চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্যারাসিটামল জাতীয় ওষুধের সংকট দেখা দিয়েছে। বহির্বিভাগে চিকিৎসা নিতে এসে মিলছে না এ জাতীয় ওষুধ। অথচ জেলাজুড়ে বাড়ছে জ্বর-সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা। জ্বর-সর্দি-কাশির সাধারণ এ ওষুধ না থাকার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ নেই।
জানা গেছে, চুয়াডাঙ্গায় করোনাভাইরাস শনাক্তের হার কয়েক দিন ধরে বাড়ছে। পাশাপাশি বাড়ছে জ্বর ও সর্দিতে আক্রান্তের সংখ্যা। গতকাল মঙ্গলবার সদর হাসপাতালের শুধুমাত্র বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ৬৩০ জন নারী-পুরুষ ও শিশু। এর মধ্যে বেশির ভাগ রোগীই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। এদিকে চলতি মাসের শুরুতেই হাসপাতালের বহির্বিভাগে ফুরিয়ে গেছে প্যারাসিটামল জাতীয় ওষুধ। এ জাতীয় ওষুধের জন্য হাসপাতালে এলেও খালি হাতেই ফিরতে হচ্ছে অনেককে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৩২৬টি নমুনা পরীক্ষা করে ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা পৌর শহরের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, গত নভেম্বরে করোনার দ্বিতীয় ডোজ নিয়েছি। তবে গত এক সপ্তাহ ধরে সর্দিজ্বরে আক্রান্ত। সঙ্গে কাশি থাকায় গলার স্বরও অনেকটা ভেঙে গেছে। শুধু আমিই নই, পরিবারের আরও দুই সদস্যও পর্যায়ক্রমে জ্বর ও সর্দিতে আক্রান্ত হয়েছেন।
শুধুমাত্র আলমগীর হোসেন নয়, চুয়াডাঙ্গা শহরসহ এমন আরও অনেক পরিবার আছে, যাদের একাধিক সদস্য জ্বর-সর্দিতে আক্রান্ত। হাসপাতালের বহির্বিভাগ থেকে চিকিৎসা নিলেও কেউই ভর্তি হতে চাচ্ছেন না। তাদের ঘর এখন যেন এক রকম হাসপাতাল ও ফার্মেসিতে পরিণত হয়েছে। শুধু শহরাঞ্চলই নয় জেলার বিভিন্ন উপজেলা ও গ্রাম এলাকায় জ্বর-সর্দিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। হাসপাতালে গিয়ে অন্যান্য রোগীদের সঙ্গে সিরিয়ালে দাঁড়িয়ে করোনা পরীক্ষার নমুনা দেওয়াকে ঝুঁকি বলেও মনে করছেন তাঁরা। আবার অনেকে করোনা পরীক্ষার প্রয়োজনীয়তার গুরুত্ব আছে সেটাই মানতে নারাজ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) এ এস এম ফাতেহ আকরাম বলেন, ‘হাসপাতালের বহির্বিভাগে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। গত শনিবার বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ৫৯৫ জন। এক দিনের ব্যবধানে রোববার চিকিৎসা নেন ৭৯০ জন। গতকাল ৬৩০ জন চিকিৎসা নেন। শুধু বহির্বিভাগেই নয়, হাসপাতালের জরুরি বিভাগেও রোগীর চাপ বাড়ছে। এদের মধ্যে সর্দি-জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যায় বেশি। এঁদের মধ্যে যাঁরা নমুনা পরীক্ষা করাচ্ছেন, তাঁদের মধ্যে থেকে অনেকেরই করোনা শনাক্ত হচ্ছে। কিন্তু জটিলতা কম থাকায় তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছে না। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৯ জন চিকিৎসাধীন।’
হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ঠান্ডা-জ্বরের ওষুধ প্যারাসিটামল না দেওয়ার কারণ জানতে চাইলে আরএমও বলেন, ‘চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ঠান্ডা-জ্বরের ওষুধ প্যারাসিটামল সাপ্লাই থাকলেও তা শেষ হয়ে গেছে। তবে হাসপাতালের অন্তবিভাগে এখনো সরবরাহ রয়েছে।’
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার আওলিয়ার রহমান বলেন, বর্তমানে ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার অনেকটাই কম। বেশির ভাগ রোগীই ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়েও ঘরে বসেই চিকিৎসা নিচ্ছেন। ঘরে বসে চিকিৎসা নেওয়ার জন্য আলাদা গাইডলাইন তৈরি করা প্রয়োজন বলে জানান তিনি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্যারাসিটামল জাতীয় ওষুধের সংকট দেখা দিয়েছে। বহির্বিভাগে চিকিৎসা নিতে এসে মিলছে না এ জাতীয় ওষুধ। অথচ জেলাজুড়ে বাড়ছে জ্বর-সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা। জ্বর-সর্দি-কাশির সাধারণ এ ওষুধ না থাকার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ নেই।
জানা গেছে, চুয়াডাঙ্গায় করোনাভাইরাস শনাক্তের হার কয়েক দিন ধরে বাড়ছে। পাশাপাশি বাড়ছে জ্বর ও সর্দিতে আক্রান্তের সংখ্যা। গতকাল মঙ্গলবার সদর হাসপাতালের শুধুমাত্র বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ৬৩০ জন নারী-পুরুষ ও শিশু। এর মধ্যে বেশির ভাগ রোগীই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। এদিকে চলতি মাসের শুরুতেই হাসপাতালের বহির্বিভাগে ফুরিয়ে গেছে প্যারাসিটামল জাতীয় ওষুধ। এ জাতীয় ওষুধের জন্য হাসপাতালে এলেও খালি হাতেই ফিরতে হচ্ছে অনেককে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৩২৬টি নমুনা পরীক্ষা করে ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা পৌর শহরের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, গত নভেম্বরে করোনার দ্বিতীয় ডোজ নিয়েছি। তবে গত এক সপ্তাহ ধরে সর্দিজ্বরে আক্রান্ত। সঙ্গে কাশি থাকায় গলার স্বরও অনেকটা ভেঙে গেছে। শুধু আমিই নই, পরিবারের আরও দুই সদস্যও পর্যায়ক্রমে জ্বর ও সর্দিতে আক্রান্ত হয়েছেন।
শুধুমাত্র আলমগীর হোসেন নয়, চুয়াডাঙ্গা শহরসহ এমন আরও অনেক পরিবার আছে, যাদের একাধিক সদস্য জ্বর-সর্দিতে আক্রান্ত। হাসপাতালের বহির্বিভাগ থেকে চিকিৎসা নিলেও কেউই ভর্তি হতে চাচ্ছেন না। তাদের ঘর এখন যেন এক রকম হাসপাতাল ও ফার্মেসিতে পরিণত হয়েছে। শুধু শহরাঞ্চলই নয় জেলার বিভিন্ন উপজেলা ও গ্রাম এলাকায় জ্বর-সর্দিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। হাসপাতালে গিয়ে অন্যান্য রোগীদের সঙ্গে সিরিয়ালে দাঁড়িয়ে করোনা পরীক্ষার নমুনা দেওয়াকে ঝুঁকি বলেও মনে করছেন তাঁরা। আবার অনেকে করোনা পরীক্ষার প্রয়োজনীয়তার গুরুত্ব আছে সেটাই মানতে নারাজ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) এ এস এম ফাতেহ আকরাম বলেন, ‘হাসপাতালের বহির্বিভাগে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। গত শনিবার বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ৫৯৫ জন। এক দিনের ব্যবধানে রোববার চিকিৎসা নেন ৭৯০ জন। গতকাল ৬৩০ জন চিকিৎসা নেন। শুধু বহির্বিভাগেই নয়, হাসপাতালের জরুরি বিভাগেও রোগীর চাপ বাড়ছে। এদের মধ্যে সর্দি-জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যায় বেশি। এঁদের মধ্যে যাঁরা নমুনা পরীক্ষা করাচ্ছেন, তাঁদের মধ্যে থেকে অনেকেরই করোনা শনাক্ত হচ্ছে। কিন্তু জটিলতা কম থাকায় তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছে না। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৯ জন চিকিৎসাধীন।’
হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ঠান্ডা-জ্বরের ওষুধ প্যারাসিটামল না দেওয়ার কারণ জানতে চাইলে আরএমও বলেন, ‘চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ঠান্ডা-জ্বরের ওষুধ প্যারাসিটামল সাপ্লাই থাকলেও তা শেষ হয়ে গেছে। তবে হাসপাতালের অন্তবিভাগে এখনো সরবরাহ রয়েছে।’
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার আওলিয়ার রহমান বলেন, বর্তমানে ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার অনেকটাই কম। বেশির ভাগ রোগীই ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়েও ঘরে বসেই চিকিৎসা নিচ্ছেন। ঘরে বসে চিকিৎসা নেওয়ার জন্য আলাদা গাইডলাইন তৈরি করা প্রয়োজন বলে জানান তিনি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে