আজ থেকে সপ্তাহব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২২, ০৭: ০৫
আপডেট : ৩১ মার্চ ২০২২, ১১: ১৮

জাটকা সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’। ‘জাটকা মাছ রক্ষা করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি’ স্লোগান সামনে রেখে আগামী ৬ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা মৎস্য বিভাগ।

সরকারি নির্দেশনায় ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ পালনের বিষয়টি গত বুধবার সকালে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্‌যাপনে প্রথম দিনে বৃহস্পতিবার উপজেলার কুমিরা ঘাটে উদ্বোধনী অনুষ্ঠান ও র‍্যালি অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাংসদ দিদারুল আলম।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি থাকবেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আব্দুস সত্তার, নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন ও কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদুল আলম চৌধুরী।

উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী জানান, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট নানা কারণে ইলিশের প্রজনন ও বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিবন্ধকতার মধ্যে অতিমাত্রায় ডিমওয়ালা ইলিশ আহরণ, নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার ও নৌকার যান্ত্রিকায়ন জাটকা নিধনের অন্যতম কারণ। তারা সপ্তাহব্যাপী এ আয়োজনে জাটকা রক্ষা ও ইলিশসম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে জেলে সম্প্রদায়, মৎস্যজীবী, ইলিশ ব্যবসায়ী, ডিপো ও বরফকল মালিক, বোটমালিক, আড়তদার এবং সংশ্লিষ্ট সবার মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে নানা কর্মসূচি পালন করবেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত