আজ আইপিএল জিতবে কারা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২২, ০৮: ০৫
আপডেট : ২৯ মে ২০২২, ১৪: ৪৬

শেন ওয়ার্ন কি আজ ওপর থেকে আইপিএলের ফাইনালে চোখ রাখবেন? অশরীরী ওয়ার্ন পুরো টুর্নামেন্টজুড়েই প্রিয় দল রাজস্থান রয়্যালসের সঙ্গে ছিলেন। গুজরাট টাইটানসের বিপক্ষে আজকের রাজস্থানের শিরোপা নির্ধারণী ম্যাচেও হয়তো ওয়ার্নি চোখ না রেখে থাকতে পারবেন না!

কী কাকতালীয়, ওয়ার্নের চলে যাওয়ার বছরেই ১৪ বছর পর আইপিএলের ফাইনালে রাজস্থান। এই স্পিন জাদুকরের নেতৃত্বেই প্রথম আইপিএলে শিরোপা জিতেছিল তারা। এরপর আর কখনো ফাইনালও খেলতে পারেনি রাজস্থান, শিরোপা জয় তো দূরের আলাপ। সেই দলটাই এবার শুরু থেকেই দাপুটে ক্রিকেট খেলে টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন। প্রথম ‘রয়্যাল’কে ট্রফি উৎসর্গ করার মন্ত্র নিয়েই যে এবার পথচলা শুরু করেছিল সাঞ্জু সামসনের দল। আর তাদের এই কাজটা সহজ করে দিয়েছে জস বাটলার। এই ইংলিশ ওপেনার কাটিয়েছেন স্বপ্নের মতো এক মৌসুম। ফাইনালের আগে করেছেন ৪ সেঞ্চুরিতে টুর্নামেন্টের সর্বোচ্চ রান ৮২৪।

রাজস্থানের কাজটা অবশ্য অতটা সহজ হবে না। প্রতিপক্ষ গুজরাট আইপিএলের নতুন দল হলেও এর মধ্যে বুঝিয়েছে শিরোপা জিততেই তারা দল গড়েছে। লিগ পর্বে সবচেয়ে বেশি ম্যাচে জিতেছে হার্দিক পান্ডিয়ার দল। প্রথম কোয়ালিফায়ারে এই রাজস্থানকে হারিয়েই ফাইনালের টিকিট কাটে গুজরাট।

আইপিএল সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন

নিজেদের প্রথম আইপিএলেই তাই শিরোপা জিততে উন্মুখ হয়ে আছেন রশিদ-মিলাররা। গুজরাটের সাফল্যের আরেকটি মন্ত্র শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা। সব মিলিয়ে এবারের আইপিএলে ৭ ম্যাচেই তারা জিতেছে শেষ ওভারে রান তাড়া করে। রান তাড়ায় হেরেছে মাত্র এক ম্যাচে। শেষ দিকে ঝড় তুলতে সিদ্ধহস্ত মিলার-তেওয়াতিয়ারা। আর রাজস্থানের শক্তির বড় জায়গা টপ অর্ডার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত