Ajker Patrika

নির্বাচনে আনসার সদস্য নিয়োগে ঘুষ-বাণিজ্য

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১: ৩৫
নির্বাচনে আনসার সদস্য নিয়োগে ঘুষ-বাণিজ্য

নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঘুষ নিয়ে আনসার সদস্য নিয়োগের অভিযোগ উঠেছে। উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা রওশন আরা বেগম ও সহকারী আনসার-ভিডিপি কর্মকর্তা আজিমুস শানের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। তবে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা রওশন আরা বেগম এ নিয়ে কিছুই জানে না বলে দাবি করছেন।

উপজেলা আনসার-ভিডিপি অফিস সূত্রে জানা গেছে, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তার কার্যালয় থেকে তৃতীয় ধাপে ১২টি ইউপি নির্বাচনে ১১১টি সেন্টারে মোট ১ হাজার ৮৮৭ জন আনসার ও ভিডিপি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এঁদের মধ্যে ২২২ জন আনসার এবং ১ হাজার ৬৬৫ জন ভিডিপি সদস্য নিয়োগ দেওয়া হয়। প্রতি সেন্টারে মোট ১৭ জন দায়িত্ব পালন করেছেন। আনসার-ভিডিপি প্রতি সদস্য পাবেন ৩ হাজার থেকে ৩ হাজার ৩০০ টাকা। এই কাজ পেতেই ইউনিয়ন দলপতি ও দলনেত্রীদের কাছ থেকে প্রতিটি দলের জন্য ১০ থেকে ১২ হাজার টাকা নেওয়া হয়েছে অভিযোগ করেছেন কয়েকজন দলনেতা ও আনাসার সদস্য।

আলাউদ্দিন ও জয়নাল নামে দুই আনসার সদস্য বলেন, নির্বাচনী ডিউটি পাওয়ার জন্য আদিয়াবাদ ইউনিয়নের দলনেত্রী লিলি বেগমের কাছে ১ হাজার ১০০ টাকা করে জমা দিয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই নির্বাচনী ডিউটি পাননি।

নিলক্ষ্যা ইউনিয়নের দলনেত্রী সালমা বেগম বলেন, ‘আমাকে ৭টি গ্রুপ দেওয়ার কথা। আনসার-ভিডিপি কর্মকর্তা রওশন আরা বেগম ও সহকারী আনসার-ভিডিপির কর্মকর্তা আজিমুর শান প্রতি গ্রুপে ১২ হাজার টাকা দাবি করেন। আমি ৭টি গ্রুপের জন্য ৮৪ হাজার টাকা দিই। এরপরও ডিউটি পাইনি। আমি টাকা ফেরত চাই।’

মোবাইল ফোনে জানতে চাইলে, সহকারী আনসার-ভিডিপি কর্মকর্তা আজিমুস শান বলেন, ‘ঘুষ নেওয়ার বিষয়ে কিছু বলতে চাই না। আমার যিনি সিনিয়র আছেন, তাঁর সঙ্গে কথা বলুন।’

ঘুষ দেওয়ার পর আজিমুস শানের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে কর্মীদের টাকা দেওয়ার কনফার্ম মেসেজের বিষয়ে জানতে চাইলে, এ বিষয়ে আপনার সঙ্গে সরাসরি কথা হবে বলে ফোন কেটে দেন।

এ ব্যাপারে জানতে চাইলে আনসার-ভিডিপির নরসিংদী জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ বলেন, ‘ঘুষ গ্রহণের বিষয়টি শুনেছি। অভিযোগের সত্যতা যাচাই করা হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত