্শকের ভালো লাগবে আশা করা যায়।’’

‘আদম সুরত’ টেলিফিল্মে ভাবনার সঙ্গী হয়েছেন শিপন মিত্র। এতিম যুবক হাতেম চরিত্রে দেখা যাবে শিপনকে। অসহায়, এতিম ছেলেটির দায়িত্ব নেন সেই এতিমখানার মাওলানা। ২৪-২৫ বছরের এই এতিম ছেলে হাতেম একসময় মাওলানার সহকারী হিসেবে আবির্ভূত হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে মাওলানা রাজাকার বাহিনীতে যোগ দেয়। শিষ্য হাতেমও তার সাথে যোগ দেয় পাকিস্তানি বাহিনিতে। তবে হাতেমকে একতরফা ভালোবেসে যাওয়া মাওলানার মেয়ে তাকে এই কাজে বাধা দেয়। আগামী স্বাধীনতা দিবসে চ্যানেল আইয়ে প্রচারিত হবে টেলিফিল্ম ‘আদম সুরত’।

ভাবনা সম্প্রতি শেষ করেছেন সেতু আরিফের রচনা ও পরিচালনায় ‘বিশুদ্ধ ভালোবাসা’, পান্থ শাহরিয়ারের রচনা ও এস কে শুভর পরিচালনায় ‘প্রশ্নবোধক’ নাটকের কাজ। শিগগিরই বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে।

ভাবনা মাঝে ব্যস্ত ছিলেন অভিনয় প্রশিক্ষণে। নিজেকে অভিনয়ে আরও পারদর্শী করে তুলতে এবং পরিচালনাসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে নিজের জ্ঞানের পরিধি বাড়াতে সৈয়দ জামিল আহমেদের প্রতিষ্ঠান ‘স্পর্ধা’ ইন্ডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ-এ তিন মাসের ওয়ার্কশপ করেছেন। ভাবনাকে সর্বশেষ দেখা গেছে নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত