প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ শিক্ষকের জিডি

দুর্গাপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২১, ০৯: ৫২
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৭: ৪৪

দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাবের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় প্রধান শিক্ষক ও তাঁর লোকজন সহকারী শিক্ষকদের অফিস কক্ষে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ উঠছে। খবর পেয়ে পুলিশ অবরুদ্ধ ১২ শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে ভুক্তভোগী শিক্ষকেরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল শনিবার এ ঘটনা ঘটেছে।

জিডি সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে স্কুলের কম্পিউটার ল্যাবের কমিটি নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকদের দ্বন্দ্ব শুরু হয়। এ সময় প্রধান শিক্ষক আলাউদ্দিন সহকারী শিক্ষকদের ওপর ক্ষিপ্ত হয়ে মারমুখী আচরণ শুরু করেন। বহিরাগত লোকজন ডেকে হুমকি-ধমকি দিতে থাকেন। একপর্যায়ে সহকারী শিক্ষকেরা অফিস কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন।

দুর্গাপুর থানার ওসি হাশমত আলী বলেন, ওই প্রতিষ্ঠানে হট্টগোলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষকদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ওই শিক্ষকেরা এক জোট হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি জিডি করেছেন।

ইউএনও সোহেল রানা বলেন, এ নিয়ে উভয় পক্ষকেই আজ (রোববার) ডাকা হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত