ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাইকপাড়া এলাকায় সুপেয় পানির জন্য সংরক্ষিত সরকারি পুকুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ চাষের অভিযোগ উঠেছে। সাবেক ইউপি সদস্য ও ওই পুকুর ব্যবস্থাপনা কমিটির সদস্য শেখ আ. জব্বারের বিরুদ্ধে এ অভিযোগ করেছে এলাকাবাসী।
জানা গেছে, পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০২০-২১ অর্থবছরে পাইকপাড়া সরকারি পুকুরটি পুনঃখনন ও সংস্কার করে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের জেলা পরিষদের আওতাধীন পুকুর, দিঘি, জলাশয়সমূহ পুনঃখনন ও সংস্কার প্রকল্পের আওতায় এটি সংস্কার ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। ভূ-উপরস্থ পানি ব্যবহারের লক্ষ্যে এটি খনন করে কাঁটাতারের বেড়া দিয়ে সংরক্ষণ করা হয়েছিল।
পুনঃখনন করা সংরক্ষিত পুকুরের মধ্যে পাইকপাড়ার সরকারি পুকুরটির ওপর আশপাশের প্রায় দুই শ’ পরিবার নির্ভরশীল।
সংরক্ষণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত ২০২১ সালের ১০ অক্টোবর এই পুকুরে গোসল করা, কাপড় কাচা, হাত-পা ধোয়া ও মাছ চাষ করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। পুকুরটি থেকে পানি সংগ্রহের জন্য সৌরশক্তি চালিত পন্ড-স্যান্ড ফিল্টারের মাধ্যমে প্রতিদিন ১০ হাজার লিটার পানি শোধনের ব্যবস্থা করা হয়।
কিন্তু এলাকাবাসীর চাহিদা ও নিয়মের তোয়াক্কা না করে সাবেক ইউপি সদস্য আ. জব্বার এখানে মাছ চাষ করছেন বলে বর্তমান ইউপি সদস্যসহ এলাকার কিছু মানুষ অভিযোগ করেছেন। মাছের জন্য পুকুরে খাবার দেওয়ায় পানি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে বলে অভিযোগ তাঁদের।
স্থানীয় ইউপি সদস্য মোশারেফ হোসেন বলেন, সাবেক ইউপি সদস্য শেখ আ. জব্বার কয়েক দিন আগে সরকারি এই পুকুরে মাছ ছেড়েছেন। পুকুরটি খনন করা হয়েছে পানি ফিল্টারিং করে স্থানীয় লোকজনের সুপেয় পানি সরবরাহের জন্য। সেখানে মাছ চাষ করলে পুকুরের পরিবেশ নষ্ট হবে এবং এলাকাবাসী সুপেয় পানির সংকটে পড়বে। এলাকার টিউবওয়েলের পানি পানযোগ্য না হওয়ায় তাঁরা এই পুকুরের পানির ওপর নির্ভরশীল।
অভিযুক্ত পাইকপাড়া পুকুর ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য শেখ আ. জব্বার সরকারি পুকুরে মাছ ছাড়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি দাবি করেন, পুকুরে যাতে কেউ গোসল করতে না পারে বা হাঁস ছাড়তে না পারে তার জন্য তিনি নেট দিয়ে পুকুরের বিভিন্ন অংশ ঘিরে দিয়েছেন। এই পুকুরে আগে থেকেই মাছ ছিল বলে দাবি করেন তিনি।
ফকিরহাট জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. হাসিবুর রহমান বলেন, এলাকার সাধারণ মানুষের কথা চিন্তা করে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কেউ সেখানে মাছ চাষ করলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাইকপাড়া এলাকায় সুপেয় পানির জন্য সংরক্ষিত সরকারি পুকুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ চাষের অভিযোগ উঠেছে। সাবেক ইউপি সদস্য ও ওই পুকুর ব্যবস্থাপনা কমিটির সদস্য শেখ আ. জব্বারের বিরুদ্ধে এ অভিযোগ করেছে এলাকাবাসী।
জানা গেছে, পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০২০-২১ অর্থবছরে পাইকপাড়া সরকারি পুকুরটি পুনঃখনন ও সংস্কার করে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের জেলা পরিষদের আওতাধীন পুকুর, দিঘি, জলাশয়সমূহ পুনঃখনন ও সংস্কার প্রকল্পের আওতায় এটি সংস্কার ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। ভূ-উপরস্থ পানি ব্যবহারের লক্ষ্যে এটি খনন করে কাঁটাতারের বেড়া দিয়ে সংরক্ষণ করা হয়েছিল।
পুনঃখনন করা সংরক্ষিত পুকুরের মধ্যে পাইকপাড়ার সরকারি পুকুরটির ওপর আশপাশের প্রায় দুই শ’ পরিবার নির্ভরশীল।
সংরক্ষণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত ২০২১ সালের ১০ অক্টোবর এই পুকুরে গোসল করা, কাপড় কাচা, হাত-পা ধোয়া ও মাছ চাষ করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। পুকুরটি থেকে পানি সংগ্রহের জন্য সৌরশক্তি চালিত পন্ড-স্যান্ড ফিল্টারের মাধ্যমে প্রতিদিন ১০ হাজার লিটার পানি শোধনের ব্যবস্থা করা হয়।
কিন্তু এলাকাবাসীর চাহিদা ও নিয়মের তোয়াক্কা না করে সাবেক ইউপি সদস্য আ. জব্বার এখানে মাছ চাষ করছেন বলে বর্তমান ইউপি সদস্যসহ এলাকার কিছু মানুষ অভিযোগ করেছেন। মাছের জন্য পুকুরে খাবার দেওয়ায় পানি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে বলে অভিযোগ তাঁদের।
স্থানীয় ইউপি সদস্য মোশারেফ হোসেন বলেন, সাবেক ইউপি সদস্য শেখ আ. জব্বার কয়েক দিন আগে সরকারি এই পুকুরে মাছ ছেড়েছেন। পুকুরটি খনন করা হয়েছে পানি ফিল্টারিং করে স্থানীয় লোকজনের সুপেয় পানি সরবরাহের জন্য। সেখানে মাছ চাষ করলে পুকুরের পরিবেশ নষ্ট হবে এবং এলাকাবাসী সুপেয় পানির সংকটে পড়বে। এলাকার টিউবওয়েলের পানি পানযোগ্য না হওয়ায় তাঁরা এই পুকুরের পানির ওপর নির্ভরশীল।
অভিযুক্ত পাইকপাড়া পুকুর ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য শেখ আ. জব্বার সরকারি পুকুরে মাছ ছাড়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি দাবি করেন, পুকুরে যাতে কেউ গোসল করতে না পারে বা হাঁস ছাড়তে না পারে তার জন্য তিনি নেট দিয়ে পুকুরের বিভিন্ন অংশ ঘিরে দিয়েছেন। এই পুকুরে আগে থেকেই মাছ ছিল বলে দাবি করেন তিনি।
ফকিরহাট জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. হাসিবুর রহমান বলেন, এলাকার সাধারণ মানুষের কথা চিন্তা করে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কেউ সেখানে মাছ চাষ করলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৪ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪