জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইন্তাজ আলীর উঠান বৈঠকে হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি গত শুক্রবার রাতে ২ নম্বর ওয়ার্ডের গুয়াবাড়ি আদিবাসী ও হাজীবস্তীতে গ্রামে উঠান বৈঠক করেন। রাত সাড়ে ৯টার দিকে আরেক স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী চশমা প্রতীকের আব্দুল মালিক পাখির সমর্থকেরা বৈঠকে হামলা করেন। হামলায় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর অন্তত ১০ জন কর্মী-সমর্থক আহত হন।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইন্তাজ আলীর কর্মী-সমর্থকেরা অভিযোগ করে বলেন, মোটরসাইকেল প্রতীকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রাণনাশের চেষ্টায় পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। চশমা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালিক পাখীর ছেলে কাদিরের নেতৃত্বে ৩০/৪০ জনের একটি দল এ হামলা চালায়। এ সময় জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, মো. সাব্বির আহমেদ, বাবর, মাসুক, ইয়াজুল আমিন, রুবেল এবং রায়হানসহ ১০ জন আহত হন। গুরুতর আহত রায়হানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা জৈন্তাপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।
হামলার ঘটনায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইন্তাজ আলী বলেন, ‘আমার উঠান বৈঠকে কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাচ্ছি। ইতিমধ্যে কর্মী-সমর্থকদের নিয়ে আলোচনার মাধ্যমে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’
অভিযুক্ত চশমা প্রতীকের প্রার্থী আব্দুল মালিক পাখি হামলার ঘটনা স্বীকার করে বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র। বিষয়টি আমি জানার পর ২ নম্বর ওয়ার্ডের গুয়াবাড়ী এলাকায় পৌঁছে স্থানীয়দের আলোচনার মাধ্যমে সমাধান করেছি।’
জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বলেন, সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানা-পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইন্তাজ আলীর উঠান বৈঠকে হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি গত শুক্রবার রাতে ২ নম্বর ওয়ার্ডের গুয়াবাড়ি আদিবাসী ও হাজীবস্তীতে গ্রামে উঠান বৈঠক করেন। রাত সাড়ে ৯টার দিকে আরেক স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী চশমা প্রতীকের আব্দুল মালিক পাখির সমর্থকেরা বৈঠকে হামলা করেন। হামলায় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর অন্তত ১০ জন কর্মী-সমর্থক আহত হন।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইন্তাজ আলীর কর্মী-সমর্থকেরা অভিযোগ করে বলেন, মোটরসাইকেল প্রতীকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রাণনাশের চেষ্টায় পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। চশমা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালিক পাখীর ছেলে কাদিরের নেতৃত্বে ৩০/৪০ জনের একটি দল এ হামলা চালায়। এ সময় জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, মো. সাব্বির আহমেদ, বাবর, মাসুক, ইয়াজুল আমিন, রুবেল এবং রায়হানসহ ১০ জন আহত হন। গুরুতর আহত রায়হানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা জৈন্তাপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।
হামলার ঘটনায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইন্তাজ আলী বলেন, ‘আমার উঠান বৈঠকে কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাচ্ছি। ইতিমধ্যে কর্মী-সমর্থকদের নিয়ে আলোচনার মাধ্যমে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’
অভিযুক্ত চশমা প্রতীকের প্রার্থী আব্দুল মালিক পাখি হামলার ঘটনা স্বীকার করে বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র। বিষয়টি আমি জানার পর ২ নম্বর ওয়ার্ডের গুয়াবাড়ী এলাকায় পৌঁছে স্থানীয়দের আলোচনার মাধ্যমে সমাধান করেছি।’
জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বলেন, সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানা-পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে