যশোর প্রতিনিধি
যশোর টাউনহল মাঠে উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় সম্মেলনে ভয়াবহ বোমা হামলার ২৫ বছর হচ্ছে আজ বুধবার। বোমার আঘাতে সেদিন শিল্পীসহ ১০ জন নিহত এবং আড়াই শতাধিক নিরীহ মানুষ আহত হন। কিন্তু আড়াই দশকেও সে হত্যা মামলার বিচারকাজ শেষ হয়নি। এমন অবস্থায় আজ নারকীয় সেই ঘটনায় হতাহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করবে সংগঠনটি।
১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউনহল মাঠে উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে শক্তিশালী দুটি বোমা হামলা চালানো হয়। দিবসটি স্মরণে আজ বিকেলে টাউন হল মাঠে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ, শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন, প্রতিবাদী মিছিল, আলোচনা সভা ও মশাল প্রজ্বালন কর্মসূচির আয়োজন করা হয়।
এদিকে গতকাল মঙ্গলবার বিকেলে ‘বিচারহীনতার ২৫ বছর’ শিরোনামে মতবিনিময় সভা করে সংগঠনটি। যশোর জেলা সংসদ নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করে।
উদীচীর সভাপতি তন্দ্রা ভট্টাচার্যের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি আবদুল আফফান ভিক্টর। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘দেশে বেশ কিছু ঘটনার বিচার হলেও যশোরের উদীচীর সম্মেলনে বোমা হামলার বিচার হয়নি। বিচার করতে না পারা রাষ্ট্রের একটি দুর্বলতা। সেই দুর্বলতার সুযোগেই জঙ্গিগোষ্ঠী তাদের বিস্তার ঘটিয়েছে। ২৫ বছর ধরে যে বিচারহীনতার আবর্তে আমরা ঘুরপাক খাচ্ছি, তা পেছনে ফেলে পুনরায় ঘটনার সঠিক তদন্ত করে তা জনসমক্ষে প্রকাশ করা ও বিচার করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’
উদীচী শিল্পীগোষ্ঠীর যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আমিনুর রহমান হিরু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, যশোর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাজেদ রহমান, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, বিবর্তনের সাধারণ সম্পাদক নওরোজ আলম খান চপল প্রমুখ।
বোমা হামলায় আহত উদীচীর কর্মী সুকান্ত দাস বলেন, ‘ঘটনা ঘটেছিল আওয়ামী লীগ সরকারের আমলে। পরে আওয়ামী লীগ কয়েকবার ক্ষমতায় এসেছে; কিন্তু দুই যুগেও বিচার হয়নি। আমরা স্বাধীনতার সপক্ষের শক্তির কথা বলি। সেই স্বাধীনতার সপক্ষের সরকার ক্ষমতায় থাকতেও যখন বিচার হয় না, তখন খুব কষ্ট লাগে। প্রতিবছর ৬ মার্চ এলে আমরা স্মরণ করি, বিচার দাবি করি। এভাবে ২৫ বছর পার হয় গেল। আর কত দিন এভাবে বিচার চাইতে হবে জানি না।’
আদালত সূত্রে জানা গেছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ত্রুটিপূর্ণ অভিযোগপত্রের কারণে ২০০৬ সালর ৩০ মে আদালত থেকে খালাস পেয়ে যান মামলার সব আসামি। পরে সরকার ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে মামলাটি পুনরুজ্জীবিত হয়। কিন্তু এরপর মামলার আপিল শুনানি আর হয়নি।
জানতে চাইলে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এম ইদ্রিস আলী বলেন, ‘উদীচী হত্যা মামলাটির বিষয়ে সরকার হাইকোর্টে আপিল করলে আসামিদের নিম্ন আদালতে হাজির হয়ে আত্মসমর্পণের নির্দেশ দেন। আসামিরা নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। এখন রাষ্ট্রপক্ষের আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। আমরা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আদালত আশ্বাস দিয়েছেন, মামলাটি যেন দ্রুত শুনানি হয়, সে পদক্ষেপ নেবেন। তবে এখনো শুনানি শুরু হয়নি।’
যশোর টাউনহল মাঠে উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় সম্মেলনে ভয়াবহ বোমা হামলার ২৫ বছর হচ্ছে আজ বুধবার। বোমার আঘাতে সেদিন শিল্পীসহ ১০ জন নিহত এবং আড়াই শতাধিক নিরীহ মানুষ আহত হন। কিন্তু আড়াই দশকেও সে হত্যা মামলার বিচারকাজ শেষ হয়নি। এমন অবস্থায় আজ নারকীয় সেই ঘটনায় হতাহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করবে সংগঠনটি।
১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউনহল মাঠে উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে শক্তিশালী দুটি বোমা হামলা চালানো হয়। দিবসটি স্মরণে আজ বিকেলে টাউন হল মাঠে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ, শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন, প্রতিবাদী মিছিল, আলোচনা সভা ও মশাল প্রজ্বালন কর্মসূচির আয়োজন করা হয়।
এদিকে গতকাল মঙ্গলবার বিকেলে ‘বিচারহীনতার ২৫ বছর’ শিরোনামে মতবিনিময় সভা করে সংগঠনটি। যশোর জেলা সংসদ নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করে।
উদীচীর সভাপতি তন্দ্রা ভট্টাচার্যের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি আবদুল আফফান ভিক্টর। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘দেশে বেশ কিছু ঘটনার বিচার হলেও যশোরের উদীচীর সম্মেলনে বোমা হামলার বিচার হয়নি। বিচার করতে না পারা রাষ্ট্রের একটি দুর্বলতা। সেই দুর্বলতার সুযোগেই জঙ্গিগোষ্ঠী তাদের বিস্তার ঘটিয়েছে। ২৫ বছর ধরে যে বিচারহীনতার আবর্তে আমরা ঘুরপাক খাচ্ছি, তা পেছনে ফেলে পুনরায় ঘটনার সঠিক তদন্ত করে তা জনসমক্ষে প্রকাশ করা ও বিচার করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’
উদীচী শিল্পীগোষ্ঠীর যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আমিনুর রহমান হিরু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, যশোর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাজেদ রহমান, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, বিবর্তনের সাধারণ সম্পাদক নওরোজ আলম খান চপল প্রমুখ।
বোমা হামলায় আহত উদীচীর কর্মী সুকান্ত দাস বলেন, ‘ঘটনা ঘটেছিল আওয়ামী লীগ সরকারের আমলে। পরে আওয়ামী লীগ কয়েকবার ক্ষমতায় এসেছে; কিন্তু দুই যুগেও বিচার হয়নি। আমরা স্বাধীনতার সপক্ষের শক্তির কথা বলি। সেই স্বাধীনতার সপক্ষের সরকার ক্ষমতায় থাকতেও যখন বিচার হয় না, তখন খুব কষ্ট লাগে। প্রতিবছর ৬ মার্চ এলে আমরা স্মরণ করি, বিচার দাবি করি। এভাবে ২৫ বছর পার হয় গেল। আর কত দিন এভাবে বিচার চাইতে হবে জানি না।’
আদালত সূত্রে জানা গেছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ত্রুটিপূর্ণ অভিযোগপত্রের কারণে ২০০৬ সালর ৩০ মে আদালত থেকে খালাস পেয়ে যান মামলার সব আসামি। পরে সরকার ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে মামলাটি পুনরুজ্জীবিত হয়। কিন্তু এরপর মামলার আপিল শুনানি আর হয়নি।
জানতে চাইলে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এম ইদ্রিস আলী বলেন, ‘উদীচী হত্যা মামলাটির বিষয়ে সরকার হাইকোর্টে আপিল করলে আসামিদের নিম্ন আদালতে হাজির হয়ে আত্মসমর্পণের নির্দেশ দেন। আসামিরা নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। এখন রাষ্ট্রপক্ষের আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। আমরা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আদালত আশ্বাস দিয়েছেন, মামলাটি যেন দ্রুত শুনানি হয়, সে পদক্ষেপ নেবেন। তবে এখনো শুনানি শুরু হয়নি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে