নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে আধুনিক সুযোগ-সুবিধাসহ ১৪টি নতুন স্কুল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। শিশুদের আকৃষ্ট করতে এতে সব ধরনের ব্যবস্থা থাকবে। দৃষ্টিনন্দন এসব স্কুলে ইনডোর গেমস রুম, অভিভাবকদের অপেক্ষাগার, শিশুদের জন্য উপযোগী ওয়াশরুম করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নতুন স্কুলগুলো নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বুধবার নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন এসব স্কুল নির্মাণ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রতিটি ভবনের পৃথক ডিজাইন হবে। স্কুলগুলোর মধ্যে তিনটি উত্তরায় এবং বাকি ১১টি পূর্বাচলে নির্মাণ করা হবে। এ ছাড়া একই সঙ্গে ১২টি থানা এলাকার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়েই সুদৃশ্য নতুন ভবন নির্মাণ করা হবে। এ জন্য আগের ভবনগুলো ভাঙা শুরু হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্যকালে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন আধুনিকীকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘ঢাকার প্রাথমিক বিদ্যালয়গুলো সুন্দর না হওয়ায় শিশুরা আকৃষ্ট হচ্ছে না। এ কারণে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা পড়তে আগ্রহী হয় না। ঢাকার ২০-২৫টি বিদ্যালয়ের নতুন আর্কিটেকচারাল ডিজাইন অনুমোদন করেছি। ইতিমধ্যে দুটি বিদ্যালয়ের দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই এগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন হবে।’
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ও প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবনগুলো নির্মাণ করতে ১ হাজার ১৫৯ কোটি ২০ লাখ টাকা ব্যয় হবে। ২০২৪ সালের মধ্যে এসব বিদ্যালয় স্থাপন করা হবে। সরকারি অর্থে এসব ভবন নির্মাণ হবে। নতুন ভবন ছাড়াও ৩৪২টি বিদ্যালয় ভবনের ১৫৪টির ২ হাজার ৯৭৫টি কক্ষ নতুন করে নির্মিত হবে।
রাজধানীতে আধুনিক সুযোগ-সুবিধাসহ ১৪টি নতুন স্কুল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। শিশুদের আকৃষ্ট করতে এতে সব ধরনের ব্যবস্থা থাকবে। দৃষ্টিনন্দন এসব স্কুলে ইনডোর গেমস রুম, অভিভাবকদের অপেক্ষাগার, শিশুদের জন্য উপযোগী ওয়াশরুম করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নতুন স্কুলগুলো নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বুধবার নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন এসব স্কুল নির্মাণ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রতিটি ভবনের পৃথক ডিজাইন হবে। স্কুলগুলোর মধ্যে তিনটি উত্তরায় এবং বাকি ১১টি পূর্বাচলে নির্মাণ করা হবে। এ ছাড়া একই সঙ্গে ১২টি থানা এলাকার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়েই সুদৃশ্য নতুন ভবন নির্মাণ করা হবে। এ জন্য আগের ভবনগুলো ভাঙা শুরু হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্যকালে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন আধুনিকীকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘ঢাকার প্রাথমিক বিদ্যালয়গুলো সুন্দর না হওয়ায় শিশুরা আকৃষ্ট হচ্ছে না। এ কারণে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা পড়তে আগ্রহী হয় না। ঢাকার ২০-২৫টি বিদ্যালয়ের নতুন আর্কিটেকচারাল ডিজাইন অনুমোদন করেছি। ইতিমধ্যে দুটি বিদ্যালয়ের দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই এগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন হবে।’
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ও প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবনগুলো নির্মাণ করতে ১ হাজার ১৫৯ কোটি ২০ লাখ টাকা ব্যয় হবে। ২০২৪ সালের মধ্যে এসব বিদ্যালয় স্থাপন করা হবে। সরকারি অর্থে এসব ভবন নির্মাণ হবে। নতুন ভবন ছাড়াও ৩৪২টি বিদ্যালয় ভবনের ১৫৪টির ২ হাজার ৯৭৫টি কক্ষ নতুন করে নির্মিত হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে