রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৩: ৪৭
Thumbnail image

বাগেরহাটের ফকিরহাটে রমজান উপলক্ষে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার পিলজংগ ইউনিয়ন পরিষদ চত্বরে তালিকাভুক্ত উপকারভোগীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা খানম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুবীর মিত্র, পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, ট্যাগ অফিসার তুষার কান্তি রায়, বিট পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রনয়সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রমজানের আগে স্বল্প মূল্যে টিসিবির পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা। টিসিবির পণ্য কিনতে যাওয়া নিপু বালা, রহমান শেখসহ উপস্থিত কয়েজন বলেন, নতুন পদ্ধতিতে টিসিবির পণ্য পেয়ে তাঁদের ভালো লাগছে। আগে টিসিবির পণ্য পেতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো। আবার প্রয়োজনীয় চাল, ডাল, তেল পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের বিড়ম্বনা ছিল। কিন্তু নতুন পদ্ধতিতে তাঁদের কার্ড দেওয়া হয়েছে। এখন কার্ড নিয়ে গেলেই ডিলার পণ্য দিয়ে দেয়।

টিসিবির ডিলার মেসার্স মুনির ট্রেডার্সের গিয়াস উদ্দিন জুয়েল বলেন, আগে তাঁদের পণ্য প্যাকেট করতে হতো, গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হতো, অনেক সময় পণ্যের থেকে অতিরিক্ত লোক আসতেন। যা সামাল দিতে তাঁদের অনেক ঝামেলা পোহাতে হতো। এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে পণ্য প্যাকেট করে দেওয়া হচ্ছে। উপকারভোগীও নির্দিষ্ট পরিমাণ কার্ডধারী। এই কারণে কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাঁরা পণ্য বিক্রি করতে পারছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা খানম বলেন, প্রথম দিনে উপজেলায় ১ হাজার ৯৭ জন উপকারভোগীর মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়। প্রতি পরিবার ৪৬০ টাকায় ২ কেজি করে সয়াবিন তেল, ডাল ও চিনি পাবেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ বলেন, স্বল্প আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে ফকিরহাটের মানুষ সাদরে গ্রহণ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত