আব্দুর রাজ্জাক, ঘিওর, মানিকগঞ্জ
এসএসসি পরীক্ষার পর পেরিয়ে গেছে ৩০টি বছর। ১৬ বছরের সহপাঠীদের বয়স এখন ৪৬ বছর। কৈশোরের চেহারা বদলে গেছে সংসার ও পেশার ভারে। তারপরও ‘প্রাণের বন্ধনে, বন্ধুত্বের টানে’ একত্র হয়েছিলেন তাঁরা।
মানিকগঞ্জ জেলা এসএসসি ৯২ ব্যাচের সংগঠনটি আয়োজন করে এই পুনর্মিলনীর। শুক্রবার সকাল থেকে রাত আটটা পর্যন্ত জেলার ফলসাটিয়া অক্সিজেন রিসোর্টে জমকালো আয়োজনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। এ সময় ৯২ ব্যাচের জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।
কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে দিনব্যাপী আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় প্রয়াত বন্ধুদের স্মরণে নীরবতা পালন করা হয়। পরে বিদ্যালয়ের সময়ের মতো জাতীয় সংগীতে সবাই অংশ নেন। তবে সময়ের সঙ্গে বদলে যাওয়া মুখগুলো ফিরে আসে পরিচিতি পর্বে।পরে সদস্য নিয়ে কেক কাটা, খাবার শেষে শিল্পীদের পরিবেশনায় নাচ-গানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এ ছাড়া আয়োজনের মধ্যে ছিল সংবর্ধনা, আলোচনা সভা, শোভাযাত্রা, সদস্যদের ক্রীড়া প্রতিযোগিতা, স্মৃতিচারণা, র্যাফল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা অনুষ্ঠান।
এসএসসি ৯২ ব্যাচের ৩০ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সদস্যসচিব সিরাজুল ইসলাম।উদ্যাপন পরিষদের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, ‘স্কুল জীবনের বন্ধুত্ব কখনো নষ্ট হয় না। তারা কখনো কেউ কাউকে ভুলে থাকতে পারে না, ভুলে থাকা যায় না। তারা থাকে হৃদয়ের মাঝে। স্কুল জীবনের সেই সব প্রাণের বন্ধুদের সঙ্গে একই ছায়াতলে বসার এটা আমাদের প্রচেষ্টা মাত্র। এখান থেকে সামনের দিনগুলোতে সকলেই একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াবে এটাই আমরা চাই।’
এসএসসি পরীক্ষার পর পেরিয়ে গেছে ৩০টি বছর। ১৬ বছরের সহপাঠীদের বয়স এখন ৪৬ বছর। কৈশোরের চেহারা বদলে গেছে সংসার ও পেশার ভারে। তারপরও ‘প্রাণের বন্ধনে, বন্ধুত্বের টানে’ একত্র হয়েছিলেন তাঁরা।
মানিকগঞ্জ জেলা এসএসসি ৯২ ব্যাচের সংগঠনটি আয়োজন করে এই পুনর্মিলনীর। শুক্রবার সকাল থেকে রাত আটটা পর্যন্ত জেলার ফলসাটিয়া অক্সিজেন রিসোর্টে জমকালো আয়োজনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। এ সময় ৯২ ব্যাচের জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।
কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে দিনব্যাপী আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় প্রয়াত বন্ধুদের স্মরণে নীরবতা পালন করা হয়। পরে বিদ্যালয়ের সময়ের মতো জাতীয় সংগীতে সবাই অংশ নেন। তবে সময়ের সঙ্গে বদলে যাওয়া মুখগুলো ফিরে আসে পরিচিতি পর্বে।পরে সদস্য নিয়ে কেক কাটা, খাবার শেষে শিল্পীদের পরিবেশনায় নাচ-গানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এ ছাড়া আয়োজনের মধ্যে ছিল সংবর্ধনা, আলোচনা সভা, শোভাযাত্রা, সদস্যদের ক্রীড়া প্রতিযোগিতা, স্মৃতিচারণা, র্যাফল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা অনুষ্ঠান।
এসএসসি ৯২ ব্যাচের ৩০ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সদস্যসচিব সিরাজুল ইসলাম।উদ্যাপন পরিষদের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, ‘স্কুল জীবনের বন্ধুত্ব কখনো নষ্ট হয় না। তারা কখনো কেউ কাউকে ভুলে থাকতে পারে না, ভুলে থাকা যায় না। তারা থাকে হৃদয়ের মাঝে। স্কুল জীবনের সেই সব প্রাণের বন্ধুদের সঙ্গে একই ছায়াতলে বসার এটা আমাদের প্রচেষ্টা মাত্র। এখান থেকে সামনের দিনগুলোতে সকলেই একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াবে এটাই আমরা চাই।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে