শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে এমসি বাজারসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেই পদচারী-সেতু। জনসাধারণ পারাপারে নেই জেব্রা ক্রসিংও। ফলে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন ২০ গ্রামের কয়েক হাজার মানুষ। এতে দুর্ঘটনায় অনেকেই হারাচ্ছেন প্রাণ, অনেকেই শিকার হচ্ছেন পঙ্গুত্বের। গুরুত্বপূর্ণ এ জায়গায় অবিলম্বে পদচারী-সেতু নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের।
জানা যায়, এমসি বাজার বাসস্ট্যান্ড শ্রীপুরের অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ স্ট্যান্ড। এ এলাকার ঢাকা-মহাসড়কের রাস্তার দুই পাশে রয়েছে সরকারি-বেসরকারি মিলিয়ে অন্তত ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, অসংখ্য মসজিদ-মাদ্রাসা, পোশাক কারখানা, শপিং মল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অসংখ্য দোকান।
পদচারী-সেতু ও জেব্রা ক্রসিং না থাকায় এমসি বাজার এলাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ২০১৭ সালে উপজেলার মুলাইদ এলাকার আলমগীর হোসেন রাস্তা পারাপার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। ২০১৮ সালে বীর মুক্তিযোদ্ধা এ বি সিদ্দিক মৃধার স্ত্রী বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হন।
একই বছর হাজি ছোট কলিম উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক বিল্লাল হোসেন এসএসসি পরীক্ষার দায়িত্ব পালন শেষে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মারাত্মক আহত হন। ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তার রাস্তা পারাপারের সময় উল্টো দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় মারাত্মক আহত হয়ে পঙ্গুত্বের শিকার হয়েছে।
এসএসসি পরীক্ষার্থী জিয়ান পরীক্ষা শেষে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আসা পিকআপ ভ্যানের ধাক্কায় ডান হাত ভেঙে যায়। শিমুল নামের নবম শ্রেণির শিক্ষার্থী রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়। মাওনা এলাকার হুমায়ুন কবির, খালেদ খান মারাত্মক আহত হয়ে পঙ্গুত্বের শিকার হয়েছেন। ওই সড়ক দুর্ঘটনায় নিহত হয় হাজি ছোট কলিম উচ্চবিদ্যালয়ের তিন শিক্ষার্থী। সম্প্রতি তিন ব্যবসায়ী পিকআপের চাপায় নিহত হয়েছেন।
হাজি ছোট কলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজল বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার বাসস্ট্যান্ড একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই বাসস্ট্যান্ডের ২০০ গজ পশ্চিমে হাজি ছোট কলিম উচ্চবিদ্যালয়। এটি পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার কেন্দ্র। প্রতিবছর পরীক্ষার সময় এখানে প্রায় ৫-৬ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
গাজীপুর সড়ক জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন বলেন, ‘গুরুত্ব বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে এমসি বাজার এলাকায় পদচারী সেতু নির্মাণের ব্যবস্থা করা হবে।’
গাজীপুরের শ্রীপুরে এমসি বাজারসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেই পদচারী-সেতু। জনসাধারণ পারাপারে নেই জেব্রা ক্রসিংও। ফলে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন ২০ গ্রামের কয়েক হাজার মানুষ। এতে দুর্ঘটনায় অনেকেই হারাচ্ছেন প্রাণ, অনেকেই শিকার হচ্ছেন পঙ্গুত্বের। গুরুত্বপূর্ণ এ জায়গায় অবিলম্বে পদচারী-সেতু নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের।
জানা যায়, এমসি বাজার বাসস্ট্যান্ড শ্রীপুরের অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ স্ট্যান্ড। এ এলাকার ঢাকা-মহাসড়কের রাস্তার দুই পাশে রয়েছে সরকারি-বেসরকারি মিলিয়ে অন্তত ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, অসংখ্য মসজিদ-মাদ্রাসা, পোশাক কারখানা, শপিং মল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অসংখ্য দোকান।
পদচারী-সেতু ও জেব্রা ক্রসিং না থাকায় এমসি বাজার এলাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ২০১৭ সালে উপজেলার মুলাইদ এলাকার আলমগীর হোসেন রাস্তা পারাপার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। ২০১৮ সালে বীর মুক্তিযোদ্ধা এ বি সিদ্দিক মৃধার স্ত্রী বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হন।
একই বছর হাজি ছোট কলিম উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক বিল্লাল হোসেন এসএসসি পরীক্ষার দায়িত্ব পালন শেষে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মারাত্মক আহত হন। ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তার রাস্তা পারাপারের সময় উল্টো দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় মারাত্মক আহত হয়ে পঙ্গুত্বের শিকার হয়েছে।
এসএসসি পরীক্ষার্থী জিয়ান পরীক্ষা শেষে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আসা পিকআপ ভ্যানের ধাক্কায় ডান হাত ভেঙে যায়। শিমুল নামের নবম শ্রেণির শিক্ষার্থী রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়। মাওনা এলাকার হুমায়ুন কবির, খালেদ খান মারাত্মক আহত হয়ে পঙ্গুত্বের শিকার হয়েছেন। ওই সড়ক দুর্ঘটনায় নিহত হয় হাজি ছোট কলিম উচ্চবিদ্যালয়ের তিন শিক্ষার্থী। সম্প্রতি তিন ব্যবসায়ী পিকআপের চাপায় নিহত হয়েছেন।
হাজি ছোট কলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজল বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার বাসস্ট্যান্ড একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই বাসস্ট্যান্ডের ২০০ গজ পশ্চিমে হাজি ছোট কলিম উচ্চবিদ্যালয়। এটি পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার কেন্দ্র। প্রতিবছর পরীক্ষার সময় এখানে প্রায় ৫-৬ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
গাজীপুর সড়ক জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন বলেন, ‘গুরুত্ব বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে এমসি বাজার এলাকায় পদচারী সেতু নির্মাণের ব্যবস্থা করা হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে