মঞ্জুর আহমদ, সিলেট
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও ভাড়া বাড়ানোর দাবিতে সারা দেশের সঙ্গে সিলেটেও চলছে পরিবহন ধর্মঘট। গণপরিবহন না পেয়ে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভিড় করছে রেলস্টেশনে। বাড়তি যাত্রীল চাপ সামলাতে হিমশিম খাচ্ছে রেল কর্তৃপক্ষ।
ধর্মঘটের কারণে গতকাল শুক্রবার দিনভর সীমাহীন ভোগান্তি পোহাতে হয়েছে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের। সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। বন্ধ রয়েছে স্বল্পপাল্লার যানও।
ট্রাক, পিকআপভ্যান চলাচল না করায় পণ্য পরিবহনও বন্ধ রয়েছে। তবে নগরী ও আশপাশের এলাকায় কিছু সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে।
গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সিলেটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। জেলা সড়ক পরিবহন মালিক সমিতি বৃহস্পতিবার রাতে এ ঘোষণা দেয়।
সমিতির সভাপতি আবুল কালাম বলেন, হঠাৎ করে ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের পরিবহন খাতে নতুন সংকটের সৃষ্টি হতে যাচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়লে গাড়ি ভাড়াসহ পরিবহন খরচ বাড়বে। এর প্রভাব সব স্তরে পড়বে। তাই সরকারকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পরিহার করতে হবে।
তিনি বলেন, ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হলে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, পরিবহন ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা। ঢাকা থেকে সিলেটে আসা ব্যবসায়ী আবুল হাসান বলেন, ব্যবসার কাজে বুধবার সিলেট আসেন তিনি। হঠাৎ ধর্মঘটে ঢাকা ফিরতে পারছেন না। বাস চলাচল না করলেও ট্রেন চলাচল করছে। কিন্তু ট্রেনের টিকিট পাওয়া যায়নি।
এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে আসা মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।
রাজশাহী থেকে সিলেট আসা আরিফ আহমদ বলেন, ‘বৃহস্পতিবার শাহজালালের মাজার জিয়ারতে পরিবারসহ এসেছি। কিন্তু ধর্মঘটের কারণে ফিরতে পারছি না।’
সব ধরনের যান বন্ধ থাকায় চাপ পড়েছে রেলে ওপর। কিন্তু এত মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সিলেট রেলস্টেশনের ম্যানেজার খলিলুর রহমান বলেন, ‘সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী ট্রেনের সব সিটই বুকিং হয়ে গেছে। এখন শত শত মানুষ টিকিটের জন্য স্টেশনে অপেক্ষা করছেন। কিন্তু তাঁদের টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না।’
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও ভাড়া বাড়ানোর দাবিতে সারা দেশের সঙ্গে সিলেটেও চলছে পরিবহন ধর্মঘট। গণপরিবহন না পেয়ে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভিড় করছে রেলস্টেশনে। বাড়তি যাত্রীল চাপ সামলাতে হিমশিম খাচ্ছে রেল কর্তৃপক্ষ।
ধর্মঘটের কারণে গতকাল শুক্রবার দিনভর সীমাহীন ভোগান্তি পোহাতে হয়েছে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের। সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। বন্ধ রয়েছে স্বল্পপাল্লার যানও।
ট্রাক, পিকআপভ্যান চলাচল না করায় পণ্য পরিবহনও বন্ধ রয়েছে। তবে নগরী ও আশপাশের এলাকায় কিছু সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে।
গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সিলেটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। জেলা সড়ক পরিবহন মালিক সমিতি বৃহস্পতিবার রাতে এ ঘোষণা দেয়।
সমিতির সভাপতি আবুল কালাম বলেন, হঠাৎ করে ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের পরিবহন খাতে নতুন সংকটের সৃষ্টি হতে যাচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়লে গাড়ি ভাড়াসহ পরিবহন খরচ বাড়বে। এর প্রভাব সব স্তরে পড়বে। তাই সরকারকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পরিহার করতে হবে।
তিনি বলেন, ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হলে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, পরিবহন ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা। ঢাকা থেকে সিলেটে আসা ব্যবসায়ী আবুল হাসান বলেন, ব্যবসার কাজে বুধবার সিলেট আসেন তিনি। হঠাৎ ধর্মঘটে ঢাকা ফিরতে পারছেন না। বাস চলাচল না করলেও ট্রেন চলাচল করছে। কিন্তু ট্রেনের টিকিট পাওয়া যায়নি।
এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে আসা মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।
রাজশাহী থেকে সিলেট আসা আরিফ আহমদ বলেন, ‘বৃহস্পতিবার শাহজালালের মাজার জিয়ারতে পরিবারসহ এসেছি। কিন্তু ধর্মঘটের কারণে ফিরতে পারছি না।’
সব ধরনের যান বন্ধ থাকায় চাপ পড়েছে রেলে ওপর। কিন্তু এত মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সিলেট রেলস্টেশনের ম্যানেজার খলিলুর রহমান বলেন, ‘সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী ট্রেনের সব সিটই বুকিং হয়ে গেছে। এখন শত শত মানুষ টিকিটের জন্য স্টেশনে অপেক্ষা করছেন। কিন্তু তাঁদের টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে