বিনোদন প্রতিবেদক, ঢাকা
চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ আনা প্রবাসী প্রযোজক রহমত উল্ল্যাহ অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। জানা গেছে, ১৯ মার্চ স্থানীয় সময় রাত ৮টায় তিনি অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। সেখান থেকে গতকাল তিনি বলেন, ‘আমি পালিয়ে যাইনি। সেই প্রয়োজনও আমার নেই। প্রয়োজনে আমি আবার দেশে আসব।’ রহমত উল্ল্যাহ আরও বলেন, ‘১৯ তারিখ আমি যে অস্ট্রেলিয়ায় ফিরব, শাকিব খানকে সেটা আগেই জানিয়েছিলাম।’
‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্ল্যাহ বলেন, ‘শাকিব খান বলছে, আমি পালিয়ে এসেছি। এগুলো হাস্যকর। আমি অস্ট্রেলিয়ার নাগরিক। ১৫ মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছিলাম যে আমার হাতে সময় কম। অস্ট্রেলিয়ায় বেশ কিছু কাজ আছে। দ্রুত ফিরতে হবে। বিষয়টি শাকিব খান ও চলচ্চিত্রের বিভিন্ন সমিতির কাছেও বলেছি। আমি কাজের কারণেই এসেছি। কারও ভয়ে পালিয়ে আসিনি। আমি দেশ ছেড়েছি নিশ্চিত হবার পর শাকিব এখন নাটক করছে। সে যেহেতু আমাকে ভুয়া-মিথ্যাবাদী বলছে, তাই লড়াইটা এবার আইনিভাবে হবে।’
রহমত উল্ল্যাহ আরও বলেন, ‘শাকিব খানের বিরুদ্ধে আমি যেসব অভিযোগ এনেছি, সেগুলোর একটাও মিথ্যা নয়। শাকিবের যদি সৎ সাহস থাকত, আমার অভিযোগ করার দুই কার্যদিবসের মধ্যেই তিনি আইনগত ব্যবস্থা নিতেন। তা না করে তিনি আমার সঙ্গে সমঝোতার চেষ্টা করেছেন। আমার প্রশ্ন, আমি প্রতারক হলে, ভুয়া প্রযোজক হলে শাকিব আমার সঙ্গে সমঝোতার জন্য বসেছিল কেন? অপু বিশ্বাসের মধ্যস্থতায় ১৬ মার্চ গুলশানের একটি রেস্তোরাঁয় শাকিব আমাকে লগ্নি করা অর্থ ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন। শাকিব ছাড়াও সেই আলোচনায় উপস্থিত ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু, অপু বিশ্বাস, শাকিব খানের চাচাতো ভাই মনিরসহ আরও একজন।’ রহমত উল্ল্যাহ জানান, পরবর্তী সময়ে তাঁদের আবারও আলোচনায় বসার কথা ছিল। কিন্তু সেটা আর হয়নি।
গত শনিবার রাতে প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় যান শাকিব খান। সেখানে তাঁর মামলা না নিয়ে আদালতের মামলা করার পরামর্শ দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পরদিন রোববার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ জানান শাকিব। একটি সূত্র জানিয়েছে, এ বিষয়ে পুলিশ সদর দপ্তরেও অভিযোগপত্র জমা দিতে পারেন শাকিব। তবে কবে, কখন তিনি জমা দেবেন, তা নিশ্চিত করা যায়নি।
উল্লেখ্য, ১৫ মার্চ শাকিব খানের বিরুদ্ধে প্রযোজক-পরিবেশক, পরিচালক, শিল্পী সমিতি ও চিত্রগ্রাহক সমিতিতে লিখিত অভিযোগ জমা দেন প্রযোজক রহমত উল্ল্যাহ। তিনি বলেন, ‘ছয় বছর ধরে নানাভাবে যোগাযোগে ব্যর্থ হয়ে একরকম নিরুপায় হয়ে আমি অভিযোগটি দিয়েছি। একটি সিনেমায় অর্থ লগ্নি করে যদি কোনো ব্যক্তির কারণে আমার সেই বিনিয়োগ নষ্ট হয়, তাহলে তাঁকে জিজ্ঞাসা করতে পারার নৈতিক এবং আইনি অধিকার আমার আছে।’
চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ আনা প্রবাসী প্রযোজক রহমত উল্ল্যাহ অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। জানা গেছে, ১৯ মার্চ স্থানীয় সময় রাত ৮টায় তিনি অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। সেখান থেকে গতকাল তিনি বলেন, ‘আমি পালিয়ে যাইনি। সেই প্রয়োজনও আমার নেই। প্রয়োজনে আমি আবার দেশে আসব।’ রহমত উল্ল্যাহ আরও বলেন, ‘১৯ তারিখ আমি যে অস্ট্রেলিয়ায় ফিরব, শাকিব খানকে সেটা আগেই জানিয়েছিলাম।’
‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্ল্যাহ বলেন, ‘শাকিব খান বলছে, আমি পালিয়ে এসেছি। এগুলো হাস্যকর। আমি অস্ট্রেলিয়ার নাগরিক। ১৫ মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছিলাম যে আমার হাতে সময় কম। অস্ট্রেলিয়ায় বেশ কিছু কাজ আছে। দ্রুত ফিরতে হবে। বিষয়টি শাকিব খান ও চলচ্চিত্রের বিভিন্ন সমিতির কাছেও বলেছি। আমি কাজের কারণেই এসেছি। কারও ভয়ে পালিয়ে আসিনি। আমি দেশ ছেড়েছি নিশ্চিত হবার পর শাকিব এখন নাটক করছে। সে যেহেতু আমাকে ভুয়া-মিথ্যাবাদী বলছে, তাই লড়াইটা এবার আইনিভাবে হবে।’
রহমত উল্ল্যাহ আরও বলেন, ‘শাকিব খানের বিরুদ্ধে আমি যেসব অভিযোগ এনেছি, সেগুলোর একটাও মিথ্যা নয়। শাকিবের যদি সৎ সাহস থাকত, আমার অভিযোগ করার দুই কার্যদিবসের মধ্যেই তিনি আইনগত ব্যবস্থা নিতেন। তা না করে তিনি আমার সঙ্গে সমঝোতার চেষ্টা করেছেন। আমার প্রশ্ন, আমি প্রতারক হলে, ভুয়া প্রযোজক হলে শাকিব আমার সঙ্গে সমঝোতার জন্য বসেছিল কেন? অপু বিশ্বাসের মধ্যস্থতায় ১৬ মার্চ গুলশানের একটি রেস্তোরাঁয় শাকিব আমাকে লগ্নি করা অর্থ ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন। শাকিব ছাড়াও সেই আলোচনায় উপস্থিত ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু, অপু বিশ্বাস, শাকিব খানের চাচাতো ভাই মনিরসহ আরও একজন।’ রহমত উল্ল্যাহ জানান, পরবর্তী সময়ে তাঁদের আবারও আলোচনায় বসার কথা ছিল। কিন্তু সেটা আর হয়নি।
গত শনিবার রাতে প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় যান শাকিব খান। সেখানে তাঁর মামলা না নিয়ে আদালতের মামলা করার পরামর্শ দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পরদিন রোববার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ জানান শাকিব। একটি সূত্র জানিয়েছে, এ বিষয়ে পুলিশ সদর দপ্তরেও অভিযোগপত্র জমা দিতে পারেন শাকিব। তবে কবে, কখন তিনি জমা দেবেন, তা নিশ্চিত করা যায়নি।
উল্লেখ্য, ১৫ মার্চ শাকিব খানের বিরুদ্ধে প্রযোজক-পরিবেশক, পরিচালক, শিল্পী সমিতি ও চিত্রগ্রাহক সমিতিতে লিখিত অভিযোগ জমা দেন প্রযোজক রহমত উল্ল্যাহ। তিনি বলেন, ‘ছয় বছর ধরে নানাভাবে যোগাযোগে ব্যর্থ হয়ে একরকম নিরুপায় হয়ে আমি অভিযোগটি দিয়েছি। একটি সিনেমায় অর্থ লগ্নি করে যদি কোনো ব্যক্তির কারণে আমার সেই বিনিয়োগ নষ্ট হয়, তাহলে তাঁকে জিজ্ঞাসা করতে পারার নৈতিক এবং আইনি অধিকার আমার আছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৯ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে