মুলাদীতে আবর্জনার আগুনে পুড়েছে তিনটি বরজ

মুলাদী প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২২, ০৪: ৪৫
আপডেট : ২৬ মার্চ ২০২২, ০৯: ২৭

মুলাদীতে আবর্জনার আগুনে পুড়ে গেছে তিনটি বরজ। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের সৈয়দেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বরজ মালিকেরা।

জানা গেছে, সৈয়দেরগাঁও গ্রামের সঞ্জিত কুমার ভৌমিক মৃধারহাট এলাকায় ৯৬ শতাংশ জমি লিজ নিয়ে দুইটি বরজ করেন। একই গ্রামের অভিজিৎ পালও ৭০ শতাংশ জমিতে বরজ করেন। গতকাল বিকেলে ৩টি বরজই পুড়ে যায়।

সঞ্জিত কুমার ভৌমিকের ভাই সুজিত কুমার ভৌমিক জানান, শুক্রবার সকাল থেকে বরজে লোকজন কাজ করছিল। দুপুরের দিকে অভিজিৎ পালের কাজের লোকজন বরজ থেকে ৫-৭ হাত দূরে গর্তের মধ্যে আবর্জনায় আগুন দেয়। ওই সময় জনৈক শ্রমিক আব্দুল খালেক আগুনের মধ্যে ঝাটি নিক্ষেপ করে। এতে আগুনের লেলিহান শিখা ওপরে ওঠে। দক্ষিণ থেকে বাতাস থাকায় আগুন বরজের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ১০-১৫ মিনিটের মধ্যে ৩টি বরজ পুড়ে ছাই হয়ে যায়। এতে ১২ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

অভিজিৎ পাল জানান, বরজের আবর্জনা গর্ত করে নিয়মিত পোড়ানো হয়। শুক্রবার অসাবধানতা এবং কাজের লোকের ভুলে বরজগুলো পুড়ে গেল। লিজ করা জমিতে ধারদেনা করে বরজ করা হয়েছিল। এগুলো পুড়ে যাওয়ায় অপূরণীয় ক্ষতি হয়েছে।

গাছুয়া ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনে ৩টি বরজ পুড়ে যাওয়ার বিষয়টি আমি জেনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত