হোসাইন ময়নুল, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাওরে পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রায় ১০০ বিঘা জমির ধান ডুবে গেছে। পেকে গেলেও কাটতে পারছেন না কৃষক। উপজেলার বাঙালা ইউনিয়নের বিনায়েকপুর হাওরে (লটাগাড়ি বিল) এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার বিনায়েকপুর হাওরে অন্তত ১০০ বিঘা জমির ধান পেকে গেছে। কিন্তু খেতে পানি জমে থাকায় অতিরিক্ত মজুরি দিয়েও মিলছে না ধানকাটা শ্রমিক। এ অবস্থায় উৎপাদন খরচের তুলনায় বাজারমূল্য অপেক্ষাকৃত কম হওয়ায় ধান কাটবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন এই এলাকার অনেক কৃষক।
এদিকে বিনায়েকপুর মধ্যপাড়া থেকে হাওরে যাওয়ার এক কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়ায় হাওর থেকে ধান কেটে ঘরে তোলা নিয়েও অনিশ্চয়তার মুখে পড়েছেন চাষিরা।
বিনায়েকপুর হাওরে মধ্যপাড়া গ্রামের ইউনুস আলীর তিন বিঘা, মোতালেব মোল্লার সাড়ে চার বিঘা, আফসার মোল্লার দুই বিঘা, আশরাফ মোল্লার আড়াই বিঘা, আমজাদ হোসেনের আট বিঘা, ইউসুফের দুই বিঘা, ইয়াকুবের দুই বিঘা, আল্লেকের এক বিঘা, মোকসেদের দুই বিঘা জমির পাকা ধান কাটার অভাবে খেতেই নষ্ট হচ্ছে। তাঁরা কেউ আর ধান কাটতে আগ্রহী নন।
সরেজমিনে স্থানীয় কৃষকদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, বিনায়েকপুর হাওরে সব মিলিয়ে অন্তত ১০০ বিঘা জমি রয়েছে। নিষ্কাশনব্যবস্থা না থাকায় এসব জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এতে অতিরিক্ত মজুরি দিয়েও পানিতে ডুবে থাকা ধান কাটতে রাজি হচ্ছেন না কৃষিশ্রমিকেরা। অনেকেই আবার বাড়তি খরচের কথা চিন্তা করে জমি থেকে ধান না কাটার সিদ্ধান্ত নিয়েছেন।
বিনায়েকপুর গ্রামের কৃষক মোতালেব মোল্লা জানান, চলতি মৌসুমে ওই হাওরে সাড়ে চার বিঘা জমিতে ধানের আবাদ করেছেন। ফলনও ভালো হয়েছে। কিন্তু হাওরে পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জমির পাকা ধান ডুবে গেছে। ধান কাটতে অতিরিক্ত মজুরি দিয়েও শ্রমিক মিলছে না। অপরদিকে, ধানের বাজারমূল্য কম থাকায় এবার বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন চাষিরা।
একই গ্রামের কৃষক মো. ইউনুস আলী জানান, এক বিঘা খেতের ধান কাটতে শ্রমিককে দিতে হচ্ছে ৭ হাজার টাকা। সব মিলিয়ে এক বিঘায় উৎপাদন খরচ পড়ছে ১০ হাজার টাকা। বর্তমান বাজারমূল্যে এক বিঘা জমির ধান বিক্রি করে পাওয়া যায় ১৬ হাজার টাকা।
এ বিষয়ে কথা হলে উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন আজকের পত্রিকাকে জানান, চলতি বছর বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ২০০ হেক্টর জমি। উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩২ হাজার ৮০ মেট্রিক টন। ধানের ফলন ভালো হয়েছে। বৃষ্টির কারণে হাওরের কিছু জমি ডুবে গেছে। তবে আবহাওয়া ভালো হলে ডুবে যাওয়া ধানগুলো কাটার উপযোগী হবে। এতে কৃষক খুব একটা ক্ষতিগ্রস্ত হবেন না। এ ছাড়া কম্বাইন হারভেস্টারের মাধ্যমে হাওরে ধান কাটা হচ্ছে, এতে খরচ কমছে চাষিদের।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাওরে পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রায় ১০০ বিঘা জমির ধান ডুবে গেছে। পেকে গেলেও কাটতে পারছেন না কৃষক। উপজেলার বাঙালা ইউনিয়নের বিনায়েকপুর হাওরে (লটাগাড়ি বিল) এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার বিনায়েকপুর হাওরে অন্তত ১০০ বিঘা জমির ধান পেকে গেছে। কিন্তু খেতে পানি জমে থাকায় অতিরিক্ত মজুরি দিয়েও মিলছে না ধানকাটা শ্রমিক। এ অবস্থায় উৎপাদন খরচের তুলনায় বাজারমূল্য অপেক্ষাকৃত কম হওয়ায় ধান কাটবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন এই এলাকার অনেক কৃষক।
এদিকে বিনায়েকপুর মধ্যপাড়া থেকে হাওরে যাওয়ার এক কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়ায় হাওর থেকে ধান কেটে ঘরে তোলা নিয়েও অনিশ্চয়তার মুখে পড়েছেন চাষিরা।
বিনায়েকপুর হাওরে মধ্যপাড়া গ্রামের ইউনুস আলীর তিন বিঘা, মোতালেব মোল্লার সাড়ে চার বিঘা, আফসার মোল্লার দুই বিঘা, আশরাফ মোল্লার আড়াই বিঘা, আমজাদ হোসেনের আট বিঘা, ইউসুফের দুই বিঘা, ইয়াকুবের দুই বিঘা, আল্লেকের এক বিঘা, মোকসেদের দুই বিঘা জমির পাকা ধান কাটার অভাবে খেতেই নষ্ট হচ্ছে। তাঁরা কেউ আর ধান কাটতে আগ্রহী নন।
সরেজমিনে স্থানীয় কৃষকদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, বিনায়েকপুর হাওরে সব মিলিয়ে অন্তত ১০০ বিঘা জমি রয়েছে। নিষ্কাশনব্যবস্থা না থাকায় এসব জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এতে অতিরিক্ত মজুরি দিয়েও পানিতে ডুবে থাকা ধান কাটতে রাজি হচ্ছেন না কৃষিশ্রমিকেরা। অনেকেই আবার বাড়তি খরচের কথা চিন্তা করে জমি থেকে ধান না কাটার সিদ্ধান্ত নিয়েছেন।
বিনায়েকপুর গ্রামের কৃষক মোতালেব মোল্লা জানান, চলতি মৌসুমে ওই হাওরে সাড়ে চার বিঘা জমিতে ধানের আবাদ করেছেন। ফলনও ভালো হয়েছে। কিন্তু হাওরে পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জমির পাকা ধান ডুবে গেছে। ধান কাটতে অতিরিক্ত মজুরি দিয়েও শ্রমিক মিলছে না। অপরদিকে, ধানের বাজারমূল্য কম থাকায় এবার বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন চাষিরা।
একই গ্রামের কৃষক মো. ইউনুস আলী জানান, এক বিঘা খেতের ধান কাটতে শ্রমিককে দিতে হচ্ছে ৭ হাজার টাকা। সব মিলিয়ে এক বিঘায় উৎপাদন খরচ পড়ছে ১০ হাজার টাকা। বর্তমান বাজারমূল্যে এক বিঘা জমির ধান বিক্রি করে পাওয়া যায় ১৬ হাজার টাকা।
এ বিষয়ে কথা হলে উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন আজকের পত্রিকাকে জানান, চলতি বছর বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ২০০ হেক্টর জমি। উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩২ হাজার ৮০ মেট্রিক টন। ধানের ফলন ভালো হয়েছে। বৃষ্টির কারণে হাওরের কিছু জমি ডুবে গেছে। তবে আবহাওয়া ভালো হলে ডুবে যাওয়া ধানগুলো কাটার উপযোগী হবে। এতে কৃষক খুব একটা ক্ষতিগ্রস্ত হবেন না। এ ছাড়া কম্বাইন হারভেস্টারের মাধ্যমে হাওরে ধান কাটা হচ্ছে, এতে খরচ কমছে চাষিদের।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে