শাহীন রহমান, পাবনা
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীর তীর ঘেঁষে শত বছরের বেশি প্রাচীন তালতলা বাজার। এ বাজারে ক্রেতা-বিক্রেতা আসা-যাওয়া এবং দোকানিদের মালামাল আনা-নেওয়ার একমাত্র স্থান ছিল ট্রলার ঘাট। কিন্তু নদী শুকিয়ে যাওয়ায় এবং রাস্তাঘাট উন্নত হওয়ায় ঐতিহ্যবাহী ঘাট এখন অস্তিত্ব হারাচ্ছে।
জানা যায়, তালতলা বাজারে একসময় নৌকা এবং ট্রলারে মানুষজন চলাচল করত। এখন দেশ উন্নত হওয়ায় রাস্তাঘাট প্রশস্ত ও পাকা হওয়ায় নৌকা-ট্রলার চলাচল বন্ধ হয়ে গেছে। এ ছাড়া খনন না হওয়ায় নদী শুকিয়ে খাল হয়ে গেছে। সে কারণে এখন আর আগের মতো নৌকা-ট্রলার চলাচল করে না। বর্ষা মৌসুম শুরু হলে কিছু ট্রলার এসে নদীর পাড়ের কড়ইগাছ তলায় এসে ভেড়ে। এ ছাড়া বছরের বেশির ভাগ সময়ই ইছামতী নদী শুকিয়ে থাকে। এর ফলে ট্রলারের মাঝিরা বিভিন্ন পেশায় চলে গেছেন বলে তাঁরা জানিয়েছেন।
মালখানগর ইউনিয়নের বাসিন্দা লেখক ও সাংবাদিক কাজী নজরুল ইসলাম বাবুল বলেন, দুই হাজার বছরের বেশি সময় ধরে বিক্রমপুরের তালতলা বাজার ইতিহাস ও ঐতিহ্য বহন করে চলেছে। এই বাজারে লঞ্চঘাট থাকায় সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার মানুষ এই বাজার দিয়ে যাতায়াত করত। নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় আগের মতো বাজার জমজমাট নেই।
গোবরদী গ্রামের আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বাবার সঙ্গে তালতলা বাজারে অনেক এসেছি। নদীটি দিন দিন শুকিয়ে ছোট হয়ে আসায় এবং খনন না করায় ২০০০ সালের পর থেকেই সব ধরনের নৌপথ বন্ধ হয়ে যায়।’
তালতলা বাজারের পাট ব্যবসায়ী ইমতিয়াজ হামিদ বলেন, এটি খুবই ঐতিহ্যবাহী হাট। ব্রিটিশ আমল থেকে এ হাট চলে আসছে। নৌকা-ট্রলারে ক্রেতা-বিক্রেতারা আসতেন। রাস্তাঘাট হওয়ায় নৌকায়-ট্রলারে মানুষ আসে না। তাই আমাদের পাটের গুদামগুলো বন্ধ হয়ে গেছে। আগে এ বাজারে ১৪-১৫টি গুদাম ছিল। এখন মাত্র ৪টি আছে।
ট্রলারের মাঝি আলী মিয়া বলেন, ইছামতী নদী ঘিরে তালতলা বাজারের অবস্থান হওয়ার ট্রলারে বিভিন্ন এলাকার মানুষ চলাচল করত। নদীর পাড়েই রাখা হতো নৌকা, ট্রলার। রাস্তাঘাট উন্নত হওয়ায় এবং নদী শুকিয়ে যাওয়ায় ট্রলার চলে না।
তালতলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, নৌপথের জন্য এই বাজারটি ছিল সচল। কিন্তু নৌপথ বন্ধ হয়ে যাওয়ার পরেই লোক সমাগম কমে আসে। আগে বড় বড় নৌকা-ট্রলারে বিভিন্ন এলাকা থেকে পণ্য এনে এই বাজারে বিক্রি করা হতো। এখন শুধু স্বপ্ন, স্বপ্নই রয়ে গেছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীর তীর ঘেঁষে শত বছরের বেশি প্রাচীন তালতলা বাজার। এ বাজারে ক্রেতা-বিক্রেতা আসা-যাওয়া এবং দোকানিদের মালামাল আনা-নেওয়ার একমাত্র স্থান ছিল ট্রলার ঘাট। কিন্তু নদী শুকিয়ে যাওয়ায় এবং রাস্তাঘাট উন্নত হওয়ায় ঐতিহ্যবাহী ঘাট এখন অস্তিত্ব হারাচ্ছে।
জানা যায়, তালতলা বাজারে একসময় নৌকা এবং ট্রলারে মানুষজন চলাচল করত। এখন দেশ উন্নত হওয়ায় রাস্তাঘাট প্রশস্ত ও পাকা হওয়ায় নৌকা-ট্রলার চলাচল বন্ধ হয়ে গেছে। এ ছাড়া খনন না হওয়ায় নদী শুকিয়ে খাল হয়ে গেছে। সে কারণে এখন আর আগের মতো নৌকা-ট্রলার চলাচল করে না। বর্ষা মৌসুম শুরু হলে কিছু ট্রলার এসে নদীর পাড়ের কড়ইগাছ তলায় এসে ভেড়ে। এ ছাড়া বছরের বেশির ভাগ সময়ই ইছামতী নদী শুকিয়ে থাকে। এর ফলে ট্রলারের মাঝিরা বিভিন্ন পেশায় চলে গেছেন বলে তাঁরা জানিয়েছেন।
মালখানগর ইউনিয়নের বাসিন্দা লেখক ও সাংবাদিক কাজী নজরুল ইসলাম বাবুল বলেন, দুই হাজার বছরের বেশি সময় ধরে বিক্রমপুরের তালতলা বাজার ইতিহাস ও ঐতিহ্য বহন করে চলেছে। এই বাজারে লঞ্চঘাট থাকায় সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার মানুষ এই বাজার দিয়ে যাতায়াত করত। নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় আগের মতো বাজার জমজমাট নেই।
গোবরদী গ্রামের আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বাবার সঙ্গে তালতলা বাজারে অনেক এসেছি। নদীটি দিন দিন শুকিয়ে ছোট হয়ে আসায় এবং খনন না করায় ২০০০ সালের পর থেকেই সব ধরনের নৌপথ বন্ধ হয়ে যায়।’
তালতলা বাজারের পাট ব্যবসায়ী ইমতিয়াজ হামিদ বলেন, এটি খুবই ঐতিহ্যবাহী হাট। ব্রিটিশ আমল থেকে এ হাট চলে আসছে। নৌকা-ট্রলারে ক্রেতা-বিক্রেতারা আসতেন। রাস্তাঘাট হওয়ায় নৌকায়-ট্রলারে মানুষ আসে না। তাই আমাদের পাটের গুদামগুলো বন্ধ হয়ে গেছে। আগে এ বাজারে ১৪-১৫টি গুদাম ছিল। এখন মাত্র ৪টি আছে।
ট্রলারের মাঝি আলী মিয়া বলেন, ইছামতী নদী ঘিরে তালতলা বাজারের অবস্থান হওয়ার ট্রলারে বিভিন্ন এলাকার মানুষ চলাচল করত। নদীর পাড়েই রাখা হতো নৌকা, ট্রলার। রাস্তাঘাট উন্নত হওয়ায় এবং নদী শুকিয়ে যাওয়ায় ট্রলার চলে না।
তালতলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, নৌপথের জন্য এই বাজারটি ছিল সচল। কিন্তু নৌপথ বন্ধ হয়ে যাওয়ার পরেই লোক সমাগম কমে আসে। আগে বড় বড় নৌকা-ট্রলারে বিভিন্ন এলাকা থেকে পণ্য এনে এই বাজারে বিক্রি করা হতো। এখন শুধু স্বপ্ন, স্বপ্নই রয়ে গেছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে