কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
সর্বশেষ জাতীয় লীগে দুর্দান্ত পারফর্ম করে কুতুবদিয়ার খেলোয়াড় আরিফ উল্লাহ বি-৩ ক্যাটাগরিতে বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলে জায়গা করে নিয়েছেন।
সব ঠিকঠাক থাকলে আগামী ১৯ ডিসেম্বর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দলের সঙ্গে ভারতের ভোপালে যাচ্ছেন আরিফ। এর আগেও তাঁর আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। দলে ব্যাটিং ও বোলিংয়ের পাশাপাশি পরিশ্রমী ফিল্ডার হিসেবেও খ্যাতি রয়েছে তাঁরা।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক ছাত্র আরিফ পেশায় সরকারি চাকরিজীবী। তিনি কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক এমইউপি নুরুল ইসলামের ছেলে।
লাল–সবুজ জার্সিতে ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন আরিফ। তিনি চট্টগ্রাম বিভাগীয় ব্লাইন্ড ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেন। ইতিমধ্যে দেশের হয়ে খেলতে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং নিউজিল্যান্ড সফর করেছেন তিনি।
ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে আরিফ উল্লাহ বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটার তানজিলের মাধ্যমে এই বিশেষ ধরনের ক্রিকেট সম্পর্কে জনতে পারি। পরে কক্সবাজার জেলা দলে ট্রায়ালের মাধ্যমে ভর্তি হয়ে অনুশীলন চালিয়ে যায়। এর মধ্যে ২০১৭ সালে প্রথমবারের মতো চট্টগ্রাম বিভাগীয় ব্লাইন্ড ক্রিকেট দলে সুযোগ পাই। একই সঙ্গে জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের হয়ে ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ হয়।’
জাতীয় দলে ডাক পেয়ে উচ্ছ্বাসিত দ্বীপের এই খেলোয়াড় বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে খেলার। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে অনেক আগেই, আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে আরও একবার প্রমাণ করতে চাই।’
জীবনসংগ্রামে দৃষ্টিপ্রতিবন্ধীদের অনুপ্রেরণা জোগাতে ১৯২২ সালে অস্ট্রেলিয়ায় এই খেলার প্রবর্তন হয়। নিয়ম কানুন স্বাভাবিক ক্রিকেটের মতো হলেও বোলিংয়ে বিস্তর তফাৎ রয়েছে। একাদশে চারজন সম্পূর্ণ অথবা আংশিক দৃষ্টিপ্রতিবন্ধী খেলেন।
সর্বশেষ জাতীয় লীগে দুর্দান্ত পারফর্ম করে কুতুবদিয়ার খেলোয়াড় আরিফ উল্লাহ বি-৩ ক্যাটাগরিতে বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলে জায়গা করে নিয়েছেন।
সব ঠিকঠাক থাকলে আগামী ১৯ ডিসেম্বর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দলের সঙ্গে ভারতের ভোপালে যাচ্ছেন আরিফ। এর আগেও তাঁর আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। দলে ব্যাটিং ও বোলিংয়ের পাশাপাশি পরিশ্রমী ফিল্ডার হিসেবেও খ্যাতি রয়েছে তাঁরা।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক ছাত্র আরিফ পেশায় সরকারি চাকরিজীবী। তিনি কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক এমইউপি নুরুল ইসলামের ছেলে।
লাল–সবুজ জার্সিতে ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন আরিফ। তিনি চট্টগ্রাম বিভাগীয় ব্লাইন্ড ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেন। ইতিমধ্যে দেশের হয়ে খেলতে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং নিউজিল্যান্ড সফর করেছেন তিনি।
ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে আরিফ উল্লাহ বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটার তানজিলের মাধ্যমে এই বিশেষ ধরনের ক্রিকেট সম্পর্কে জনতে পারি। পরে কক্সবাজার জেলা দলে ট্রায়ালের মাধ্যমে ভর্তি হয়ে অনুশীলন চালিয়ে যায়। এর মধ্যে ২০১৭ সালে প্রথমবারের মতো চট্টগ্রাম বিভাগীয় ব্লাইন্ড ক্রিকেট দলে সুযোগ পাই। একই সঙ্গে জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের হয়ে ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ হয়।’
জাতীয় দলে ডাক পেয়ে উচ্ছ্বাসিত দ্বীপের এই খেলোয়াড় বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে খেলার। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে অনেক আগেই, আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে আরও একবার প্রমাণ করতে চাই।’
জীবনসংগ্রামে দৃষ্টিপ্রতিবন্ধীদের অনুপ্রেরণা জোগাতে ১৯২২ সালে অস্ট্রেলিয়ায় এই খেলার প্রবর্তন হয়। নিয়ম কানুন স্বাভাবিক ক্রিকেটের মতো হলেও বোলিংয়ে বিস্তর তফাৎ রয়েছে। একাদশে চারজন সম্পূর্ণ অথবা আংশিক দৃষ্টিপ্রতিবন্ধী খেলেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৭ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে