আমীর খসরুর মামলার চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে বাদীর নারাজি

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ৩৫
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৫৭

নিরাপদ সড়ক চাই আন্দোলনের এক কর্মীকে ফোনালাপের মাধ্যমে উসকানি দেওয়ার অভিযোগে মামলা হয়েছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দুজনের বিরুদ্ধে। তথ্য ও প্রযুক্তি আইনে করা ওই মামলায় চূড়ান্ত প্রতিবেদনের (ফাইনাল রিপোর্ট) বিরুদ্ধে নারাজি দিয়েছেন বাদী। নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর গতকাল বুধবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে এস কে তোফায়েল হাসানের আদালতে নারাজি আবেদন করেন।

২০১৮ সালের ৪ আগস্ট তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭(২) এবং বিশেষ ক্ষমতা আইনে জাকারিয়া দস্তগীর কোতোয়ালি থানায় মামলা দুটি করেছিলেন। গত বছরের ২৩ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযোগপত্র এবং তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেন মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় গুহ। মামলার অপর আসামির নাম মিলহানুর রহমান নওমী।

বাদীর আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মামলায় ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে নারাজি দাখিল করেছি। আমরা অধিকতর তদন্তের আবেদন করেছি। শুনানির তারিখ দেওয়া হলে আদালতে বিষয়টি তুলে ধরব।’ একই ঘটনায় দুই মামলায় দুই রকম রিপোর্ট দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় আনা অভিযোগে তথ্যগত ভুল ছিল বলে চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারের মাধ্যমে দেশে নৈরাজ্যকর পরিবেশ তৈরির জন্য আমীর খসরু মাহমুদ অপর আসামিকে উসকানি দেন। ওই ফোনালাপের ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত