কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা সামিউর রহমান সুমনের জামিন ও এলাকায় আগমনের খবর শুনে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজারে এ ঘটনা ঘটে।
এতে এক আওয়ামী লীগ নেতাসহ উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া তিনটি দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধর্মবিষয়ক সম্পাদক রাসেল উদ্দীন (৩৪), পান্টি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে রুহুল আমিন (৫০), রুহুলের দুই ছেলে মেহেদী (২৫) ও মকুল (৩০) এবং লাহরী বিশ্বাস নামের একজন। এঁদের মধ্যে রাসেল, রুহুল ও মেহেদীর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন একটি হত্যা মামলায় প্রায় পাঁচ মাস এলাকাছাড়া। গত মঙ্গলবার হাইকোর্ট থেকে তাঁর জামিন লাভ এবং বুধবার নিজ এলাকায় ফিরবেন—এমন খবরে তাঁর সমর্থকেরা মঙ্গলবার সন্ধ্যায় পান্টি বাজার এলাকায় আতশবাজি ফোটায় ও আনন্দ মিছিল করেন।
এ সময় মিছিলে প্রতিপক্ষ নেতা ও জেলা আওয়ামী লীগের জ্যৈষ্ঠ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরকে নিয়ে কটু কথা বললে আধুনিক বস্ত্রালয়ে প্রোপাইটর রুহুল আমীন প্রতিবাদ করেন। প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে সুমন গ্রুপের লোকজন রুহুল ও তাঁর ছেলে মেহেদীকে কুপিয়ে জখম ও দোকান ভাঙচুর করে চলে যান। পরে স্বজনেরা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পরে খবর পেয়ে জাফর গ্রুপের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পান্টি বাজারে এসে সুমন গ্রুপকে ধাওয়া করে এবং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক রাসেলকে কুপিয়ে জখম করে। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর চলে দুই গ্রুপের দেশীয় অস্ত্রের মহড়া। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ বিষয়ে আহত রুহুল আমিনের ছেলে মুকুল বলেন, ‘রাত ৭টার দিকে আমরা দোকানে ছিলাম। পাশে জাফর সাহেব সালিস করছিলেন। আর সুমনের ৪০-৫০ লোকজন বাজি ফোটাতে ফোটাতে এসে দোকানে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর চালায়। বাবা বাধা দিলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ ছাড়া দোকানে থাকা ছোট ভাই মেহেদীর পেটে চাকু মারা হয়েছে।’
সমুনের বড় ভাই আ ক ম মামুনুর রহমান বলেন, ‘আমার ভাইয়ের জামিনের খবর শুনে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হলে জাহিদ হোসেন জাফরের নির্দেশে তাঁদের ওপর হামলা চালায়। হামলায় রাসেল নামের একজন আহত হন।’
জাহিদ হোসেন জাফর বলেন, ‘সুমনের জামিনকে কেন্দ্র করে তার লোকেরা হট্টগোল করার জন্য পান্টি বাজারে পটকা ফুটিয়ে উত্তপ্ত করার চেষ্টা করে। এ সময় তারা বাজারের স্থানীয় দোকানদার রুহুল আমীনের সঙ্গে বিবাদে জড়ায় এবং তাঁকে মারধর করে। এ সময় আমি বাজারের পাশেই একটি সালিস বৈঠকে ছিলাম।’
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহা. আকিবুল ইসলাম বলেন, ‘একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের বিরোধ চলে আসছিল। তারই জেরে গতকাল সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় কোনো ভাঙচুর বা লুটপাটের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।’
উল্লেখ্য, চলতি বছরের ২৩ মে রাতে আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের ছেলে শিপনকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন সোমবার বিকেলে ওই আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন বাদী হয়ে সুমনসহ ৩১ জনকে আসামি করে কুমারখালী থানায় মামলা করেন। মামলার পর থেকেই সুমন এলাকা ছাড়া।
কুষ্টিয়ার কুমারখালীতে হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা সামিউর রহমান সুমনের জামিন ও এলাকায় আগমনের খবর শুনে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজারে এ ঘটনা ঘটে।
এতে এক আওয়ামী লীগ নেতাসহ উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া তিনটি দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধর্মবিষয়ক সম্পাদক রাসেল উদ্দীন (৩৪), পান্টি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে রুহুল আমিন (৫০), রুহুলের দুই ছেলে মেহেদী (২৫) ও মকুল (৩০) এবং লাহরী বিশ্বাস নামের একজন। এঁদের মধ্যে রাসেল, রুহুল ও মেহেদীর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন একটি হত্যা মামলায় প্রায় পাঁচ মাস এলাকাছাড়া। গত মঙ্গলবার হাইকোর্ট থেকে তাঁর জামিন লাভ এবং বুধবার নিজ এলাকায় ফিরবেন—এমন খবরে তাঁর সমর্থকেরা মঙ্গলবার সন্ধ্যায় পান্টি বাজার এলাকায় আতশবাজি ফোটায় ও আনন্দ মিছিল করেন।
এ সময় মিছিলে প্রতিপক্ষ নেতা ও জেলা আওয়ামী লীগের জ্যৈষ্ঠ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরকে নিয়ে কটু কথা বললে আধুনিক বস্ত্রালয়ে প্রোপাইটর রুহুল আমীন প্রতিবাদ করেন। প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে সুমন গ্রুপের লোকজন রুহুল ও তাঁর ছেলে মেহেদীকে কুপিয়ে জখম ও দোকান ভাঙচুর করে চলে যান। পরে স্বজনেরা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পরে খবর পেয়ে জাফর গ্রুপের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পান্টি বাজারে এসে সুমন গ্রুপকে ধাওয়া করে এবং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক রাসেলকে কুপিয়ে জখম করে। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর চলে দুই গ্রুপের দেশীয় অস্ত্রের মহড়া। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ বিষয়ে আহত রুহুল আমিনের ছেলে মুকুল বলেন, ‘রাত ৭টার দিকে আমরা দোকানে ছিলাম। পাশে জাফর সাহেব সালিস করছিলেন। আর সুমনের ৪০-৫০ লোকজন বাজি ফোটাতে ফোটাতে এসে দোকানে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর চালায়। বাবা বাধা দিলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ ছাড়া দোকানে থাকা ছোট ভাই মেহেদীর পেটে চাকু মারা হয়েছে।’
সমুনের বড় ভাই আ ক ম মামুনুর রহমান বলেন, ‘আমার ভাইয়ের জামিনের খবর শুনে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হলে জাহিদ হোসেন জাফরের নির্দেশে তাঁদের ওপর হামলা চালায়। হামলায় রাসেল নামের একজন আহত হন।’
জাহিদ হোসেন জাফর বলেন, ‘সুমনের জামিনকে কেন্দ্র করে তার লোকেরা হট্টগোল করার জন্য পান্টি বাজারে পটকা ফুটিয়ে উত্তপ্ত করার চেষ্টা করে। এ সময় তারা বাজারের স্থানীয় দোকানদার রুহুল আমীনের সঙ্গে বিবাদে জড়ায় এবং তাঁকে মারধর করে। এ সময় আমি বাজারের পাশেই একটি সালিস বৈঠকে ছিলাম।’
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহা. আকিবুল ইসলাম বলেন, ‘একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের বিরোধ চলে আসছিল। তারই জেরে গতকাল সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় কোনো ভাঙচুর বা লুটপাটের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।’
উল্লেখ্য, চলতি বছরের ২৩ মে রাতে আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের ছেলে শিপনকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন সোমবার বিকেলে ওই আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন বাদী হয়ে সুমনসহ ৩১ জনকে আসামি করে কুমারখালী থানায় মামলা করেন। মামলার পর থেকেই সুমন এলাকা ছাড়া।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে