ঢামেক প্রতিনিধি
পৃথক স্থানে এক স্কুলছাত্রীসহ তিন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার সকালে মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, যাত্রাবাড়ী থেকে পূজা ঘোষ (২৪), মুগদা থেকে স্কুলছাত্রী শান্তা আক্তার (১৫) ও খিলগাঁওয়ের রওশনারা বেগমের (৬০) লাশ উদ্ধার করা হয়েছে।
মুগদা থানার এসআই মো. আবুল আনছার জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মুগদা হাসপাতাল থেকে শান্তার লাশ ঢামেকে পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ওই ছাত্রী। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত কারণ জানা যাবে।
মৃত শান্তার ভগ্নিপতি মাসুম হোসেন জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় ব্রাহ্মণচর গ্রামে। মা ও বড় বোনের সঙ্গে মুগদা মানিকনগর ৬৯/১ নম্বর বাসায় ভাড়া থাকত। মানিকনগরের একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত সে।
তিনি জানান, বুধবার সন্ধ্যায় শান্তার মা এবং বড় বোন বাসার বাইরে ছিলেন। এ সময় বাসায় একাই ছিল সে। সন্ধ্যার পর তার খালা বাসায় ফিরে তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখেন, গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলছে শান্তা। খিলগাঁও থানার এসআই সনিয়া পারভীন জানান, বুধবার রাত সাড়ে দশটার দিকে খিলগাঁও কবরস্থানের ভেতরে দক্ষিণ-পূর্ব দিকের বকুল গাছের ডালের সঙ্গে পাটের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রওশন আরার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
রওশন আরার ছেলে মো. সজীব বলেন, ‘দীর্ঘ ৮-১০ বছর আমার মায়ের মানসিক সমস্যা ছিল। বিভিন্ন সময়ে সে বাসার বাইরে চলে যেত। আবোল-তাবোল কথাবার্তা বলত। বুধবার সন্ধ্যায় তিনি রিয়াজবাগে মেয়ের বাসা থেকে বের হন। পরবর্তী সময়ে ওই বাসার পাশেই খিলগাঁও কবরস্থানে গাছের সঙ্গে তাঁকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে স্থানীয়রা।’
এদিকে যাত্রাবাড়ী থানার এসআই শিবাস্তিন বালা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দয়াগঞ্জের বাসা থেকে পূজা ঘোষের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়।
পৃথক স্থানে এক স্কুলছাত্রীসহ তিন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার সকালে মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, যাত্রাবাড়ী থেকে পূজা ঘোষ (২৪), মুগদা থেকে স্কুলছাত্রী শান্তা আক্তার (১৫) ও খিলগাঁওয়ের রওশনারা বেগমের (৬০) লাশ উদ্ধার করা হয়েছে।
মুগদা থানার এসআই মো. আবুল আনছার জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মুগদা হাসপাতাল থেকে শান্তার লাশ ঢামেকে পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ওই ছাত্রী। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত কারণ জানা যাবে।
মৃত শান্তার ভগ্নিপতি মাসুম হোসেন জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় ব্রাহ্মণচর গ্রামে। মা ও বড় বোনের সঙ্গে মুগদা মানিকনগর ৬৯/১ নম্বর বাসায় ভাড়া থাকত। মানিকনগরের একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত সে।
তিনি জানান, বুধবার সন্ধ্যায় শান্তার মা এবং বড় বোন বাসার বাইরে ছিলেন। এ সময় বাসায় একাই ছিল সে। সন্ধ্যার পর তার খালা বাসায় ফিরে তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখেন, গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলছে শান্তা। খিলগাঁও থানার এসআই সনিয়া পারভীন জানান, বুধবার রাত সাড়ে দশটার দিকে খিলগাঁও কবরস্থানের ভেতরে দক্ষিণ-পূর্ব দিকের বকুল গাছের ডালের সঙ্গে পাটের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রওশন আরার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
রওশন আরার ছেলে মো. সজীব বলেন, ‘দীর্ঘ ৮-১০ বছর আমার মায়ের মানসিক সমস্যা ছিল। বিভিন্ন সময়ে সে বাসার বাইরে চলে যেত। আবোল-তাবোল কথাবার্তা বলত। বুধবার সন্ধ্যায় তিনি রিয়াজবাগে মেয়ের বাসা থেকে বের হন। পরবর্তী সময়ে ওই বাসার পাশেই খিলগাঁও কবরস্থানে গাছের সঙ্গে তাঁকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে স্থানীয়রা।’
এদিকে যাত্রাবাড়ী থানার এসআই শিবাস্তিন বালা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দয়াগঞ্জের বাসা থেকে পূজা ঘোষের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে