নরসিংদী প্রতিনিধি
নরসিংদী শহরে তুচ্ছ ঘটনার জেরে মন্টি দত্ত (৩৪) নামের এক যুবককে ৪ দফা পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ফকরুল ইসলাম হৃদয়ের (৩৫) বিরুদ্ধে। গত রোববার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত দেড় ঘণ্টা সময়ের মধ্যে শহরের বাজির মোড় ও পাতিলবাড়ি রোডে তাঁকে এই মারধর করা হয়। পরে রাত ৮টার দিকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মন্টি দত্ত নরসিংদী শহরের উত্তর কান্দাপাড়ার পাতিলবাড়ি রোডের বাসিন্দা। একসময় ফ্লেক্সিলোডের ব্যবসা করলেও সম্প্রতি তিনি বেকার জীবন যাপন করছিলেন। স্ত্রী তৃণা দত্ত ও ১০ বছরের মেয়ে শ্রেয়া দত্তকে নিয়ে ছিল তাঁর সংসার। সংসার চলত স্ত্রীর উপার্জনের টাকায়।
মন্টির পরিবারের সদস্য ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার সকালে তুচ্ছ বিষয় নিয়ে শাকিল নামের এক যুবকের সঙ্গে মন্টির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল তাঁকে কয়েকটি চড় মারেন। এরপর তিনি বাজিরমোড় এলাকার পাট্টা (বাংলা মদ বিক্রয় কেন্দ্র) থেকে দিনভর কয়েক দফা মদ খান। পরে সন্ধ্যা ৬টার দিকে পার্শ্ববর্তী একটি স্ট্রিট ফুডের দোকান থেকে কাবাব খাওয়ার সময় এ বিষয় নিয়েই ফকরুল নামের ওই বন্ধুর সঙ্গে তাঁর তর্কাতর্কি শুরু হয়। এ সময় দুজনই মাদকাসক্ত ছিলেন। তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতিতে রূপ নিলে ফকরুল মন্টির পরনের শার্ট টেনে ছিঁড়ে ফেলেন। এতে মন্টি প্রচণ্ড উত্তেজিত হয়ে ফকরুলকে গালাগাল শুরু করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও উপস্থিত লোকজন সেখান থেকে দুজনকে দুই দিকে সরিয়ে দিলে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই ফকরুলকে মারার হুমকি দিতে দিতে মন্টি আবার ওই পাট্টার ভেতরে যান। এর পরপরই ফকরুল তাঁর এক সহযোগীকে নিয়ে মন্টিকে মারধর করেন। এরপরে তাঁকে তিন দফা পেটান ফকরুল ও তাঁর সহযোগীরা।
নিহতের স্ত্রী তৃণা দত্ত বলেন, ‘রাত পৌনে ৮টার দিকে খবর পেয়ে আমরা মধ্য কান্দাপাড়া এলাকার অনুকূল ঠাকুরের মন্দিরসংলগ্ন স্থান থেকে আমার স্বামীকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই মাদকাসক্তিই আমাদের পরিবারটাকে একেবারে শেষ করে দিয়েছে।’
নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, ‘নিহত যুবকের পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া নামের তালিকা ধরে গত রোববার রাতভর আমরা অভিযান চালিয়েছি। আশা করছি, খুব দ্রুতই তাঁরা আইনের আওতায় আসবেন। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।’
নরসিংদী শহরে তুচ্ছ ঘটনার জেরে মন্টি দত্ত (৩৪) নামের এক যুবককে ৪ দফা পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ফকরুল ইসলাম হৃদয়ের (৩৫) বিরুদ্ধে। গত রোববার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত দেড় ঘণ্টা সময়ের মধ্যে শহরের বাজির মোড় ও পাতিলবাড়ি রোডে তাঁকে এই মারধর করা হয়। পরে রাত ৮টার দিকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মন্টি দত্ত নরসিংদী শহরের উত্তর কান্দাপাড়ার পাতিলবাড়ি রোডের বাসিন্দা। একসময় ফ্লেক্সিলোডের ব্যবসা করলেও সম্প্রতি তিনি বেকার জীবন যাপন করছিলেন। স্ত্রী তৃণা দত্ত ও ১০ বছরের মেয়ে শ্রেয়া দত্তকে নিয়ে ছিল তাঁর সংসার। সংসার চলত স্ত্রীর উপার্জনের টাকায়।
মন্টির পরিবারের সদস্য ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার সকালে তুচ্ছ বিষয় নিয়ে শাকিল নামের এক যুবকের সঙ্গে মন্টির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল তাঁকে কয়েকটি চড় মারেন। এরপর তিনি বাজিরমোড় এলাকার পাট্টা (বাংলা মদ বিক্রয় কেন্দ্র) থেকে দিনভর কয়েক দফা মদ খান। পরে সন্ধ্যা ৬টার দিকে পার্শ্ববর্তী একটি স্ট্রিট ফুডের দোকান থেকে কাবাব খাওয়ার সময় এ বিষয় নিয়েই ফকরুল নামের ওই বন্ধুর সঙ্গে তাঁর তর্কাতর্কি শুরু হয়। এ সময় দুজনই মাদকাসক্ত ছিলেন। তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতিতে রূপ নিলে ফকরুল মন্টির পরনের শার্ট টেনে ছিঁড়ে ফেলেন। এতে মন্টি প্রচণ্ড উত্তেজিত হয়ে ফকরুলকে গালাগাল শুরু করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও উপস্থিত লোকজন সেখান থেকে দুজনকে দুই দিকে সরিয়ে দিলে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই ফকরুলকে মারার হুমকি দিতে দিতে মন্টি আবার ওই পাট্টার ভেতরে যান। এর পরপরই ফকরুল তাঁর এক সহযোগীকে নিয়ে মন্টিকে মারধর করেন। এরপরে তাঁকে তিন দফা পেটান ফকরুল ও তাঁর সহযোগীরা।
নিহতের স্ত্রী তৃণা দত্ত বলেন, ‘রাত পৌনে ৮টার দিকে খবর পেয়ে আমরা মধ্য কান্দাপাড়া এলাকার অনুকূল ঠাকুরের মন্দিরসংলগ্ন স্থান থেকে আমার স্বামীকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই মাদকাসক্তিই আমাদের পরিবারটাকে একেবারে শেষ করে দিয়েছে।’
নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, ‘নিহত যুবকের পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া নামের তালিকা ধরে গত রোববার রাতভর আমরা অভিযান চালিয়েছি। আশা করছি, খুব দ্রুতই তাঁরা আইনের আওতায় আসবেন। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে