অসাম্প্রদায়িক চেতনা নষ্টের তৎপরতা রুখতে হবে: তথ্যমন্ত্রী

সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২১, ১০: ২২
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১২: ১৭

যাঁরা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে অসাম্প্রদায়িক চেতনা বিনষ্ট করতে তৎপর, তাঁদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডে শংকর মঠ ও মিশনের শতবর্ষ পূর্তি উৎসব উদ্‌যাপনের পঞ্চম দিনে যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। আমাদের সবার একটাই পরিচয়, আমরা সবাই বাঙালি, আমরা এ দেশ-মায়ের সন্তান।’

তথ্যমন্ত্রী আরও বলেন, চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা শংকর মঠ ও মিশন সত্যিই অতুলনীয়। শতবর্ষী এ মঠ ও মিশনে দেশ ও মানব জাতির কল্যাণে ধর্মচর্চায় নিবেদিত রয়েছেন অগণিত সাধু-সন্ন্যাসী।

মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তারানা গিরির সভাপতিত্বে যুব সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ এম আল মাইন, সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বাউল আলো। স্বাগত বক্তব্য দেন মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নিবাসী স্বামী পরমানন্দ সরস্বতী মহারাজ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত