কামাল হোসেন, কয়রা
সারা দেশের মতো খুলনার কয়রায় বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতিতে দিশেহারা উপজেলার নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। তাঁদের আয়ের পুরোটাই শেষ হয়ে যাচ্ছে খাদ্যদ্রব্য কিনতে।গত দুই বছর করোনাভাইরাসের ছোবল ও নদীভাঙনের ধকল কাটিয়ে না উঠতেই নতুন করে বিপাকে পড়েছেন উপকূলীয় এলাকার মানুষ। তবে বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন শিগগির অভিযান চালাবে বলে জানা গেছে।
ক্রেতারা জানান, বেশির ভাগ দ্রব্যের দাম সাধারণ ক্রেতার ক্রয়ক্ষমতার বাইরে। নিম্ন আয়ের মানুষ যা উপার্জন করছেন, তার পুরোটাই খাদ্যদ্রব্য কিনতে শেষ হয়ে যাচ্ছে। স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা ইত্যাদির জন্য ব্যয় করার মতো অর্থ উপকূলের এই সাধারণ মানুষের হাতে থাকছে না। অপর দিকে অভিযোগ উঠেছে, বেশি মুনাফা লাভের আশায় নিত্যপণ্যের দাম বাড়িয়েছে বাজারের কিছু মুনাফালোভী মজুতদার। আর ব্যবসায়ীরা তৈরি করেছেন সিন্ডিকেট। তা ছাড়া সবজির বাজারেও আগুন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুষ্ঠু মনিটরিংয়ের অভাবেই দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি।
গত রোববার দেউলিয়া বাজারে দেখা যায়, মোটা চালের কেজি ৪৬ থেকে ৪৮ টাকা, মাঝারি ৫৩ থেকে ৫৬, চিকন ৬৩ থেকে ৬৬ টাকা দামে বিক্রি হচ্ছে। সয়াবিন তেল বিক্রি হচ্ছে বোতলজাত প্রতি লিটার ১৭০ আর খোলা ১৮০ টাকা। চিনির কেজি ৮০ টাকা, মসুর ডাল ৯০ থেকে ১২০, পেঁয়াজ ৫০, আলু ২০, বেগুন ৩০, ফুলকপি ৩০, কুমড়া ৩০ টাকা। ১২ কেজির এলপি গ্যাস ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।দেউলিয়া বাজারে আসা সুকুমার মণ্ডল বলেন, ‘বাজারে প্রতিটি দ্রব্যের দাম বেশি। এভাবে বাড়তে থাকলে সাধারণ জনগণ চলবে কীভাবে। আমাদের অঞ্চলে সব ধরনের শাকসবজির চাষ হয়। তরপরও শীতকালে চড়া দামে শাকসবজি কিনতে হয়েছে। এর আগে টমেটো, শিম, ফুলকপি ও আলুর দাম এত বেশি দেখিনি।’
কাঁচামাল ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ‘অন্য বছরের তুলনায় এবার সবজির দাম বেশি। কিন্তু আমরা যে দামে কিনি তার ওপর নামমাত্র কিছু লাভ রেখে বিক্রি করি।’ ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, ‘পাইকারি বাজারে বেশি দামে কেনার কারণে আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। গত কয়েক দিনে খুচরা বাজারে তেল, মসুর ডাল ও চিনির দাম বৃদ্ধি পেয়েছে।’
ইউএনও অনিমেষ বিশ্বাস বলেন, ‘বাজারের সব পণ্যের দাম নিয়ন্ত্রণে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। উপজেলার প্রধান বাজারগুলোতে আমি নিজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। রমজান সামনে রেখে আমরা ব্যবসায়ীদের নিয়ে সেমিনার করার সিদ্ধান্ত নিয়েছি।
সারা দেশের মতো খুলনার কয়রায় বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতিতে দিশেহারা উপজেলার নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। তাঁদের আয়ের পুরোটাই শেষ হয়ে যাচ্ছে খাদ্যদ্রব্য কিনতে।গত দুই বছর করোনাভাইরাসের ছোবল ও নদীভাঙনের ধকল কাটিয়ে না উঠতেই নতুন করে বিপাকে পড়েছেন উপকূলীয় এলাকার মানুষ। তবে বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন শিগগির অভিযান চালাবে বলে জানা গেছে।
ক্রেতারা জানান, বেশির ভাগ দ্রব্যের দাম সাধারণ ক্রেতার ক্রয়ক্ষমতার বাইরে। নিম্ন আয়ের মানুষ যা উপার্জন করছেন, তার পুরোটাই খাদ্যদ্রব্য কিনতে শেষ হয়ে যাচ্ছে। স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা ইত্যাদির জন্য ব্যয় করার মতো অর্থ উপকূলের এই সাধারণ মানুষের হাতে থাকছে না। অপর দিকে অভিযোগ উঠেছে, বেশি মুনাফা লাভের আশায় নিত্যপণ্যের দাম বাড়িয়েছে বাজারের কিছু মুনাফালোভী মজুতদার। আর ব্যবসায়ীরা তৈরি করেছেন সিন্ডিকেট। তা ছাড়া সবজির বাজারেও আগুন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুষ্ঠু মনিটরিংয়ের অভাবেই দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি।
গত রোববার দেউলিয়া বাজারে দেখা যায়, মোটা চালের কেজি ৪৬ থেকে ৪৮ টাকা, মাঝারি ৫৩ থেকে ৫৬, চিকন ৬৩ থেকে ৬৬ টাকা দামে বিক্রি হচ্ছে। সয়াবিন তেল বিক্রি হচ্ছে বোতলজাত প্রতি লিটার ১৭০ আর খোলা ১৮০ টাকা। চিনির কেজি ৮০ টাকা, মসুর ডাল ৯০ থেকে ১২০, পেঁয়াজ ৫০, আলু ২০, বেগুন ৩০, ফুলকপি ৩০, কুমড়া ৩০ টাকা। ১২ কেজির এলপি গ্যাস ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।দেউলিয়া বাজারে আসা সুকুমার মণ্ডল বলেন, ‘বাজারে প্রতিটি দ্রব্যের দাম বেশি। এভাবে বাড়তে থাকলে সাধারণ জনগণ চলবে কীভাবে। আমাদের অঞ্চলে সব ধরনের শাকসবজির চাষ হয়। তরপরও শীতকালে চড়া দামে শাকসবজি কিনতে হয়েছে। এর আগে টমেটো, শিম, ফুলকপি ও আলুর দাম এত বেশি দেখিনি।’
কাঁচামাল ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ‘অন্য বছরের তুলনায় এবার সবজির দাম বেশি। কিন্তু আমরা যে দামে কিনি তার ওপর নামমাত্র কিছু লাভ রেখে বিক্রি করি।’ ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, ‘পাইকারি বাজারে বেশি দামে কেনার কারণে আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। গত কয়েক দিনে খুচরা বাজারে তেল, মসুর ডাল ও চিনির দাম বৃদ্ধি পেয়েছে।’
ইউএনও অনিমেষ বিশ্বাস বলেন, ‘বাজারের সব পণ্যের দাম নিয়ন্ত্রণে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। উপজেলার প্রধান বাজারগুলোতে আমি নিজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। রমজান সামনে রেখে আমরা ব্যবসায়ীদের নিয়ে সেমিনার করার সিদ্ধান্ত নিয়েছি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৯ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে