সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
ঈদযাত্রায় প্রতিবছরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশ পার হতে দীর্ঘ সময় যানজটে ভুগতে হয় যাত্রীদের। এ বিষয়ে প্রতিবছর নানা উদ্যোগে নিয়েও প্রতিকার পাওয়া যায় না। তবে দুর্ভোগ লাঘবে এবার নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। মহাসড়কের সীতাকুণ্ড অংশে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও বেশ কয়েকটি কনটেইনার ডিপোর দাঁড়িয়ে থাকা গাড়ি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মহাসড়কের পাশে গাড়ি দাঁড় না করানোরও নির্দেশ দেওয়া হয়। গত রোববার বিকেলে চট্টগ্রাম পুলিশ সুপার এস এম রাশিদুল হকের কার্যালয়ে এj বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে ঈদের এক সপ্তাহ আগে ও পরে মহাসড়ক থেকে এসব শিল্পপ্রতিষ্ঠানের গাড়ি সরিয়ে নেওয়ার পাশাপাশি দাঁড় না করাতে নির্দেশ দেওয়া হয়। উপস্থিত প্রতিনিধিরা বিষয়টি মেনে নেওয়ার পাশাপাশি ঈদযাত্রা নির্বিঘ্নে তাঁরা সর্বোচ্চ তদারকির প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকে কারখানার প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা শেষে ঈদযাত্রায় মহাসড়ক যানজট মুক্ত রাখতে এমন নির্দেশ দেন পুলিশ সুপার এস এম রাশিদুল হক। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএম কনটেইনার ডিপো, কেডিএস লজিস্টিকস, পোর্ট লিং কনটেইনার ডিপো, জিপিএস ইস্পাত, আবুল খায়ের গ্রুপ, বিএসআরএম, কেএসআরএম ও বড় দারোগারহাট ওজন স্কেলের প্রতিনিধিসহ বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ ছাড়া উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, বারআউলিয়া হাইওয়ে থানার ওসি কাজি নাজমুল হক ও কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবদুল্ল্যাহ।
ওসি আবুল কালাম আজাদ জানান, ঈদযাত্রায় মহাসড়ক যানজট মুক্ত রাখতে বৈঠকে উপস্থিত কারখানা প্রতিনিধিদের মহাসড়কে গাড়ি দাঁড় না করানোর নির্দেশ প্রদান করা হয়। পাশাপাশি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিল্প-কারখানা ও কনটেইনার ডিপোর গাড়িগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ঈদের আগে ও পরের ঈদযাত্রা নির্বিঘ্নে উপস্থিত কারখানা প্রতিনিধিরা মহাসড়কের ওপর থাকা গাড়িগুলো সরিয়ে নেওয়ার পাশাপাশি দাঁড় না করানোর প্রতিশ্রুতি দেন।
এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের যানজট নিরসনে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কারখানা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের ২৪ ঘণ্টা না পেরোতেই গতকাল সোমবার সকালে মহাসড়কে সীতাকুণ্ড অংশে দূরপাল্লার শত শত গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তিন ঘণ্টার অধিক সময় স্থায়ী এ যানজট মহাসড়কের শেখপাড়া এলাকা থেকে শুরু হয়ে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। আর যানজটের কবলে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে দূর-দূরান্তর হাজারো যাত্রীকে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবদুল্ল্যাহ জানান, গতকাল সোমবার সকালে মহাসড়কের পৌর সদরের শেখপাড়া এলাকায় চট্টগ্রামমুখী সড়কে বেপরোয়া গতিতে আসা একটি মালবাহী কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। যার ফলে সকাল থেকে চট্টগ্রামমুখী সড়কে যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে নিলে ধীরে ধীরে যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের বৈঠকের পরেও গতকাল সকালে মহাসড়কের এই অংশে যানজটের সৃষ্টি হওয়ায় এখনো শঙ্কা কাটেনি যাত্রী ও সাধারণ মানুষের। তাঁরা জানান, চট্টগ্রামের লাইফলাইন খ্যাত মহাসড়কের এ অংশে সড়কের পাশ দখল করে রাখা অধিকাংশ শিল্পপ্রতিষ্ঠানের গাড়ি ও তিনটি কনটেইনার ডিপোর মালবাহী ট্রাক, লরির মহাসড়ক দখল করে এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকার কারণে দূরপাল্লার গাড়ির গতি কমে যাওয়ার প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়ক থেকে কনটেইনার ডিপো ও শিল্পপ্রতিষ্ঠান দাঁড়িয়ে থাকা এসব গাড়ি সরিয়ে নিতে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা বাস্তবায়িত না হলে আসন্ন ঈদযাত্রায় মহাসড়কে সীতাকুণ্ড অংশে তীব্র যানজটের সৃষ্টি হবে বলে শঙ্কা প্রকাশ করেন তাঁরা।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি কাজি নাজমুল হক জানান, মহাসড়কের সীতাকুণ্ড অংশে যানজট নিরসনে আজ মঙ্গলবার থেকে হাইওয়ে পুলিশের উদ্যোগে মাইকিংয়ের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি মহাসড়কের রয়েলগেট এলাকায় অস্থায়ী ক্যাম্প ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। সেখানে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যানজট নিরসনে ২৪ ঘণ্টা দুটি মোবাইল টিম নিয়োজিত থাকবে। এ ছাড়া ১২ ঘণ্টা নিয়োজিত থাকবে মোটরসাইকেল টিম। নির্বিঘ্নে ঈদযাত্রা নিশ্চিতে আজ থেকে শুরু হওয়া হাইওয়ে পুলিশের কর্মকাণ্ড ঈদের পর সাত দিন পর্যন্ত চলবে।
উল্লেখ্য, গত শুক্রবার ‘ঈদযাত্রায় ভোগান্তি আনতে পারে দাঁড়িয়ে থাকা লরি’ শিরোনামে একটি প্রতিবেদন আজকের পত্রিকায় প্রকাশিত হয়। এতে তিনটি কনটেইনার ডিপো ও শিল্পপ্রতিষ্ঠানের গাড়িসহ মহাসড়কের আটটি স্থানে যানজট সৃষ্টির আশঙ্কা তুলে ধরা হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে তারা গত রোববার বিকেলে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক করেন। আসন্ন ঈদযাত্রায় ঘরমুখী মানুষের ভোগান্তি কমাতে মহাসড়ক থেকে শিল্পপ্রতিষ্ঠান ও কনটেইনার ডিপোর গাড়ি দাঁড় না করাতে এবং দাঁড়িয়ে থাকা গাড়ি সরিয়ে নিতে নির্দেশ প্রদান করা হয়েছে।
ঈদযাত্রায় প্রতিবছরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশ পার হতে দীর্ঘ সময় যানজটে ভুগতে হয় যাত্রীদের। এ বিষয়ে প্রতিবছর নানা উদ্যোগে নিয়েও প্রতিকার পাওয়া যায় না। তবে দুর্ভোগ লাঘবে এবার নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। মহাসড়কের সীতাকুণ্ড অংশে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও বেশ কয়েকটি কনটেইনার ডিপোর দাঁড়িয়ে থাকা গাড়ি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মহাসড়কের পাশে গাড়ি দাঁড় না করানোরও নির্দেশ দেওয়া হয়। গত রোববার বিকেলে চট্টগ্রাম পুলিশ সুপার এস এম রাশিদুল হকের কার্যালয়ে এj বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে ঈদের এক সপ্তাহ আগে ও পরে মহাসড়ক থেকে এসব শিল্পপ্রতিষ্ঠানের গাড়ি সরিয়ে নেওয়ার পাশাপাশি দাঁড় না করাতে নির্দেশ দেওয়া হয়। উপস্থিত প্রতিনিধিরা বিষয়টি মেনে নেওয়ার পাশাপাশি ঈদযাত্রা নির্বিঘ্নে তাঁরা সর্বোচ্চ তদারকির প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকে কারখানার প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা শেষে ঈদযাত্রায় মহাসড়ক যানজট মুক্ত রাখতে এমন নির্দেশ দেন পুলিশ সুপার এস এম রাশিদুল হক। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএম কনটেইনার ডিপো, কেডিএস লজিস্টিকস, পোর্ট লিং কনটেইনার ডিপো, জিপিএস ইস্পাত, আবুল খায়ের গ্রুপ, বিএসআরএম, কেএসআরএম ও বড় দারোগারহাট ওজন স্কেলের প্রতিনিধিসহ বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ ছাড়া উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, বারআউলিয়া হাইওয়ে থানার ওসি কাজি নাজমুল হক ও কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবদুল্ল্যাহ।
ওসি আবুল কালাম আজাদ জানান, ঈদযাত্রায় মহাসড়ক যানজট মুক্ত রাখতে বৈঠকে উপস্থিত কারখানা প্রতিনিধিদের মহাসড়কে গাড়ি দাঁড় না করানোর নির্দেশ প্রদান করা হয়। পাশাপাশি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিল্প-কারখানা ও কনটেইনার ডিপোর গাড়িগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ঈদের আগে ও পরের ঈদযাত্রা নির্বিঘ্নে উপস্থিত কারখানা প্রতিনিধিরা মহাসড়কের ওপর থাকা গাড়িগুলো সরিয়ে নেওয়ার পাশাপাশি দাঁড় না করানোর প্রতিশ্রুতি দেন।
এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের যানজট নিরসনে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কারখানা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের ২৪ ঘণ্টা না পেরোতেই গতকাল সোমবার সকালে মহাসড়কে সীতাকুণ্ড অংশে দূরপাল্লার শত শত গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তিন ঘণ্টার অধিক সময় স্থায়ী এ যানজট মহাসড়কের শেখপাড়া এলাকা থেকে শুরু হয়ে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। আর যানজটের কবলে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে দূর-দূরান্তর হাজারো যাত্রীকে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবদুল্ল্যাহ জানান, গতকাল সোমবার সকালে মহাসড়কের পৌর সদরের শেখপাড়া এলাকায় চট্টগ্রামমুখী সড়কে বেপরোয়া গতিতে আসা একটি মালবাহী কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। যার ফলে সকাল থেকে চট্টগ্রামমুখী সড়কে যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে নিলে ধীরে ধীরে যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের বৈঠকের পরেও গতকাল সকালে মহাসড়কের এই অংশে যানজটের সৃষ্টি হওয়ায় এখনো শঙ্কা কাটেনি যাত্রী ও সাধারণ মানুষের। তাঁরা জানান, চট্টগ্রামের লাইফলাইন খ্যাত মহাসড়কের এ অংশে সড়কের পাশ দখল করে রাখা অধিকাংশ শিল্পপ্রতিষ্ঠানের গাড়ি ও তিনটি কনটেইনার ডিপোর মালবাহী ট্রাক, লরির মহাসড়ক দখল করে এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকার কারণে দূরপাল্লার গাড়ির গতি কমে যাওয়ার প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়ক থেকে কনটেইনার ডিপো ও শিল্পপ্রতিষ্ঠান দাঁড়িয়ে থাকা এসব গাড়ি সরিয়ে নিতে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা বাস্তবায়িত না হলে আসন্ন ঈদযাত্রায় মহাসড়কে সীতাকুণ্ড অংশে তীব্র যানজটের সৃষ্টি হবে বলে শঙ্কা প্রকাশ করেন তাঁরা।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি কাজি নাজমুল হক জানান, মহাসড়কের সীতাকুণ্ড অংশে যানজট নিরসনে আজ মঙ্গলবার থেকে হাইওয়ে পুলিশের উদ্যোগে মাইকিংয়ের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি মহাসড়কের রয়েলগেট এলাকায় অস্থায়ী ক্যাম্প ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। সেখানে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যানজট নিরসনে ২৪ ঘণ্টা দুটি মোবাইল টিম নিয়োজিত থাকবে। এ ছাড়া ১২ ঘণ্টা নিয়োজিত থাকবে মোটরসাইকেল টিম। নির্বিঘ্নে ঈদযাত্রা নিশ্চিতে আজ থেকে শুরু হওয়া হাইওয়ে পুলিশের কর্মকাণ্ড ঈদের পর সাত দিন পর্যন্ত চলবে।
উল্লেখ্য, গত শুক্রবার ‘ঈদযাত্রায় ভোগান্তি আনতে পারে দাঁড়িয়ে থাকা লরি’ শিরোনামে একটি প্রতিবেদন আজকের পত্রিকায় প্রকাশিত হয়। এতে তিনটি কনটেইনার ডিপো ও শিল্পপ্রতিষ্ঠানের গাড়িসহ মহাসড়কের আটটি স্থানে যানজট সৃষ্টির আশঙ্কা তুলে ধরা হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে তারা গত রোববার বিকেলে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক করেন। আসন্ন ঈদযাত্রায় ঘরমুখী মানুষের ভোগান্তি কমাতে মহাসড়ক থেকে শিল্পপ্রতিষ্ঠান ও কনটেইনার ডিপোর গাড়ি দাঁড় না করাতে এবং দাঁড়িয়ে থাকা গাড়ি সরিয়ে নিতে নির্দেশ প্রদান করা হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে