নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত হয়ে গেছে। তবে গত দুই ম্যাচে চেনা ‘সাম্বা নৃত্য’ দেখা যায়নি সেলেসাওদের খেলায়। আজ লুসাইল স্টেডিয়ামে ক্যামেরুনের বিপক্ষে শিষ্যদের কাছ থেকে সুন্দর খেলাটাই দেখতে চাইবেন কোচ তিতে। এই ম্যাচ জিতলে গ্রুপ সেরাও হবে ব্রাজিলিয়ানরা।
যেহেতু আপাতত কঠিন কোনো সমীকরণ নেই, নির্ভার থাকতে পারছেন তিতে। তবে দ্বিতীয় রাউন্ডে উঠতে বাঁচা-মরার ম্যাচ হওয়ায় সর্বশক্তি দিয়ে লড়তে চাইবে ক্যামেরুন।
এতেই বেশ সতর্ক থাকতে হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০ বছরের শিরোপাখরা ঘুচিয়ে ‘হেক্সা’ জয়ের স্বপ্নে বিভোর ব্রাজিল নকআউট পর্ব শুরুর আগে নিজেদের চেনা ছন্দ আর জয়ের ধারাটাও ধরে রাখতে চাইবে। ২০০৬ বিশ্বকাপের পর প্রথমবারের মতো গ্রুপ পর্বে পূর্ণ ৯ পয়েন্ট পাওয়ার সুযোগ তাদের সামনে। কে চাই, অপরাজেয় থাকার সুযোগ হাতছাড়া করতে।
ব্রাজিল যদি ক্যামেরুনের বিপক্ষে ‘চমকে’ দিয়ে হেরে যায় আর সুইজারল্যান্ড জেতে, সার্বিয়ার বিপক্ষে ‘জি’ গ্রুপের শীর্ষ দল নির্ধারিত হবে গোল ব্যবধানের হিসেবে। সে ক্ষেত্রে জিতেও দ্বিতীয় রাউন্ডে যাওয়া হবে না ক্যামেরুনের। সুইসরা হেরে গেলে নিভু নিভু প্রদীপটা জ্বলে উঠবে ক্যামেরুনের। তখনো হিসাবটা হবে গোল ব্যবধানের।
পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হওয়ার সুযোগ থাকায় ক্যামেরুনকে তিতে কিছুতেই হালকাভাবে নিচ্ছেন না। তবে এসব না না ভেবে প্রতিটি ম্যাচের দিকেই আলাদা আলাদা মনোযোগ রাখতে চান ব্রাজিলিয়ান কোচ। ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের আগে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে তিনি গতকাল বলেছেন, ‘সত্যি বলতে এসব নিয়ে ভাবছি না।
প্রতিটি ম্যাচের দিকে মনোযোগ রাখতে চাই। আমি শুধু মাঠের খেলা দেখে কোন খেলোয়াড়কে নামাব সেটি নিয়ে সিদ্ধান্ত নিতে পারি।’
আজকের ম্যাচেও যে দলের প্রাণভোমরা নেইমার এবং ডিফেন্ডার দানিলোকে ব্রাজিল পাবে না, আগেই জানা গিয়েছিল। তবে নেইমারের অভাব সুইসদের বিপক্ষে কিছুটা হলেও টের পেয়েছিল সেলেসাওরা। সেদিন কোনো গোল আসেনি আক্রমণভাগের খেলোয়াড়ের কাছ থেকে। গোল করেছিলেন কাসেমিরো। এতে অবশ্য ইতিবাচক দিকও পাচ্ছেন ব্রাজিলিয়ানরা। ব্রাজিলের গোল পারতে পারেন যে কেউই।
তবু নেইমার তো নেইমারই। তাঁর ফেরার সংবাদ খুবই গুরুত্বপূর্ণ ব্রাজিল দলের জন্য। অবশ্য গতকালও নেইমারের ফেরা নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেনি ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। ব্রাজিলের সহকারি কোচ ক্লেবের হাভিয়ের এতটুকুই বলেছেন, ‘তারা (নেইমার-দানিলো) উন্নতির পথে। আপাতত আমরা ক্যামরুনের বিপক্ষে ম্যাচের দিকে মনোযোগ রাখছি। এরপর সিদ্ধান্ত নেব দুই খেলোয়াড়ের ব্যাপারে। ইতিমধ্যে আমরা তাদের ফেরার ব্যাপারে পরিকল্পনা করে ফেলেছি।’
নেইমারকে পাওয়া যাক কিংবা না পাওয়া যাক, ব্রাজিলের সামনে বাস্তবতা হচ্ছে, দুর্দান্ত খেলার মানসিকতা নিয়েই নামতে হবে তাদের।
দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত হয়ে গেছে। তবে গত দুই ম্যাচে চেনা ‘সাম্বা নৃত্য’ দেখা যায়নি সেলেসাওদের খেলায়। আজ লুসাইল স্টেডিয়ামে ক্যামেরুনের বিপক্ষে শিষ্যদের কাছ থেকে সুন্দর খেলাটাই দেখতে চাইবেন কোচ তিতে। এই ম্যাচ জিতলে গ্রুপ সেরাও হবে ব্রাজিলিয়ানরা।
যেহেতু আপাতত কঠিন কোনো সমীকরণ নেই, নির্ভার থাকতে পারছেন তিতে। তবে দ্বিতীয় রাউন্ডে উঠতে বাঁচা-মরার ম্যাচ হওয়ায় সর্বশক্তি দিয়ে লড়তে চাইবে ক্যামেরুন।
এতেই বেশ সতর্ক থাকতে হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০ বছরের শিরোপাখরা ঘুচিয়ে ‘হেক্সা’ জয়ের স্বপ্নে বিভোর ব্রাজিল নকআউট পর্ব শুরুর আগে নিজেদের চেনা ছন্দ আর জয়ের ধারাটাও ধরে রাখতে চাইবে। ২০০৬ বিশ্বকাপের পর প্রথমবারের মতো গ্রুপ পর্বে পূর্ণ ৯ পয়েন্ট পাওয়ার সুযোগ তাদের সামনে। কে চাই, অপরাজেয় থাকার সুযোগ হাতছাড়া করতে।
ব্রাজিল যদি ক্যামেরুনের বিপক্ষে ‘চমকে’ দিয়ে হেরে যায় আর সুইজারল্যান্ড জেতে, সার্বিয়ার বিপক্ষে ‘জি’ গ্রুপের শীর্ষ দল নির্ধারিত হবে গোল ব্যবধানের হিসেবে। সে ক্ষেত্রে জিতেও দ্বিতীয় রাউন্ডে যাওয়া হবে না ক্যামেরুনের। সুইসরা হেরে গেলে নিভু নিভু প্রদীপটা জ্বলে উঠবে ক্যামেরুনের। তখনো হিসাবটা হবে গোল ব্যবধানের।
পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হওয়ার সুযোগ থাকায় ক্যামেরুনকে তিতে কিছুতেই হালকাভাবে নিচ্ছেন না। তবে এসব না না ভেবে প্রতিটি ম্যাচের দিকেই আলাদা আলাদা মনোযোগ রাখতে চান ব্রাজিলিয়ান কোচ। ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের আগে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে তিনি গতকাল বলেছেন, ‘সত্যি বলতে এসব নিয়ে ভাবছি না।
প্রতিটি ম্যাচের দিকে মনোযোগ রাখতে চাই। আমি শুধু মাঠের খেলা দেখে কোন খেলোয়াড়কে নামাব সেটি নিয়ে সিদ্ধান্ত নিতে পারি।’
আজকের ম্যাচেও যে দলের প্রাণভোমরা নেইমার এবং ডিফেন্ডার দানিলোকে ব্রাজিল পাবে না, আগেই জানা গিয়েছিল। তবে নেইমারের অভাব সুইসদের বিপক্ষে কিছুটা হলেও টের পেয়েছিল সেলেসাওরা। সেদিন কোনো গোল আসেনি আক্রমণভাগের খেলোয়াড়ের কাছ থেকে। গোল করেছিলেন কাসেমিরো। এতে অবশ্য ইতিবাচক দিকও পাচ্ছেন ব্রাজিলিয়ানরা। ব্রাজিলের গোল পারতে পারেন যে কেউই।
তবু নেইমার তো নেইমারই। তাঁর ফেরার সংবাদ খুবই গুরুত্বপূর্ণ ব্রাজিল দলের জন্য। অবশ্য গতকালও নেইমারের ফেরা নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেনি ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। ব্রাজিলের সহকারি কোচ ক্লেবের হাভিয়ের এতটুকুই বলেছেন, ‘তারা (নেইমার-দানিলো) উন্নতির পথে। আপাতত আমরা ক্যামরুনের বিপক্ষে ম্যাচের দিকে মনোযোগ রাখছি। এরপর সিদ্ধান্ত নেব দুই খেলোয়াড়ের ব্যাপারে। ইতিমধ্যে আমরা তাদের ফেরার ব্যাপারে পরিকল্পনা করে ফেলেছি।’
নেইমারকে পাওয়া যাক কিংবা না পাওয়া যাক, ব্রাজিলের সামনে বাস্তবতা হচ্ছে, দুর্দান্ত খেলার মানসিকতা নিয়েই নামতে হবে তাদের।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪