এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২১, ০৫: ৫৯
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭: ৪৪

গোপালগঞ্জে ‘২১ বুকে ২২ পিঠে তা হবে না! তা হবে না!’ এই প্রতিপাদ্য সামনে রেখে দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে উচ্চমাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থীরা।

গতকাল বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ প্রেসক্লাব ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।

গতকাল সকাল ১০টায় মানববন্ধন শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে। মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের দাবিসমূহ তুলে ধরেন। তাদের চাওয়া দাবিগুলো হলো, পূর্ব ঘোষিত ৭০ শতাংশ সিলেবাস কমিয়ে ৪০ শতাংশ সিলেবাসের ঘোষণা দিয়ে পরীক্ষা নিতে এবং শুধুমাত্র গ্রুপ সাবজেক্টের পরীক্ষা ও সিলেবাস অনুযায়ী সময় নির্ধারণ করতে হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত