জামালপুর প্রতিনিধি
জামালপুরের চরাঞ্চলে শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। উৎপাদিত সবিজ নিজ এলাকার পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। প্রতিদিন পাইকারেরা এসে সবজি কিনে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। সবজির দাম ভালো হওয়ায় খুশি কৃষকেরা। উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা বলছেন, কৃষকদের সব সময় খোঁজখবর নেওয়া হচ্ছে। এবার কৃষকেরা অন্য বছরের তুলনায় বেশি লাভবান হবেন।
জানা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা ধরনের সবজি তোলায় ব্যস্ত এই অঞ্চলের কৃষকেরা। শীতের শুরুতেই তাদের উৎপাদিত সবজির বিক্রি সবচেয়ে বেশি। আর এই সময়ে দামও ভালো পাওয়া যায়। জামালপুর জেলার ৬ উপজেলাসহ সদর উপজেলার চরাঞ্চলে প্রায় ৪ হেক্টর জমিতে নানা ধরনের সবজির আবাদ করেছেন স্থানীয় কৃষকেরা। এ বছর বন্যা না হওয়ায় আগে ভাগেই সবজি বাগান শুরু করা হয়েছে।
জামালপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের শরিফপুর, চরযর্থাথপুর, টেবিরচর, তুলশীরচর, টিকরাকান্দি, বারুয়ামারি, লক্ষ্মীপুরসহ ১৫টি ইউনিয়ন জুড়ে সবজির বাগান করা হয়েছে। ইতিমধ্যেই এই সব বাগান থেকে বাজারে আসতে শুরু করেছে নতুন আলু, বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি, লাউ, করলা, ঝিঁঙ্গাসহ নানা সবজি। শীতের কুয়াশাচ্ছন্ন ভোর থেকেই কৃষকেরা খেতে সবজি তোলা শুরু করেন। খেতে বিভিন্নস্থান থেকে পাইকারেরা খেতে আসছেন সবজি কিনতে। দাম মিটিয়ে নিয়ে যাচ্ছেন সবজি। আবার অনেকেই বাজারে নিয়ে বিক্রি করছেন তাদের উৎপাদিত সবজি। এতে আরও বেশি লাভবান হচ্ছেন কৃষকেরা। শীতের শুরুতে বাজারে বেগুন প্রতিকেজি ৪০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা কেজি, নতুন আলু ১০০ টাকা কেজি, সিম ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি চাষিরা জানিয়েছেন, প্রতিদিন স্থানীয় চাহিদা পূরণ করে চরাঞ্চলের এই সবজি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। এ বছর বন্যা না হওয়ায় প্রথম ধাপেই সবজির বাগান করেছেন এ অঞ্চলের কৃষকেরা। তারা জানান, এর আগের বছর দফায় দফায় বন্যার পানিতে সবজির ক্ষতি হয়েছে। এ বছর সবজির বাগান করে যে খরচ হয়েছে শীতের শুরুতেই তার অর্ধেকটা উঠে গেছে। পুরো দুই মাস বিক্রি হবে এই সবজি। অন্যান্য ফসলের বাম্পার ফলনে কৃষকেরা খুশি হলেও এ বছর করলা চাষিরা পড়েছেন হতাশায়। এ বছর করলা চাষ করে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকেরা।
করলা গাছে দেখা দিয়েছে অজানা রোগ। এই রোগে গাছের পাতা হলুদ ও কোঁকড়া হয়ে যাচ্ছে। তেমন ফলনও আসছে না। গত বছর যেখানে প্রতি বিঘায় করলা চাষ করে ২০ মন ফলন পাওয়া গেছে। এ বছর ২-৩ মন ফলন উঠছে। কৃষি অফিসের মাঠকর্মীরা এসে প্রয়োজনীয় কীটনাশক দিয়েও কোন সুরাহা করতে পারিনি।
চরযর্থাথপুরের কৃষক তাজুল বলেন, এ বছর ভালো ফলনের আশায় স্থানীয় বীজ ঘর থেকে বীজ এনে ৪০ শতাংশ জমিতে করলার বাগান করেছিলাম। ৪০ হাজার টাকা খরচ হয়েছে বাগান করতে। এখন ফলনের জোয়ার আসার কথা কিন্তু গাছের পাতা হলুদ হয়ে পাতাগুলো কোঁকড়া হয়ে গাছ মরে যাচ্ছে। করলা চাষি হেলাল শেখ বলেন, সোয়া এক বিঘা জমিতে চিচিঙ্গা ও করলার আবাদ করেছিলাম। এবার বন্যা না হওয়ায় বেশি ফলনের আশা ছিল। ৫০ হাজার টাকা খরচ করে এ পর্যন্ত ১০ হাজার টাকা বিক্রি করেছি। এই লোকসান কি দিয়ে মেটাবো বুঝতে পারছি না।
এ ব্যাপারে জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন বলেন, এ বছর চরাঞ্চলে শীতের সবজির বাম্পার ফলন পেয়ে কৃষকেরা। কৃষি অফিসের মাধ্যমে কৃষকদের খোঁজখবর নেওয়া হয়েছে। এবার কৃষকেরা অন্যান্য বছরের তুলনায় বেশি লাভবান হবে আশা করছি। করলা গাছে সমস্যার বিষয়টি আমাকে কেউ জানায়নি। যদি কৃষকেরা যোগাযোগ করে তাহলে দেখব।
জামালপুরের চরাঞ্চলে শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। উৎপাদিত সবিজ নিজ এলাকার পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। প্রতিদিন পাইকারেরা এসে সবজি কিনে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। সবজির দাম ভালো হওয়ায় খুশি কৃষকেরা। উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা বলছেন, কৃষকদের সব সময় খোঁজখবর নেওয়া হচ্ছে। এবার কৃষকেরা অন্য বছরের তুলনায় বেশি লাভবান হবেন।
জানা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা ধরনের সবজি তোলায় ব্যস্ত এই অঞ্চলের কৃষকেরা। শীতের শুরুতেই তাদের উৎপাদিত সবজির বিক্রি সবচেয়ে বেশি। আর এই সময়ে দামও ভালো পাওয়া যায়। জামালপুর জেলার ৬ উপজেলাসহ সদর উপজেলার চরাঞ্চলে প্রায় ৪ হেক্টর জমিতে নানা ধরনের সবজির আবাদ করেছেন স্থানীয় কৃষকেরা। এ বছর বন্যা না হওয়ায় আগে ভাগেই সবজি বাগান শুরু করা হয়েছে।
জামালপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের শরিফপুর, চরযর্থাথপুর, টেবিরচর, তুলশীরচর, টিকরাকান্দি, বারুয়ামারি, লক্ষ্মীপুরসহ ১৫টি ইউনিয়ন জুড়ে সবজির বাগান করা হয়েছে। ইতিমধ্যেই এই সব বাগান থেকে বাজারে আসতে শুরু করেছে নতুন আলু, বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি, লাউ, করলা, ঝিঁঙ্গাসহ নানা সবজি। শীতের কুয়াশাচ্ছন্ন ভোর থেকেই কৃষকেরা খেতে সবজি তোলা শুরু করেন। খেতে বিভিন্নস্থান থেকে পাইকারেরা খেতে আসছেন সবজি কিনতে। দাম মিটিয়ে নিয়ে যাচ্ছেন সবজি। আবার অনেকেই বাজারে নিয়ে বিক্রি করছেন তাদের উৎপাদিত সবজি। এতে আরও বেশি লাভবান হচ্ছেন কৃষকেরা। শীতের শুরুতে বাজারে বেগুন প্রতিকেজি ৪০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা কেজি, নতুন আলু ১০০ টাকা কেজি, সিম ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি চাষিরা জানিয়েছেন, প্রতিদিন স্থানীয় চাহিদা পূরণ করে চরাঞ্চলের এই সবজি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। এ বছর বন্যা না হওয়ায় প্রথম ধাপেই সবজির বাগান করেছেন এ অঞ্চলের কৃষকেরা। তারা জানান, এর আগের বছর দফায় দফায় বন্যার পানিতে সবজির ক্ষতি হয়েছে। এ বছর সবজির বাগান করে যে খরচ হয়েছে শীতের শুরুতেই তার অর্ধেকটা উঠে গেছে। পুরো দুই মাস বিক্রি হবে এই সবজি। অন্যান্য ফসলের বাম্পার ফলনে কৃষকেরা খুশি হলেও এ বছর করলা চাষিরা পড়েছেন হতাশায়। এ বছর করলা চাষ করে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকেরা।
করলা গাছে দেখা দিয়েছে অজানা রোগ। এই রোগে গাছের পাতা হলুদ ও কোঁকড়া হয়ে যাচ্ছে। তেমন ফলনও আসছে না। গত বছর যেখানে প্রতি বিঘায় করলা চাষ করে ২০ মন ফলন পাওয়া গেছে। এ বছর ২-৩ মন ফলন উঠছে। কৃষি অফিসের মাঠকর্মীরা এসে প্রয়োজনীয় কীটনাশক দিয়েও কোন সুরাহা করতে পারিনি।
চরযর্থাথপুরের কৃষক তাজুল বলেন, এ বছর ভালো ফলনের আশায় স্থানীয় বীজ ঘর থেকে বীজ এনে ৪০ শতাংশ জমিতে করলার বাগান করেছিলাম। ৪০ হাজার টাকা খরচ হয়েছে বাগান করতে। এখন ফলনের জোয়ার আসার কথা কিন্তু গাছের পাতা হলুদ হয়ে পাতাগুলো কোঁকড়া হয়ে গাছ মরে যাচ্ছে। করলা চাষি হেলাল শেখ বলেন, সোয়া এক বিঘা জমিতে চিচিঙ্গা ও করলার আবাদ করেছিলাম। এবার বন্যা না হওয়ায় বেশি ফলনের আশা ছিল। ৫০ হাজার টাকা খরচ করে এ পর্যন্ত ১০ হাজার টাকা বিক্রি করেছি। এই লোকসান কি দিয়ে মেটাবো বুঝতে পারছি না।
এ ব্যাপারে জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন বলেন, এ বছর চরাঞ্চলে শীতের সবজির বাম্পার ফলন পেয়ে কৃষকেরা। কৃষি অফিসের মাধ্যমে কৃষকদের খোঁজখবর নেওয়া হয়েছে। এবার কৃষকেরা অন্যান্য বছরের তুলনায় বেশি লাভবান হবে আশা করছি। করলা গাছে সমস্যার বিষয়টি আমাকে কেউ জানায়নি। যদি কৃষকেরা যোগাযোগ করে তাহলে দেখব।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে