সম্পাদকীয়
হীরালাল সেনকে ভারতবর্ষের প্রথম চলচ্চিত্র নির্মাতাদের একজন মনে করা হয়। তাঁর জন্ম ১৮৬৬ সালে, মানিকগঞ্জ জেলার বগজুরি গ্রামে। সে হিসাবে তাঁকে প্রথম বাঙালি চলচ্চিত্র নির্মাতা বললেও ভুল হবে না। আবার তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যেও প্রথম চলচ্চিত্র নির্মাতা। কিন্তু এই গুণী মানুষটি সেভাবে আলোচনায় নেই। তিনি আমাদের সাহিত্য-সংস্কৃতির জগৎ থেকে বিস্মৃত একটি নাম।
হীরালাল শুধু প্রথম চলচ্চিত্র নির্মাতা নন, একই সঙ্গে প্রথম চলচ্চিত্রশিক্ষার্থী, শিক্ষক, গবেষক, উদ্ভাবক, প্রযোজক, প্রদর্শক ও আমদানিকারক। নির্মাণ করেছেন বিজ্ঞাপন, প্রামাণ্যচিত্র ও রাজনৈতিক চলচ্চিত্র। তিনি ভারতীয় উপমহাদেশের প্রথম চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে জনগণকে সচেতন ও আধুনিকমনস্ক করে তোলার উদ্যোগ নেন। ব্রিটিশ আমলে ভারতবর্ষের শহর ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে অভিজাত, মধ্যবিত্ত ও প্রান্তিক জনসাধারণের মধ্যে চলচ্চিত্র দেখিয়ে আধুনিকতা, দেশাত্মবোধ ও রাজনৈতিক চেতনা সৃষ্টি করেন।
নিজ গ্রামের স্কুল থেকে তিনি নিম্নমাধ্যমিক পরীক্ষায় পাস করেন। এরপর ঢাকার কলেজিয়েট স্কুলে ভর্তি হন। পরে কলকাতায় গিয়ে কলেজে ভর্তি হন। কলেজে পড়াকালে ফটোগ্রাফি ও চলচ্চিত্রের প্রতি আকৃষ্ট হলে প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় সমাপ্তি টানেন। এরপর ভারতবর্ষের শ্রেষ্ঠ ফটোগ্রাফার হিসেবে স্বর্ণপদক অর্জন করেন। হঠাৎ একদিন বিদেশিদের প্রদর্শিত চলচ্চিত্র দেখে তাঁর আগ্রহ জন্মে এর নির্মাণ ও প্রদর্শনের প্রতি। বিলেত থেকে ক্যামেরা আর প্রজেক্টর আনিয়ে শুরু করে দেন নানা দৃশ্য ধারণ ও প্রদর্শন। এরপর মঞ্চনাটকের দৃশ্য ধারণ করে প্রদর্শন শুরু করেন। থিয়েটারে অভিনীত ‘আলীবাবা ও চল্লিশ চোর’ পুরোটা ধারণ করে নির্মাণ করেন তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
হীরালাল সেনই পৃথিবীর ইতিহাসে প্রথম চলচ্চিত্রকার, যিনি সিনেমাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের কথা ভেবেছিলেন। তাঁর নির্মিত তথ্যচিত্র ‘অ্যান্টি-পার্টিশন ডেমনস্ট্রেশন অ্যান্ড স্বদেশি মুভমেন্ট অ্যাট দ্য টাউন হল, ক্যালকাটা অন ২২ সেপ্টেম্বর ১৯০৫’কে প্রথম রাজনৈতিক চলচ্চিত্র হিসেবে গণ্য করা হয়।
ক্যানসারে আক্রান্ত হয়ে ১৯১৭ সালের ২৬ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর কিছুদিন আগে এক অগ্নিদুর্ঘটনায় তাঁর সব নির্মাণ পুড়ে ছাই হয়ে যায়।
হীরালাল সেনকে ভারতবর্ষের প্রথম চলচ্চিত্র নির্মাতাদের একজন মনে করা হয়। তাঁর জন্ম ১৮৬৬ সালে, মানিকগঞ্জ জেলার বগজুরি গ্রামে। সে হিসাবে তাঁকে প্রথম বাঙালি চলচ্চিত্র নির্মাতা বললেও ভুল হবে না। আবার তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যেও প্রথম চলচ্চিত্র নির্মাতা। কিন্তু এই গুণী মানুষটি সেভাবে আলোচনায় নেই। তিনি আমাদের সাহিত্য-সংস্কৃতির জগৎ থেকে বিস্মৃত একটি নাম।
হীরালাল শুধু প্রথম চলচ্চিত্র নির্মাতা নন, একই সঙ্গে প্রথম চলচ্চিত্রশিক্ষার্থী, শিক্ষক, গবেষক, উদ্ভাবক, প্রযোজক, প্রদর্শক ও আমদানিকারক। নির্মাণ করেছেন বিজ্ঞাপন, প্রামাণ্যচিত্র ও রাজনৈতিক চলচ্চিত্র। তিনি ভারতীয় উপমহাদেশের প্রথম চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে জনগণকে সচেতন ও আধুনিকমনস্ক করে তোলার উদ্যোগ নেন। ব্রিটিশ আমলে ভারতবর্ষের শহর ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে অভিজাত, মধ্যবিত্ত ও প্রান্তিক জনসাধারণের মধ্যে চলচ্চিত্র দেখিয়ে আধুনিকতা, দেশাত্মবোধ ও রাজনৈতিক চেতনা সৃষ্টি করেন।
নিজ গ্রামের স্কুল থেকে তিনি নিম্নমাধ্যমিক পরীক্ষায় পাস করেন। এরপর ঢাকার কলেজিয়েট স্কুলে ভর্তি হন। পরে কলকাতায় গিয়ে কলেজে ভর্তি হন। কলেজে পড়াকালে ফটোগ্রাফি ও চলচ্চিত্রের প্রতি আকৃষ্ট হলে প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় সমাপ্তি টানেন। এরপর ভারতবর্ষের শ্রেষ্ঠ ফটোগ্রাফার হিসেবে স্বর্ণপদক অর্জন করেন। হঠাৎ একদিন বিদেশিদের প্রদর্শিত চলচ্চিত্র দেখে তাঁর আগ্রহ জন্মে এর নির্মাণ ও প্রদর্শনের প্রতি। বিলেত থেকে ক্যামেরা আর প্রজেক্টর আনিয়ে শুরু করে দেন নানা দৃশ্য ধারণ ও প্রদর্শন। এরপর মঞ্চনাটকের দৃশ্য ধারণ করে প্রদর্শন শুরু করেন। থিয়েটারে অভিনীত ‘আলীবাবা ও চল্লিশ চোর’ পুরোটা ধারণ করে নির্মাণ করেন তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
হীরালাল সেনই পৃথিবীর ইতিহাসে প্রথম চলচ্চিত্রকার, যিনি সিনেমাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের কথা ভেবেছিলেন। তাঁর নির্মিত তথ্যচিত্র ‘অ্যান্টি-পার্টিশন ডেমনস্ট্রেশন অ্যান্ড স্বদেশি মুভমেন্ট অ্যাট দ্য টাউন হল, ক্যালকাটা অন ২২ সেপ্টেম্বর ১৯০৫’কে প্রথম রাজনৈতিক চলচ্চিত্র হিসেবে গণ্য করা হয়।
ক্যানসারে আক্রান্ত হয়ে ১৯১৭ সালের ২৬ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর কিছুদিন আগে এক অগ্নিদুর্ঘটনায় তাঁর সব নির্মাণ পুড়ে ছাই হয়ে যায়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে