‘কেচ্ছায় জাগে কাশিয়াবাড়ী’ মঞ্চস্থ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৩: ১৯
Thumbnail image

মহান মুক্তিযুদ্ধের সময় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী বধ্যভূমিতে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে নির্মিত ‘কেচ্ছায় জাগে কাশিয়াবাড়ী’ নাটক মঞ্চস্থ হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গত শুক্রবার রাতে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী হাইস্কুল মাঠে নাটকটি মঞ্চায়ন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি আবদুল মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের সাংসদ অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত