কমিউনিটি লিডারদের প্রশিক্ষণ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২১, ০৬: ৩৮
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৫: ৩২

কুষ্টিয়ায় সামাজিক জবাবদিহি মূলস্রোত ধারাকরণ (এসএএম) বিষয়ক কমিউনিটি লিডারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কন্যাদের অধিকার ও নিরাপত্তা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গত সোমবার শুরু হওয়া এ প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার শেষ হয়।

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এর আগে গত সোমবার চিলিস ফুড পার্কে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী জায়েদুল হক মতিন, বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা।

উদ্বোধন শেষে প্রশিক্ষণার্থীদের পরিচয় প্রদানের মধ্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের শুরু হয়। প্রশিক্ষণ প্রদান করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী জায়েদুল হক মতিন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত