মো. আ. রহিম রেজা, ঝালকাঠি
ঝালকাঠি সদর উপজেলার ৩৬টি গ্রামে সবজি চাষে বিপ্লব ঘটিয়েছেন নারীরা। নারীদের এই উদ্যোগকে সফলতা দিতে তাঁদের সাহায্যে এগিয়ে এসেছেন পুরুষেরাও।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার অন্তত পাঁচ হাজার পরিবার এখন সবজি চাষ করে তাদের জীবিকা নির্বাহ করছে বলে জানিয়েছে। এর মধ্যে উত্তরের বিনয়কাঠি, নবগ্রাম, কীর্ত্তিপাশা ও গাভারামচন্দ্রপুর এই ৪টি ইউনিয়নে সবজি চাষে ১৫টি গ্রাম বিশেষ অবস্থানে রয়েছে। এই চার ইউনিয়নে ১২ মাসই সবজির চাষ হচ্ছে। শুধু নারীরাই এখানে মাঠে চাষবাস করে থাকেন। এই নারীদের সবজি চাষে উৎসাহ দেওয়ার জন্য কৃষি বিভাগ সব সময়ই কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে।
উপজেলার বিভিন্ন গ্রামে সরেজমিনে দেখা যায়, সবজিখেতগুলো ফুলকপি, বাঁধাকপি, মুলা, লাউ, আলু, শিম, বরবটি, ক্ষীরা, মিষ্টিকুমড়া, টমেটো, শালগম, লালশাক, পালংশাকসহ শীতের নানা সবজিতে ভরপুর।
সদর উপজেলায় দুটি নিরাপদ সবজি গ্রামও রয়েছে। বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা ও বহরমপুর নামের এই দুই গ্রামে চাষ হচ্ছে কীটনাশকমুক্ত সবজির। এখানে সবজি চাষে ব্যবহার হচ্ছে জৈব সারের।
কৃষি বিভাগ জানায়, সদর উপজেলায় রবি মৌসুমে ৩ হাজার ১০০ হেক্টর জমিতে এবং গ্রীষ্ম মৌসুমে এক হাজার ২০০ হেক্টর জমিতে সবজির চাষ হয়ে থাকে। রবি মৌসুমে উৎপাদন হয় ৪৩ হাজার ৪০০ মেট্রিক টন এবং গ্রীষ্ম মৌসুমে উৎপাদন হয় ১৩ হাজার ২০০ মেট্রিক টন।
কৃষি বিভাগের তথ্যমতে, সদর উপজেলার ৩৬ গ্রামে উৎপাদিত সবজি দিয়ে ঝালকাঠি জেলার চাহিদা মিটিয়ে বরিশালসহ আরও কয়েকটি জেলার চাহিদা মেটানো সম্ভব। নারীদের এই বিপ্লব ঘটানো সবজি চাষের ফলেই মূলত সবজি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ঝালকাঠি জেলা।
কীর্ত্তিপাশা ইউনিয়নের ডুমরিয়া গ্রামের কিষানি রীতা রানী মণ্ডল বলেন, ‘আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে কাজ করে সবজি ফলাই। ঘরের পুরুষেরা এগুলো বাজারে নিয়ে বিক্রি করে। আমাদের এখানকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা পূরণ করে জেলার বাইরেও রপ্তানি করা হয়।’
ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিফাত সিকদার বলেন, ‘সদর উপজেলার যেসব গ্রামে সবজি চাষ হয়, সেখানে আমরা কারিগরি সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছি।
ঝালকাঠি সদর উপজেলার ৩৬টি গ্রামে সবজি চাষে বিপ্লব ঘটিয়েছেন নারীরা। নারীদের এই উদ্যোগকে সফলতা দিতে তাঁদের সাহায্যে এগিয়ে এসেছেন পুরুষেরাও।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার অন্তত পাঁচ হাজার পরিবার এখন সবজি চাষ করে তাদের জীবিকা নির্বাহ করছে বলে জানিয়েছে। এর মধ্যে উত্তরের বিনয়কাঠি, নবগ্রাম, কীর্ত্তিপাশা ও গাভারামচন্দ্রপুর এই ৪টি ইউনিয়নে সবজি চাষে ১৫টি গ্রাম বিশেষ অবস্থানে রয়েছে। এই চার ইউনিয়নে ১২ মাসই সবজির চাষ হচ্ছে। শুধু নারীরাই এখানে মাঠে চাষবাস করে থাকেন। এই নারীদের সবজি চাষে উৎসাহ দেওয়ার জন্য কৃষি বিভাগ সব সময়ই কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে।
উপজেলার বিভিন্ন গ্রামে সরেজমিনে দেখা যায়, সবজিখেতগুলো ফুলকপি, বাঁধাকপি, মুলা, লাউ, আলু, শিম, বরবটি, ক্ষীরা, মিষ্টিকুমড়া, টমেটো, শালগম, লালশাক, পালংশাকসহ শীতের নানা সবজিতে ভরপুর।
সদর উপজেলায় দুটি নিরাপদ সবজি গ্রামও রয়েছে। বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা ও বহরমপুর নামের এই দুই গ্রামে চাষ হচ্ছে কীটনাশকমুক্ত সবজির। এখানে সবজি চাষে ব্যবহার হচ্ছে জৈব সারের।
কৃষি বিভাগ জানায়, সদর উপজেলায় রবি মৌসুমে ৩ হাজার ১০০ হেক্টর জমিতে এবং গ্রীষ্ম মৌসুমে এক হাজার ২০০ হেক্টর জমিতে সবজির চাষ হয়ে থাকে। রবি মৌসুমে উৎপাদন হয় ৪৩ হাজার ৪০০ মেট্রিক টন এবং গ্রীষ্ম মৌসুমে উৎপাদন হয় ১৩ হাজার ২০০ মেট্রিক টন।
কৃষি বিভাগের তথ্যমতে, সদর উপজেলার ৩৬ গ্রামে উৎপাদিত সবজি দিয়ে ঝালকাঠি জেলার চাহিদা মিটিয়ে বরিশালসহ আরও কয়েকটি জেলার চাহিদা মেটানো সম্ভব। নারীদের এই বিপ্লব ঘটানো সবজি চাষের ফলেই মূলত সবজি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ঝালকাঠি জেলা।
কীর্ত্তিপাশা ইউনিয়নের ডুমরিয়া গ্রামের কিষানি রীতা রানী মণ্ডল বলেন, ‘আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে কাজ করে সবজি ফলাই। ঘরের পুরুষেরা এগুলো বাজারে নিয়ে বিক্রি করে। আমাদের এখানকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা পূরণ করে জেলার বাইরেও রপ্তানি করা হয়।’
ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিফাত সিকদার বলেন, ‘সদর উপজেলার যেসব গ্রামে সবজি চাষ হয়, সেখানে আমরা কারিগরি সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে