আজকের পত্রিকা ডেস্ক
বিজয় দিবসসহ টানা তিন দিনের ছুটিতে মৌলভীবাজারের কমলগঞ্জ এবং বড়লেখা উপজেলায় পর্যটকের উপচে পড়া ছিল। তিন দিন উপজেলা দুটির পর্যটন স্পটগুলোতে ঢল নামে মানুষের। প্রতিনিধিদের পাঠানো খবর:
কমলগঞ্জ: কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র পর্যটকদের পদচারণায় মুখর ছিল। লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, সবুজ চা-বাগান ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধে ছুটে বেড়িয়েছেন ভ্রমণপিপাসুরা। বেশির ভাগ পর্যটক পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে এসেছেন।
সরেজমিনে দেখা গেছে, বাস, মাইক্রোবাস, জিপ ও সিএনজি অটোরিকশায় এক স্থান থেকে অন্য স্থানে দল বেঁধে ঘুরছেন পর্যটকেরা। অধিকসংখ্যক পর্যটক আসায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
রংপুর থেকে পরিবার নিয়ে লাউয়াছড়া এসেছেন শাকিল আহমেদ। তিনি বলেন, ‘বিজয়ের ৫০ বছরে পরিবার নিয়ে ঘুরতে আসলাম প্রাকৃতিক পরিবেশে। একটি উপজেলায় এত গুলো পর্যটন কেন্দ্র আছে যা অন্য কোথাও নেই। এখানকার চা-বাগান, মাধবপুর লেক ও লাউয়াছড়া জাতীয় উদ্যান যা সকল পর্যটককে প্রাণ এনে দেয়।’
বড়লেখা: বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতে বছর জুড়ে পর্যটকদের ভিড় লেগেই থাকে। তবে বিভিন্ন উৎসবে পর্যটকর বেড়ে যায়। তিন দিনের ছুটিতে মাধবকুণ্ডে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার বেলা একটা পর্যন্ত মাধবকুণ্ড জলপ্রপাতে প্রায় ৪ হাজার পর্যটকের সমাগম ঘটে। প্রতিদিন আশপাশের উপজেলার মানুষ ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে নানা বয়সী মানুষ ভিড় করছেন মাধবকুণ্ডে। গতকাল দুপুরে দেখা গেছে, দূর-দুরান্ত থেকে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ নানা বয়সী মানুষ বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের ছোট-বড় যানবাহনে করে মাধবকুণ্ডে বেড়াতে আসছেন। স্থানীয় দোকানগুলোতে জমজমাট বিকিকিনি হচ্ছে।
যশোর থেকে মাধবকুণ্ডে ঘুরতে আসা আকলিমা বেগম বলেন, ‘দীর্ঘদিন কোথাও ঘোরা হয়নি। করোনার কারণে ঘরবন্দী ছিলাম। আমার স্বামী সরকারি চাকরিজীবী। বিজয় দিবসের কারণে তার (স্বামীর) ছুটি মিলেছে। তাই তাকে সঙ্গে নিয়ে সঙ্গে মাধবকুণ্ডে ঘুরতে এসেছি। এখনকার প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হয়েছি।
বিজয় দিবসসহ টানা তিন দিনের ছুটিতে মৌলভীবাজারের কমলগঞ্জ এবং বড়লেখা উপজেলায় পর্যটকের উপচে পড়া ছিল। তিন দিন উপজেলা দুটির পর্যটন স্পটগুলোতে ঢল নামে মানুষের। প্রতিনিধিদের পাঠানো খবর:
কমলগঞ্জ: কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র পর্যটকদের পদচারণায় মুখর ছিল। লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, সবুজ চা-বাগান ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধে ছুটে বেড়িয়েছেন ভ্রমণপিপাসুরা। বেশির ভাগ পর্যটক পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে এসেছেন।
সরেজমিনে দেখা গেছে, বাস, মাইক্রোবাস, জিপ ও সিএনজি অটোরিকশায় এক স্থান থেকে অন্য স্থানে দল বেঁধে ঘুরছেন পর্যটকেরা। অধিকসংখ্যক পর্যটক আসায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
রংপুর থেকে পরিবার নিয়ে লাউয়াছড়া এসেছেন শাকিল আহমেদ। তিনি বলেন, ‘বিজয়ের ৫০ বছরে পরিবার নিয়ে ঘুরতে আসলাম প্রাকৃতিক পরিবেশে। একটি উপজেলায় এত গুলো পর্যটন কেন্দ্র আছে যা অন্য কোথাও নেই। এখানকার চা-বাগান, মাধবপুর লেক ও লাউয়াছড়া জাতীয় উদ্যান যা সকল পর্যটককে প্রাণ এনে দেয়।’
বড়লেখা: বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতে বছর জুড়ে পর্যটকদের ভিড় লেগেই থাকে। তবে বিভিন্ন উৎসবে পর্যটকর বেড়ে যায়। তিন দিনের ছুটিতে মাধবকুণ্ডে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার বেলা একটা পর্যন্ত মাধবকুণ্ড জলপ্রপাতে প্রায় ৪ হাজার পর্যটকের সমাগম ঘটে। প্রতিদিন আশপাশের উপজেলার মানুষ ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে নানা বয়সী মানুষ ভিড় করছেন মাধবকুণ্ডে। গতকাল দুপুরে দেখা গেছে, দূর-দুরান্ত থেকে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ নানা বয়সী মানুষ বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের ছোট-বড় যানবাহনে করে মাধবকুণ্ডে বেড়াতে আসছেন। স্থানীয় দোকানগুলোতে জমজমাট বিকিকিনি হচ্ছে।
যশোর থেকে মাধবকুণ্ডে ঘুরতে আসা আকলিমা বেগম বলেন, ‘দীর্ঘদিন কোথাও ঘোরা হয়নি। করোনার কারণে ঘরবন্দী ছিলাম। আমার স্বামী সরকারি চাকরিজীবী। বিজয় দিবসের কারণে তার (স্বামীর) ছুটি মিলেছে। তাই তাকে সঙ্গে নিয়ে সঙ্গে মাধবকুণ্ডে ঘুরতে এসেছি। এখনকার প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হয়েছি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে