ঘুষের টাকাসহ প্রধান অফিস সহকারী আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২২, ০৮: ২৩
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৩: ৪১

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়ে অবৈধ অর্থসহ প্রধান অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নিকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বুধবার বিকেলে উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ে প্রায় ৫ ঘণ্টার অভিযান চালান দুদকের কর্মকর্তারা।

দুদক সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ে জমির দলিলের নকল নিতে ঘুষ দাবি, জমি রেজিস্ট্রিতে সরকারি খরচের চেয়ে বাড়তি টাকা আদায়ের অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে আকস্মিক এ অভিযান পরিচালনা করে দুদক। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এর আগে বুধবার দিনভর দুদকের সদস্যরা সাদা পোশাকে সাবরেজিস্ট্রার কার্যালয়ের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। কর্মঘণ্টা শেষ হওয়ার পর ঠিক বিকেল ৫টা থেকে অভিযান শুরু হয়। চলে রাত ১০টা পর্যন্ত।

দুদক সূত্রে আরও জানা গেছে, সাবরেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ এবং প্রধান অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নিসহ কার্যালয়টির অন্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। এ সময় সাবরেজিস্ট্রার কার্যালয়ের প্রধান অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নির (৪৯) ড্রয়ার থেকে ৩ লাখ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এই টাকার উৎস সম্পর্কে গ্রহণযোগ্য ব্যাখ্যা বা রেকর্ডপত্র দেখাতে ব্যর্থ হলে মুন্নিকে আটক করা হয়। মুন্নিকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপপরিচালক মো. জাকারিয়া বলেন, ‘জান্নাতুল আক্তার মুন্নিকে প্রধান আসামি করে দৌলতপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। কার্যালয়টির অন্য যে কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতির সঙ্গ জড়িত আছেন তাঁদেরও মামলার আসামি করা হতে পারে।’ তিনি আরও জানান, দুদকের করা একটি মামলায় আগে থেকেই বিচারাধীন আছেন দৌলতপুরের সাবরেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত