ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে রমজান উপলক্ষে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার পিলজংগ ইউনিয়ন পরিষদ চত্বরে তালিকাভুক্ত উপকারভোগীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা খানম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুবীর মিত্র, পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, ট্যাগ অফিসার তুষার কান্তি রায়, বিট পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রনয়সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রমজানের আগে স্বল্প মূল্যে টিসিবির পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা। টিসিবির পণ্য কিনতে যাওয়া নিপু বালা, রহমান শেখসহ উপস্থিত কয়েজন বলেন, নতুন পদ্ধতিতে টিসিবির পণ্য পেয়ে তাঁদের ভালো লাগছে। আগে টিসিবির পণ্য পেতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো। আবার প্রয়োজনীয় চাল, ডাল, তেল পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের বিড়ম্বনা ছিল। কিন্তু নতুন পদ্ধতিতে তাঁদের কার্ড দেওয়া হয়েছে। এখন কার্ড নিয়ে গেলেই ডিলার পণ্য দিয়ে দেয়।
টিসিবির ডিলার মেসার্স মুনির ট্রেডার্সের গিয়াস উদ্দিন জুয়েল বলেন, আগে তাঁদের পণ্য প্যাকেট করতে হতো, গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হতো, অনেক সময় পণ্যের থেকে অতিরিক্ত লোক আসতেন। যা সামাল দিতে তাঁদের অনেক ঝামেলা পোহাতে হতো। এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে পণ্য প্যাকেট করে দেওয়া হচ্ছে। উপকারভোগীও নির্দিষ্ট পরিমাণ কার্ডধারী। এই কারণে কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাঁরা পণ্য বিক্রি করতে পারছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা খানম বলেন, প্রথম দিনে উপজেলায় ১ হাজার ৯৭ জন উপকারভোগীর মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়। প্রতি পরিবার ৪৬০ টাকায় ২ কেজি করে সয়াবিন তেল, ডাল ও চিনি পাবেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ বলেন, স্বল্প আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে ফকিরহাটের মানুষ সাদরে গ্রহণ করেছে।
বাগেরহাটের ফকিরহাটে রমজান উপলক্ষে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার পিলজংগ ইউনিয়ন পরিষদ চত্বরে তালিকাভুক্ত উপকারভোগীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা খানম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুবীর মিত্র, পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, ট্যাগ অফিসার তুষার কান্তি রায়, বিট পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রনয়সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রমজানের আগে স্বল্প মূল্যে টিসিবির পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা। টিসিবির পণ্য কিনতে যাওয়া নিপু বালা, রহমান শেখসহ উপস্থিত কয়েজন বলেন, নতুন পদ্ধতিতে টিসিবির পণ্য পেয়ে তাঁদের ভালো লাগছে। আগে টিসিবির পণ্য পেতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো। আবার প্রয়োজনীয় চাল, ডাল, তেল পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের বিড়ম্বনা ছিল। কিন্তু নতুন পদ্ধতিতে তাঁদের কার্ড দেওয়া হয়েছে। এখন কার্ড নিয়ে গেলেই ডিলার পণ্য দিয়ে দেয়।
টিসিবির ডিলার মেসার্স মুনির ট্রেডার্সের গিয়াস উদ্দিন জুয়েল বলেন, আগে তাঁদের পণ্য প্যাকেট করতে হতো, গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হতো, অনেক সময় পণ্যের থেকে অতিরিক্ত লোক আসতেন। যা সামাল দিতে তাঁদের অনেক ঝামেলা পোহাতে হতো। এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে পণ্য প্যাকেট করে দেওয়া হচ্ছে। উপকারভোগীও নির্দিষ্ট পরিমাণ কার্ডধারী। এই কারণে কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাঁরা পণ্য বিক্রি করতে পারছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা খানম বলেন, প্রথম দিনে উপজেলায় ১ হাজার ৯৭ জন উপকারভোগীর মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়। প্রতি পরিবার ৪৬০ টাকায় ২ কেজি করে সয়াবিন তেল, ডাল ও চিনি পাবেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ বলেন, স্বল্প আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে ফকিরহাটের মানুষ সাদরে গ্রহণ করেছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে