জমি বেচে ৪ কিমি সড়ক সংস্কার

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২১, ০৫: ০০
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৬: ২২

ঝিনাইদহের শৈলকুপায় জমি বিক্রি করে স্বেচ্ছাশ্রমে ৪ কিলোমিটার রাস্তা সংস্কার করছেন মামুনুর রশিদ নামে এক ব্যক্তি। তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়ি গ্রামের বসির মন্ডলের ছেলে ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী। পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ভোট গ্রহণ হবে।

সরেজমিনে দেখা যায়, ওয়ার্ডের রাস্তায় বড় বড় গর্ত রয়েছে। কয়েক হাজার লোকের বসবাস সেখানে। কাদাপানিতে ভরে আছে রাস্তার গর্তগুলো। বর্ষা মৌসুম তো দূরের কথা, শীত মৌসুমেও চলাচলের অযোগ্য এ ওয়ার্ডের রাস্তাগুলো। সাধারণ মানুষের কষ্টের শেষ নেই। তাই মামুনুর রশিদ বালু এবং ইট দিয়ে রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলছেন। বালু আর ইট কিনে মালামাল নিজ গাড়িতে বহন করে রাস্তা সংস্কার করছেন।

স্থানীয়রা জানান, মামুনুর রশিদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই ওয়ার্ডে চলাচলের অনুপযোগী রাস্তা সংস্কারের কাজ নিজেই করছেন। নিজ উদ্যোগে জমি বিক্রির টাকা দিয়ে ওয়ার্ডের ৪ কিলোমিটার রাস্তা সংস্কার কাজ প্রায় শেষের পথে।

মামুনুর জানান, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে ২০ শতক জমি বিক্রি করে রাস্তা সংস্কারের কাজ করছেন। নির্বাচিত হই আর না হই, সব সময় জনগণের পাশে থেকে সেবা করতে চাই। মাদলা গ্রামের আবু দাউদ বলেন, ‘আমরা দেখেছি সবাই সাধারণত নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এবং নির্বাচিত হওয়ার পরে তাঁদের আর দেখা পাওয়া যায় না। কিন্তু মামুন নির্বাচিত হওয়ার আগেই নিজ উদ্যোগে রাস্তাগুলো চলাচলের উপযোগী করে তুলেছেন। তিনি নির্বাচিত হলে এর থেকে আরও ভালো কাজ করবেন বলে আমি আশাবাদী।’

আইয়ুব হোসেন নামে আরেক সদস্য প্রার্থী বলেন, ‘মামুনের এমন কাজকে সাধুবাদ জানাই।’

হাকিমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান জিকু বলেন, তরুণ সমাজসেবক হিসেবে মামুন যেভাবে কাজ করছেন, তাতে আমরা সবাই খুশি। জমি বিক্রির টাকায় এত বড় দুঃসাহসিক কাজ করবে ভাবতেই অবাক লাগে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত