তাসনীম হাসান, চট্টগ্রাম
জীবন বলীর জীবনে অন্য বলীদের অবদানও কম নয়। এত দূর আসার নেপথ্যে নিজের প্রচেষ্টা তো আছেই, সঙ্গে আছে অন্য বলীদের সহযোগিতাও। প্রবীণ বলীদের দেখে বলীখেলায় উদ্বুদ্ধ তো হয়েছেনই, আবদুল জব্বার বলীখেলার মূল মঞ্চে নামার আগের কিছুদিন এই বলীদের সঙ্গে খেলেই নিজেকে গড়ে তোলেন জীবন। চ্যাম্পিয়ন হওয়ার পর সেই বলীদের ভুললেন না জীবন বলী।
জব্বারের বলীখেলার ১১৩তম আসরে চ্যাম্পিয়ন হওয়ায় জীবন ট্রফির সঙ্গে পেয়েছেন ২৫ হাজার টাকার অর্থ পুরস্কার। সেই টাকার প্রায় ৭০ শতাংশ অর্থাৎ ১৭ হাজার টাকা বলীখেলায় আসা অন্তত ২০ জন বলীকে ভাগ করে দিয়েছেন তিনি। কাউকে দিয়েছেন ৫০০ টাকা, কাউকে ১ হাজার।
চ্যাম্পিয়ন হওয়ার এক দিন পেরিয়ে গেলেও ৭২ বলীর মধ্যে সেরা হওয়ার ঘোর তখনো কাটেনি। গতকাল মঙ্গলবার সকালে জীবন প্রস্তুতি নিচ্ছিলেন গ্রামের বাড়ি চকরিয়ায় ফেরার। এমন সময় কথা হলো আজকের পত্রিকার সঙ্গে।
শাহজালাল বলীকে হারিয়ে শোধ নিলেন। কেমন অনুভূতি হচ্ছে–এমন প্রশ্নে উপচে পড়ল হাসির ঢেউ। ফোনের এপারেও স্পষ্ট শোনা যাচ্ছিল জীবনের সশব্দের হাসি। সেই হাসি থামিয়ে জীবন বললেন, সবাই মহাখুশি। ফোনে অভিনন্দন বার্তা গ্রহণ করতে করতেই সময় কাটছে। এরপরই জীবন শোনালেন পুরস্কারের অর্থ কীভাবে খরচ করছেন।
খেলায় যাঁরা হেরেছেন তাঁদের তো কিছু দেওয়া হলো না। সে জন্য তাঁদের গাড়ি ভাড়া হিসেবে আমি কাউকে ৫০০, কাউকে ১ হাজার টাকা দিলাম। প্রায় ১৭ হাজার টাকা দিয়েছি। বাকিটা নিজের কাছে রেখেছি। আর আমি তো সম্মানের জন্যই খেলি।’
সবাইকে বণ্টন করার পর হাতে থাকা ৮ হাজার টাকা কীভাবে খরচ করবেন সেটিও ‘ফাঁস’ করেছেন জীবন। বলেন, ‘বাড়িতে আমার অপেক্ষায় আছে পাঁচ বছরের মেয়ে আর তিন বছরের ছেলে। তাদের জন্য এই টাকায় চকরিয়া থেকে ঈদের কাপড় কিনব।’
একটা সময় গ্রামে গ্রামে বলীখেলা আর গরুর লড়াইয়ের আয়োজন হতো। সেই লড়াই দেখেই বলীখেলায় উদ্বুদ্ধ হন জীবন। এরপর ২০০৯ সালে প্রথমবারের মতো বলীখেলায় অংশ নেন। তবে সাফল্য এসে ধরা দেয় ২০১৮ সালে। এবার আবারও চ্যাম্পিয়ন হলেন তিনি।
ছেলেকেও কি বলী বানাবেন? এমন প্রশ্নে তাই জীবন একটুও সময় না নিয়ে বলে উঠলেন, ‘ছেলেকে আমি কখনো বলীখেলায় আসতে দেব না। কেননা এখানে আগে সম্মান ছিল, এখন নেই। একটু সম্মান চাই আমরা।’ মনের টানে শত বছরের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা সব বলীর কথাও যেন এটিই।
জীবন বলীর জীবনে অন্য বলীদের অবদানও কম নয়। এত দূর আসার নেপথ্যে নিজের প্রচেষ্টা তো আছেই, সঙ্গে আছে অন্য বলীদের সহযোগিতাও। প্রবীণ বলীদের দেখে বলীখেলায় উদ্বুদ্ধ তো হয়েছেনই, আবদুল জব্বার বলীখেলার মূল মঞ্চে নামার আগের কিছুদিন এই বলীদের সঙ্গে খেলেই নিজেকে গড়ে তোলেন জীবন। চ্যাম্পিয়ন হওয়ার পর সেই বলীদের ভুললেন না জীবন বলী।
জব্বারের বলীখেলার ১১৩তম আসরে চ্যাম্পিয়ন হওয়ায় জীবন ট্রফির সঙ্গে পেয়েছেন ২৫ হাজার টাকার অর্থ পুরস্কার। সেই টাকার প্রায় ৭০ শতাংশ অর্থাৎ ১৭ হাজার টাকা বলীখেলায় আসা অন্তত ২০ জন বলীকে ভাগ করে দিয়েছেন তিনি। কাউকে দিয়েছেন ৫০০ টাকা, কাউকে ১ হাজার।
চ্যাম্পিয়ন হওয়ার এক দিন পেরিয়ে গেলেও ৭২ বলীর মধ্যে সেরা হওয়ার ঘোর তখনো কাটেনি। গতকাল মঙ্গলবার সকালে জীবন প্রস্তুতি নিচ্ছিলেন গ্রামের বাড়ি চকরিয়ায় ফেরার। এমন সময় কথা হলো আজকের পত্রিকার সঙ্গে।
শাহজালাল বলীকে হারিয়ে শোধ নিলেন। কেমন অনুভূতি হচ্ছে–এমন প্রশ্নে উপচে পড়ল হাসির ঢেউ। ফোনের এপারেও স্পষ্ট শোনা যাচ্ছিল জীবনের সশব্দের হাসি। সেই হাসি থামিয়ে জীবন বললেন, সবাই মহাখুশি। ফোনে অভিনন্দন বার্তা গ্রহণ করতে করতেই সময় কাটছে। এরপরই জীবন শোনালেন পুরস্কারের অর্থ কীভাবে খরচ করছেন।
খেলায় যাঁরা হেরেছেন তাঁদের তো কিছু দেওয়া হলো না। সে জন্য তাঁদের গাড়ি ভাড়া হিসেবে আমি কাউকে ৫০০, কাউকে ১ হাজার টাকা দিলাম। প্রায় ১৭ হাজার টাকা দিয়েছি। বাকিটা নিজের কাছে রেখেছি। আর আমি তো সম্মানের জন্যই খেলি।’
সবাইকে বণ্টন করার পর হাতে থাকা ৮ হাজার টাকা কীভাবে খরচ করবেন সেটিও ‘ফাঁস’ করেছেন জীবন। বলেন, ‘বাড়িতে আমার অপেক্ষায় আছে পাঁচ বছরের মেয়ে আর তিন বছরের ছেলে। তাদের জন্য এই টাকায় চকরিয়া থেকে ঈদের কাপড় কিনব।’
একটা সময় গ্রামে গ্রামে বলীখেলা আর গরুর লড়াইয়ের আয়োজন হতো। সেই লড়াই দেখেই বলীখেলায় উদ্বুদ্ধ হন জীবন। এরপর ২০০৯ সালে প্রথমবারের মতো বলীখেলায় অংশ নেন। তবে সাফল্য এসে ধরা দেয় ২০১৮ সালে। এবার আবারও চ্যাম্পিয়ন হলেন তিনি।
ছেলেকেও কি বলী বানাবেন? এমন প্রশ্নে তাই জীবন একটুও সময় না নিয়ে বলে উঠলেন, ‘ছেলেকে আমি কখনো বলীখেলায় আসতে দেব না। কেননা এখানে আগে সম্মান ছিল, এখন নেই। একটু সম্মান চাই আমরা।’ মনের টানে শত বছরের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা সব বলীর কথাও যেন এটিই।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪